ETV Bharat / state

ঘোজাডাঙা স্থলবন্দর চালুর দাবিতে পথসভা ব্যবসায়ীদের

author img

By

Published : Jun 18, 2020, 9:51 AM IST

লকডাউন শিথিল হলেও এখনও চালু হয়নি ঘোজাডাঙা স্থলবন্দর । বন্দর চালুর দাবিতে গতকাল পথসভা করেন ব্যবসায়ীরা ৷

ghojadanga port
ঘোজাডাঙ্গা স্থলবন্দর চালু করার দাবি

স্বরূপনগর, 17 জুন : এখনও চালু হয়নি উত্তর 24 পরগনার স্বরূপনগর থানা এলাকার ঘোজাডাঙা স্থলবন্দর । বন্দর চালুর দাবিতে সেখানকার ব্যবসায়ীরা ইছামতী ব্রিজের সামনে ইটিন্ডা রোডে পথসভা করেন । প্ল্যাকার্ড নিয়ে মিছিলও করেন তাঁরা ।

রাজ্যে ভারত-বাংলাদেশ সীমান্তে মোট আটটি স্থলবন্দর রয়েছে । হিলি, পেট্রাপোল ও ফুলবাড়ি সহ সাতটি বন্দর ইতিমধ্যে খুলে গিয়েছে । স্বরূপনগর থানা এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে ঘোজাডাঙা স্থলবন্দর এখনও বন্ধ রয়েছে । দেশের দ্বিতীয় বৃহত্তম এই স্থলবন্দর দিয়ে সীমান্ত বাণিজ্য এখনও চালু হয়নি । এই স্থলবন্দরের সঙ্গে দু'হাজার ব্যবসায়ী যুক্ত রয়েছেন । সঙ্গে আমদানি ও রপ্তানির কাজে লক্ষাধিক মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত । বন্দর চালুর দাবিতে ইতিমধ্যে ব্যবসায়ীদের তরফে জেলাশাসক ও রাজ্যের স্বরাষ্ট্রসচিবের কাছে আবেদন জানানো হয়েছে। এবার বন্দর চালুর দাবিতে পথে নামলেন তাঁরা ।

গতকাল বসিরহাটের ইছামতী সেতুর কাছে পথসভা করা হয় । প্ল্যাকার্ড নিয়ে মিছিলও করেন ব্যবসায়ীরা । ঘোজাডাঙা আমদানি-রপ্তানি সংস্থার সহকারী সম্পাদক বিশ্বজিৎ গাইন বলেন, "কয়েক লাখ মানুষ এই স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত । লকডাউনের জেরে আমাদের রোজগারে টান পড়েছে । সীমান্ত বাণিজ্য বন্ধ থাকার ফলে আমাদের অনাহারে দিন কাটাতে হচ্ছে । রাজ্যের অন্য সাতটি স্থলবন্দর চালু হলেও ঘোজাডাঙা বন্দর এখনও বন্ধ । আমরা সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন করেছি । কোনও ফল হয়নি । দ্রুত সীমান্ত বাণিজ্য চালু না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব ।'

স্বরূপনগর, 17 জুন : এখনও চালু হয়নি উত্তর 24 পরগনার স্বরূপনগর থানা এলাকার ঘোজাডাঙা স্থলবন্দর । বন্দর চালুর দাবিতে সেখানকার ব্যবসায়ীরা ইছামতী ব্রিজের সামনে ইটিন্ডা রোডে পথসভা করেন । প্ল্যাকার্ড নিয়ে মিছিলও করেন তাঁরা ।

রাজ্যে ভারত-বাংলাদেশ সীমান্তে মোট আটটি স্থলবন্দর রয়েছে । হিলি, পেট্রাপোল ও ফুলবাড়ি সহ সাতটি বন্দর ইতিমধ্যে খুলে গিয়েছে । স্বরূপনগর থানা এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে ঘোজাডাঙা স্থলবন্দর এখনও বন্ধ রয়েছে । দেশের দ্বিতীয় বৃহত্তম এই স্থলবন্দর দিয়ে সীমান্ত বাণিজ্য এখনও চালু হয়নি । এই স্থলবন্দরের সঙ্গে দু'হাজার ব্যবসায়ী যুক্ত রয়েছেন । সঙ্গে আমদানি ও রপ্তানির কাজে লক্ষাধিক মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত । বন্দর চালুর দাবিতে ইতিমধ্যে ব্যবসায়ীদের তরফে জেলাশাসক ও রাজ্যের স্বরাষ্ট্রসচিবের কাছে আবেদন জানানো হয়েছে। এবার বন্দর চালুর দাবিতে পথে নামলেন তাঁরা ।

গতকাল বসিরহাটের ইছামতী সেতুর কাছে পথসভা করা হয় । প্ল্যাকার্ড নিয়ে মিছিলও করেন ব্যবসায়ীরা । ঘোজাডাঙা আমদানি-রপ্তানি সংস্থার সহকারী সম্পাদক বিশ্বজিৎ গাইন বলেন, "কয়েক লাখ মানুষ এই স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত । লকডাউনের জেরে আমাদের রোজগারে টান পড়েছে । সীমান্ত বাণিজ্য বন্ধ থাকার ফলে আমাদের অনাহারে দিন কাটাতে হচ্ছে । রাজ্যের অন্য সাতটি স্থলবন্দর চালু হলেও ঘোজাডাঙা বন্দর এখনও বন্ধ । আমরা সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন করেছি । কোনও ফল হয়নি । দ্রুত সীমান্ত বাণিজ্য চালু না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব ।'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.