গাইঘাটা, 22 নভেম্বর : সিম কার্ড লাগাতেই পুলিশের জালে মোবাইল চুরি চক্রের দুই পাণ্ডা । ধৃতদের নাম সুরাফ মণ্ডল ও ইসরাফিল মণ্ডল । উত্তর 24 পরগনার গাইঘাটার ঘটনা ।
20 অক্টোবর গাইঘাটার গোপালপুর বাজারের একটি মোবাইলের দোকানে দুষ্কৃতীরা তালা ভেঙে 15 টি মোবাইল চুরি করে । তদন্তে নেমে পুলিশ চোরেদের নাগাল পায়নি ।
ওই মোবাইলে সিম লাগাতেই পুলিশ সন্ধান পায় চোরদের । শাসন থানার গোলাবাড়ি এলাকা থেকে দুই দুষ্কৃতীকে পাকড়াও করে পুলিশ । সঙ্গে উদ্ধার হয় খোয়া যাওয়া 15 টি মোবাইল ।
ধৃতদের বিরুদ্ধে গোপাল নগর থানায় আগেও বিভিন্ন অপরাধ মূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে । গতকাল ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয় । বিচারক 14 দিনের জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন ।