বনগাঁ, 14 নভেম্বর: সাইবার প্রতারণার শিকার বিজেপি বিধায়ক । বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার নাম করে উত্তর 24 পরগনার বনগাঁ উত্তরের বিধায়ক বিজেপির অশোক কীর্তনীয়ার কাছ থেকে 2 লক্ষ 20 হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ৷
অভিযোগ পেয়ে প্রতারণা চক্রের পাণ্ডা-সহ দুই জনকে গ্রেফতার করেছে বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সোনু সিং ও অর্জুন প্রজাপতি । পুলিশের প্রাথমিক অনুমান, এই প্রতারণা চক্রের পাণ্ডা সোনু সিং । তাদের কাছ থেকে একাধিক নথি ও মোবাইল ফোন উদ্ধার হয়েছে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের মার্চ মাসের 20 তারিখে জেপি নাড্ডার নাম করে বিধায়ক অশোক কীর্তনীয়ার কাছে একটি ফোন আসে । প্রতারিতরা নিজেকে জেপি নাড্ডার লোক বলে পরিচয় দিয়ে বলে রাজস্থানে একটি অনুষ্ঠানের জন্য টাকা পাঠাতে । কর্মব্যস্তায় তিনিও পুরো বিষয়টি খোঁজ না নিয়ে প্রতারকদের কথা মতো পরের দিন নিজের অ্যাকাউন্ট থেকে একটি অ্যাকাউন্টে 2 লক্ষ 20 হাজার টাকা পাঠান ।
কিছু দিন পর বিধায়ক বুঝতে পারেন তিনি প্রতারনার শিকার হয়েছেন । পরবর্তীতে এপ্রিল মাসের 13 তারিখে বনগাঁ সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন বিধায়ক । অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমে গুজরাতের মোরবি থেকে দুই জনকে গ্রেফতার করে পুলিশ । যদিও এই বিষয়ে বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক অশোক কীর্তনিয়া মুখ খুলতে চাননি ।
উল্লেখ্য, ভুয়ো পরিচয়ের ফাঁদে পড়ে সাইবার প্রতরণার শিকার এখন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি-রাজনৈতিক নেতা সকলেই ৷ বিভিন্ন পুলিশের তরফে এই নিয়ে সচেতনতামূলক প্রচার করা হয় ৷ তার পরও অনেককে এই ধরনের ফাঁদে পড়তে দেখা যায় ৷ যেমন প্রতারণার শিকার হয়েছেন বিজেপি বিধায়ক ৷
আরও পড়ুন:
সাইবার প্রতারণায় প্রায় 1 লক্ষ টাকা খোয়ালেন দয়ানিধি মারান
854 কোটির সাইবার প্রতারণা! বেঙ্গালুরু পুলিশের জালে 6 দুষ্কৃতী
ই-কমার্স সংস্থার হয়ে কাজে অর্থ উপার্জনের টোপ, সাইবার প্রতারণার শিকার বৃদ্ধ