ETV Bharat / state

Health Checkup Camp For Drivers : গাড়ির চালকদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উদ্যোগ ট্রাফিক পুলিশের

author img

By

Published : Apr 10, 2022, 9:30 AM IST

Updated : Apr 10, 2022, 11:03 AM IST

যাত্রী সুরক্ষার্থে চালকদের জন্য শনিবার স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছিল বারাসত পুলিশ ৷ ‘সেফ ড্রাইভ ও সেফ লাইফ’ এর কর্মসূচীর অঙ্গ হিসাবে এই শিবিরের আয়োজন করা হয় (Health Checkup Camp For Driver) ৷

Health Checkup Camp For Driver
গাড়ি চালকদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবির

বারাসত, 10 এপ্রিল : চালক সুরক্ষিত থাকলে তবেই যাত্রীরা সুরক্ষিত থাকবেন ৷ তাই যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই গাড়ি চালকদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়েজন করেছিল বারাসত জেলা পুলিশ ৷ শনিবার বারাসত ট্রাফিক গার্ডের অফিসে বাস, অটো ও টোটো চালকদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় ৷ সেই সঙ্গে চক্ষু পরীক্ষাও হয় ৷ ‘সেফ ড্রাইভ ও সেফ লাইফ’ কর্মসূচির অঙ্গ হিসাবে এই শিবিরের আয়োজন করা হয়েছিল ৷

গাড়ির চালকদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উদ্যোগ ট্রাফিক পুলিশের

যাত্রী সুরক্ষা নির্ভর করে চালকেদের উপর ৷ তাই যে সকল চালকরা যাত্রীবাহী গাড়ি চালান তাদের সুস্থ থাকা অত্যন্ত জরুরি ৷ কারণ চালক অসুস্থ থাকলে যেকোনও সময়ে দুর্ঘটনা ঘটতে পারে ৷ যাত্রী সুরক্ষার্থে চালকদের সুস্থ থাকা অত্যন্ত জরুরি ৷ তাই টোটো, অটো ও বাস চালকদের স্বাস্থ্য পরীক্ষা করাতে এগিয়ে এল বারাসত পুলিশ ৷ শনিবারের ওই শিবিরে বারাসতের বিভিন্ন স্ট‍্যান্ডের বাস, অটো ও টোটো চালকরা তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন । জেলা পুলিশের অন্তর্গত বারাসত ট্রাফিক গার্ডের এই অভিনব উদ্যোগে খুশি টোটো, বাস ও অটোর চালকরা । তাঁরাও মনে করছেন যাত্রী সুরক্ষায় শারীরিকভাবে সুস্থ থাকা একান্তই দরকার ।

এদিন প্রায় 70 জন চালকের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে বলে জানিয়েছেন বারাসত ট্রাফিক গার্ডের ওসি পার্থ দে ৷ এই বিষয়ে বারাসত ট্রাফিক গার্ডের ওসি পার্থ দে বলেন, "চালকরা সুস্থ থাকলে যাত্রীরাও সুরক্ষিত থাকবেন । সেইজন্য তাঁদের শারীরিকভাবে সুস্থ থাকা প্রয়োজন । চালকরা সুস্থ আছেন কিনা,তা পরীক্ষা করতেই এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে । সবমিলিয়ে 70 জন চালকের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে এদিনের শিবিরে ৷"

আরও পড়ুন : Free Eye Screening Camp: বিশ্ব অপ্টমেট্রি দিবসে মেট্রো স্টেশনে বিনামূল্যে চক্ষু পরীক্ষাশিবির

বারাসত, 10 এপ্রিল : চালক সুরক্ষিত থাকলে তবেই যাত্রীরা সুরক্ষিত থাকবেন ৷ তাই যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই গাড়ি চালকদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়েজন করেছিল বারাসত জেলা পুলিশ ৷ শনিবার বারাসত ট্রাফিক গার্ডের অফিসে বাস, অটো ও টোটো চালকদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় ৷ সেই সঙ্গে চক্ষু পরীক্ষাও হয় ৷ ‘সেফ ড্রাইভ ও সেফ লাইফ’ কর্মসূচির অঙ্গ হিসাবে এই শিবিরের আয়োজন করা হয়েছিল ৷

গাড়ির চালকদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উদ্যোগ ট্রাফিক পুলিশের

যাত্রী সুরক্ষা নির্ভর করে চালকেদের উপর ৷ তাই যে সকল চালকরা যাত্রীবাহী গাড়ি চালান তাদের সুস্থ থাকা অত্যন্ত জরুরি ৷ কারণ চালক অসুস্থ থাকলে যেকোনও সময়ে দুর্ঘটনা ঘটতে পারে ৷ যাত্রী সুরক্ষার্থে চালকদের সুস্থ থাকা অত্যন্ত জরুরি ৷ তাই টোটো, অটো ও বাস চালকদের স্বাস্থ্য পরীক্ষা করাতে এগিয়ে এল বারাসত পুলিশ ৷ শনিবারের ওই শিবিরে বারাসতের বিভিন্ন স্ট‍্যান্ডের বাস, অটো ও টোটো চালকরা তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন । জেলা পুলিশের অন্তর্গত বারাসত ট্রাফিক গার্ডের এই অভিনব উদ্যোগে খুশি টোটো, বাস ও অটোর চালকরা । তাঁরাও মনে করছেন যাত্রী সুরক্ষায় শারীরিকভাবে সুস্থ থাকা একান্তই দরকার ।

এদিন প্রায় 70 জন চালকের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে বলে জানিয়েছেন বারাসত ট্রাফিক গার্ডের ওসি পার্থ দে ৷ এই বিষয়ে বারাসত ট্রাফিক গার্ডের ওসি পার্থ দে বলেন, "চালকরা সুস্থ থাকলে যাত্রীরাও সুরক্ষিত থাকবেন । সেইজন্য তাঁদের শারীরিকভাবে সুস্থ থাকা প্রয়োজন । চালকরা সুস্থ আছেন কিনা,তা পরীক্ষা করতেই এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে । সবমিলিয়ে 70 জন চালকের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে এদিনের শিবিরে ৷"

আরও পড়ুন : Free Eye Screening Camp: বিশ্ব অপ্টমেট্রি দিবসে মেট্রো স্টেশনে বিনামূল্যে চক্ষু পরীক্ষাশিবির

Last Updated : Apr 10, 2022, 11:03 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.