বনগাঁ, 16 অক্টোবর : লুডোর বোর্ডে সাপের মাথায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মুখ ! কয়েকটি সাপের মাথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখও ! আর মইয়ের জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এরকমই লুডো বোর্ড তৈরি করেছেন বনগাঁর তৃণমূল সদস্যরা । রাজ্য সরকারের নানা উন্নয়নমূলক প্রকল্পের ছবিও রয়েছে বোর্ডে । শারদ উৎসব উপলক্ষ্যে প্রকল্প বিষয়ে এইভাবেই প্রচার চালাচ্ছে তৃণমূল । তবে তৃণমূলের এই কাজের তীব্র নিন্দা করেছে BJP ।
এই লুডো প্রত্যেক বাড়িতে বিলি করার উদ্যোগ নিয়েছে উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের আহ্বায়ক গোপাল শেঠ । পুজো উপহার হিসেবে মহিলাদের হাতে খুব তাড়াতাড়ি সেই লুডো তুলে দেওয়া হবে ।
সাপ-লুডো খেলার মতো এই বোর্ডেও মই রয়েছে । রয়েছে সাপও । শুধু একটু আলাদা ভাবে । মইতে উঠলে মমতা বন্দ্যোপাধ্যায় । আর সাপের মুখে পড়া মানে নরেন্দ্র মোদি বা অমিত শাহর মুখে পড়া । রয়েছে জেপি নাড্ডা এবং সায়ন্তন বসুর মুখও । একধাক্কায় নিচে নেমে যেতে হবে ।
কেন এরকম লুডো উপহারের ভাবনা ? গোপাল শেঠ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করেছেন । তাঁর সংস্পর্শে পড়লে উন্নয়ন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কী কাজ করেছেন, তার ব্যাখ্যাও লুডোর মাধ্যমে আমরা তুলে ধরেছি । মোদি বা অমিত শাহর মুখে পড়লে নিচে চলে যেতে হবে । জেপি নাড্ডা ও সায়ন্তন বসুর মুখও রাখা হয়েছে ।"
তবে এই বিষয়ের তীব্র নিন্দা করেছে BJP । বারাসত সাংগঠনিক জেলার সহ-সভাপতি দেবদাস মণ্ডল বলেন, "তৃণমূল আর দল বলে কিছু নেই । তাই লুডো বানিয়েছে । ওরা এখন লুডোই খেলুক ।"