ভাটপাড়া, 3 জুলাই: শনিবার ভাটপাড়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের বাকর মহল্লা এলাকায় সালামউদ্দিন আনসারিকে গুলি করে খুন করা হয় । সেই ঘটনায় ভাটপাড়া থানার পুলিশ তদন্ত শুরু করে । ভাটপাড়া ও জগদ্দল থানা যৌথ ভাবে এই ঘটনার তদন্ত করছে ।
গতকাল 4 জন সন্দেহভাজনকে আটক করা হয় । জিজ্ঞাসাবাদের পর 2 জনকে গ্রেফতার করা হয় (Two arrested in Bhatpara Shootout)। তাদের নাম শাহবাজ নাজির ও ওয়াসিম আলম । ধৃতদের 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয় । তাদের বিরুদ্ধে একাধিক মামলা রুজু করেছে পুলিশ । ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে পুরো ঘটনার পুনর্নির্মাণ করা হবে বলে জানা গিয়েছে । এই ঘটনায় জড়িত আরও 6 জন পলাতক বলে জানিয়েছে পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, মুকুল ওরফে সালামউদ্দিন আনসারি অপরাধ জগতের সঙ্গে যুক্ত ছিল । তার বিরুদ্ধে সুপারি কিলার হিসেবে কাজ করা, বোমাবাজি, মাদক পাচার ও অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার মামলা রয়েছে বিভিন্ন থানায় । খুন করার পর ফোনে গুলির শব্দ শোনাত এবং যিনি সুপারি দিত তাকে ভিডিও কল করে মৃত ব্যক্তিকে সে দেখাত বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন: ভাটপাড়ায় শুটআউট, এলোপাথাড়ি গুলিতে মৃত যুবক
প্রসঙ্গত, চা খাওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে এনে সালামউদ্দিন আনসারিকে খুব কাছ থেকে মাথায় গুলি করে দুষ্কৃতীরা । ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-এর দাবি, টাকা-পয়সার ভাগ-বাটোয়ারা নিয়ে গণ্ডগোল থেকেই এই ঘটনা ঘটেছে ৷