ETV Bharat / state

খড়দা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শোভনদেব - West Bengal Assembly bi-election

খড়দা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের হয়ে ভোটে লড়বেন শোভনদেব চট্টোপাধ্যায় ।

শোভনদেব চট্টোপাধ্যায়
শোভনদেব চট্টোপাধ্যায়
author img

By

Published : May 31, 2021, 4:15 PM IST

Updated : May 31, 2021, 4:57 PM IST

খড়দা, 31 মে : খড়দা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের হয়ে ভোটে লড়বেন শোভনদেব চট্টোপাধ্যায় । জল্পনা আগে থেকেই ছিল । এবার তাতে সিলমোহর পড়ল ।

শোভনদেব আগেই জানিয়ে দিয়েছিলেন, রাজ্য রাজনীতিকেই আঁকড়ে ধরে থাকতে চান তিনি ৷ রাজ্যের মানুষের কাছে থেকে কাজ করতে চান ৷ রাজ্যসভার টিকিট তাঁর একেবারেই নাপসন্দ ৷ এরপর থেকেই জল্পনা শুরু হয়েছিল শোভনদেবকে খড়দা থেকে প্রার্থী করা নিয়ে ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় দফার সরকারে কৃষিমন্ত্রী তিনি ৷ মমতা তাঁকে অগাধ ভরসা করেন ৷ দল যখনই সমস্যায় পড়েছে, তখনই সঙ্কটমোচনে আবির্ভাব হয়েছেন ৷ তাঁর কাছে দলটাই সব ৷ ভবানীপুরের আসন নেত্রীর জন্য ছেড়ে দিতে দ্বিতীয়বার ভাবেননি ৷ দলের জন্য বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন ৷

তবে মমতার মন্ত্রিসভায় আপাতত 6 মাস টিকে থাকতে কোনও বাধা নেই ৷ কিন্তু 6 মাসের মধ্যে কোনও না কোনও কেন্দ্র থেকে জিতে আসতে হবে শোভনদেবকে ৷ সেইমতো খড়দা কেন্দ্র থেকেই উপনির্বাচনে প্রার্থী করা হল শোভনদেবকে ৷

উল্লেখ্য, খড়দা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলই জিতেছিল ৷ কিন্ত 2 মে ফলপ্রকাশের আগেই করোনায় আক্রান্ত হয়ে মারা যান সেখানকার তৃণমূল প্রার্থী কাজল সিনহা ৷

খড়দা, 31 মে : খড়দা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের হয়ে ভোটে লড়বেন শোভনদেব চট্টোপাধ্যায় । জল্পনা আগে থেকেই ছিল । এবার তাতে সিলমোহর পড়ল ।

শোভনদেব আগেই জানিয়ে দিয়েছিলেন, রাজ্য রাজনীতিকেই আঁকড়ে ধরে থাকতে চান তিনি ৷ রাজ্যের মানুষের কাছে থেকে কাজ করতে চান ৷ রাজ্যসভার টিকিট তাঁর একেবারেই নাপসন্দ ৷ এরপর থেকেই জল্পনা শুরু হয়েছিল শোভনদেবকে খড়দা থেকে প্রার্থী করা নিয়ে ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় দফার সরকারে কৃষিমন্ত্রী তিনি ৷ মমতা তাঁকে অগাধ ভরসা করেন ৷ দল যখনই সমস্যায় পড়েছে, তখনই সঙ্কটমোচনে আবির্ভাব হয়েছেন ৷ তাঁর কাছে দলটাই সব ৷ ভবানীপুরের আসন নেত্রীর জন্য ছেড়ে দিতে দ্বিতীয়বার ভাবেননি ৷ দলের জন্য বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন ৷

তবে মমতার মন্ত্রিসভায় আপাতত 6 মাস টিকে থাকতে কোনও বাধা নেই ৷ কিন্তু 6 মাসের মধ্যে কোনও না কোনও কেন্দ্র থেকে জিতে আসতে হবে শোভনদেবকে ৷ সেইমতো খড়দা কেন্দ্র থেকেই উপনির্বাচনে প্রার্থী করা হল শোভনদেবকে ৷

উল্লেখ্য, খড়দা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলই জিতেছিল ৷ কিন্ত 2 মে ফলপ্রকাশের আগেই করোনায় আক্রান্ত হয়ে মারা যান সেখানকার তৃণমূল প্রার্থী কাজল সিনহা ৷

Last Updated : May 31, 2021, 4:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.