ETV Bharat / bharat

সংখ্যালঘু এলাকা নিয়ে মন্তব্য, দু:খ প্রকাশ করলেন বিচারপতি - Karnataka High Court

High Court Jutice Expresses Regret: নিজের মন্তব্যের জন্য বিতর্কে জড়িয়েছিলেন । কী বলেছেন সেই খোঁজ নিতে শুরু করেছিল সুপ্রিম কোর্টও। এমতাবস্থায় নিজের মন্তব্য থেকে সরে এলেন বিচারপতি।

High Court of Karnataka
কর্ণাটক হাইকোর্ট (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2024, 10:43 PM IST

বেঙ্গালুরু, 21 সেপ্টেম্বর: বিচারপতির আসনে বসে সংখ্যালঘু এলাকা সম্পর্কে একটি মন্তব্য করেছিলেন । শুধু তাই নয়, এক মহিলা আইনজীবী সম্পর্কেও কিছু কথা বলেছিলেন । সুপ্রিম কোর্ট নড়েচড়ে বসতেই নিজের মন্তব্যের জন্য দু:খ প্রকাশ করলেন কর্ণাটক হাইকোর্টের বিচারপতি ভি শীর্ষানন্দ।

শনিবার আদালতের শুনানি চলাকালীন তিনি বলেন, "আমি যে সমস্ত মন্তব্য করেছি তা একেবারেই অনভিপ্রেত। আমি জেনে বুঝে এমন মন্তব্য করিনি । তবু কোনও ব্যক্তি বা সম্প্রদায় যদি আমার মন্তব্যে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি দু:খ প্রকাশ করছি।" হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের শুনানি এখন সরাসরি সম্প্রচারিত হয়। সোশাল মিডিয়ার সাহায্যে তা খুব কম সময়ের মধ্যে পৌঁছে যায় বহু মানুষের কাছে । বিচার প্রক্রিয়াকে আরও বেশি স্বচ্ছ করতে এবং মানুষের মধ্যে আস্থা বাড়াতেই এমন পদক্ষেপ । তবে সম্প্রতি হাইকোর্টের এই বিচারপতির মন্তব্য ঘিরে তোলপাড় পড়ে যায় ।

বিষয়টি নিয়ে চর্চা শুরু হওয়ার পর সুপ্রিম কোর্টও সক্রিয় হয়ে ওঠে । দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূ়ড় ও বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বিআর গভাই, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এইচ রায়ের ডিভিশন বেঞ্চ হাইকোর্টের বিচারপতির মন্তব্য নিয়ে তদন্ত করার নির্দেশ দেন । বিচারপতি কী বলছেন তা জানাতে কর্ণাটক হাইকোর্টকে রিপোর্ট জমার নির্দেশও দেয় শীর্ষ আদালত । এরপরই দু:খ প্রকাশ করেন বিচারপতি ।

অন্যদিকে, আপাতত হাইকোর্টের শুনানির সম্প্রচার বন্ধ রাখার জন্য আবেদন জানিয়েছে আইনজীবীদের কয়েকটি সংগঠন। তাদের দাবি অবশ্য মানা হয়নি । আগের মতোই হাইকোর্টের বিচার-প্রক্রিয়া সরাসরি দেখাা যাবে। ঠিক হয়েছে হাইকোর্টের শুনানির সময় যে লাইভ ভিডিয়ো দেখানো হবে তা কোনও কাজে ব্যবহার করার আগে আদালতের অনুমতি নিতে হবে।

বেঙ্গালুরু, 21 সেপ্টেম্বর: বিচারপতির আসনে বসে সংখ্যালঘু এলাকা সম্পর্কে একটি মন্তব্য করেছিলেন । শুধু তাই নয়, এক মহিলা আইনজীবী সম্পর্কেও কিছু কথা বলেছিলেন । সুপ্রিম কোর্ট নড়েচড়ে বসতেই নিজের মন্তব্যের জন্য দু:খ প্রকাশ করলেন কর্ণাটক হাইকোর্টের বিচারপতি ভি শীর্ষানন্দ।

শনিবার আদালতের শুনানি চলাকালীন তিনি বলেন, "আমি যে সমস্ত মন্তব্য করেছি তা একেবারেই অনভিপ্রেত। আমি জেনে বুঝে এমন মন্তব্য করিনি । তবু কোনও ব্যক্তি বা সম্প্রদায় যদি আমার মন্তব্যে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি দু:খ প্রকাশ করছি।" হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের শুনানি এখন সরাসরি সম্প্রচারিত হয়। সোশাল মিডিয়ার সাহায্যে তা খুব কম সময়ের মধ্যে পৌঁছে যায় বহু মানুষের কাছে । বিচার প্রক্রিয়াকে আরও বেশি স্বচ্ছ করতে এবং মানুষের মধ্যে আস্থা বাড়াতেই এমন পদক্ষেপ । তবে সম্প্রতি হাইকোর্টের এই বিচারপতির মন্তব্য ঘিরে তোলপাড় পড়ে যায় ।

বিষয়টি নিয়ে চর্চা শুরু হওয়ার পর সুপ্রিম কোর্টও সক্রিয় হয়ে ওঠে । দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূ়ড় ও বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বিআর গভাই, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এইচ রায়ের ডিভিশন বেঞ্চ হাইকোর্টের বিচারপতির মন্তব্য নিয়ে তদন্ত করার নির্দেশ দেন । বিচারপতি কী বলছেন তা জানাতে কর্ণাটক হাইকোর্টকে রিপোর্ট জমার নির্দেশও দেয় শীর্ষ আদালত । এরপরই দু:খ প্রকাশ করেন বিচারপতি ।

অন্যদিকে, আপাতত হাইকোর্টের শুনানির সম্প্রচার বন্ধ রাখার জন্য আবেদন জানিয়েছে আইনজীবীদের কয়েকটি সংগঠন। তাদের দাবি অবশ্য মানা হয়নি । আগের মতোই হাইকোর্টের বিচার-প্রক্রিয়া সরাসরি দেখাা যাবে। ঠিক হয়েছে হাইকোর্টের শুনানির সময় যে লাইভ ভিডিয়ো দেখানো হবে তা কোনও কাজে ব্যবহার করার আগে আদালতের অনুমতি নিতে হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.