ভাটপাড়া, 21 নভেম্বর: ফের শুট আউট ভাটপাড়ায় ! এবার দুষ্কৃতীদের গুলিতে নিহত সাংসদ অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিংয়ের ঘনিষ্ঠ তৃণমূল কর্মী ভিকি যাদব । মঙ্গলবার ভরসন্ধ্যায় ভাটপাড়ার জগদ্দলের পুরানী তালাব এলাকায় এই শুট আউটের ঘটনা। প্রথমে তাঁকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে অবস্থার অবনতি হলে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ তারপরেই হাসপাতালে মৃত্যু হয় ভিকি যাদবের । গোটা ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে । তবে কী কারণে ওই তৃণমূল কর্মীকে গুলি করল দুষ্কৃতীরা তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির কাছেই দাঁড়িয়ে ছিলেন ভিকি যাদব নামে ওই তৃণমূল কর্মী । তাঁকে লক্ষ করে অন্তত 11 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা । এর মধ্যে 9 রাউন্ড গুলি লাগে ভিকির শরীরে । গুলিতে মাথা, বুক এবং পিঠ এফোঁড়-ওফোঁড় হয়ে যায় তৃণমূল কর্মীর । তিন দুষ্কৃতীর মুখেই হেলমেট ছিল । ফলে, আততায়ীদের চেনা সম্ভব হয়নি কারোর পক্ষে । যেভাবে দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র মজুত করে বাইকে এসে এলোপাথাড়ি গুলি চালিয়ে গা ঢাকা দেয় তাতে এটা পরিষ্কার যে এটা পরিকল্পনামাফিক খুন । পরিস্থিতি বেগতিক হওয়ার আগেই দুষ্কৃতীরা বাইকে করে ঘোষপাড়ার রোডের দিকে পালিয়ে যায় ।
এই বিষয়ে বীরেন্দ্র যাদব নামে ভিকির এক আত্মীয় বলেন, "প্রথমে দুষ্কৃতীরা এসে ভিকির কাছে তার নাম জানতে চায় । এরপরই কিছু বুঝে ওঠার আগেই তিনজন দুষ্কৃতী মিলে এলোপাথাড়ি গুলি চালায় । এর আগেও ওর বাবাকেও একইভাবে গুলি চালানো হয়েছিল । তবে কী কারণে গুলি করা হল তা বলতে পারব না ।"
এদিকে, আমডাঙায় তৃণমূল পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডল খুনের চারদিন কাটতে না কাটতেই ফের শুট আউট ব্যারাকপুরের ভাটপাড়ায় । স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷
আরও পড়ুন :
1 স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে খুন, সোনা ও নগদ নিয়ে পালাল দুষ্কৃতীরা