ETV Bharat / state

ফিরহাদের নেতৃত্বে টিটাগড়ে শান্তি মিছিল তৃণমূলের

author img

By

Published : Oct 13, 2020, 5:23 PM IST

Updated : Oct 13, 2020, 10:40 PM IST

টিটাগড় থানার সামনে থেকে ব্যারাকপুর চিড়িয়ামোড় পর্যন্ত শান্তি মিছিল করে তৃণমূল ৷

শান্তি মিছিল
শান্তি মিছিল

ব্যারাকপুর, 13 অক্টোবর : BJP নেতা মণীশ শুক্লা খুন নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত ৷ এরই মাঝে আজ টিটাগড়ে শান্তি মিছিল করল তৃণমূল। টিটাগড় থানার সামনে থেকে মিছিল শুরু হয়। শেষ হয় ব্যারাকপুর চিড়িয়ামোড়ে । মিছিলে ছিলেন ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, নির্মল ঘোষ, পার্থ ভৌমিক, মদন মিত্র, বারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস, টিটাগড় পৌরসভার পৌরপ্রশাসক প্রশান্ত চৌধুরি, নারায়ণ গোস্বামী সহ অন্যরা ।

মিছিল শেষে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন ফিরহাদ হাকিম ও জ্যোতিপ্রিয় মল্লিক ৷ সেখান থেকেই অর্জুন সিং-কে আক্রমণ করেন ফিরহাদ হাকিম ৷ বলেন,"খুন করে দাঙ্গা করে BJP-র নেতা হওয়া যায় কিন্তু আমরা সবসময় মানুষের পাশে থাকি । তাই আজ শান্তিমিছিল করে ব্যারাকপুরের মানুষকে আশ্বস্ত করলাম, আপনারা অর্জুন সিংয়ের মতো গুন্ডাকে ভয় পাবেন না। আমরা আপনাদের পাশে আছি।"

টিটাগড়ে শান্তি মিছিল তৃণমূলের

তৃণমূল নেতা অর্জুন সিং-কে একহাত নেন উত্তর 24 পরগনার তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ৷ তিনি বলেন, "অর্জুন দাঙ্গা করছে । অশান্তি করছে । তাই CID-কে ভয় পাচ্ছে । আমরা সাবধান করে দিচ্ছি । কাউকে অশান্তি করতে দেব না । অর্জুনের শিক্ষাদীক্ষা নেই । মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করে হয় না । একটু পড়াশোনা করলে অমন ভুলভাল কথা বলত না । 2019 সালে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে ব্যারাকপুরে অশান্তি শুরু হয়েছে । আমরা যে কোনও মূল্যে ব্যারাকপুরে শান্তি ফিরিয়ে আনব । কাউকে অশান্তি করতে দেব না ।"

ব্যারাকপুর, 13 অক্টোবর : BJP নেতা মণীশ শুক্লা খুন নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত ৷ এরই মাঝে আজ টিটাগড়ে শান্তি মিছিল করল তৃণমূল। টিটাগড় থানার সামনে থেকে মিছিল শুরু হয়। শেষ হয় ব্যারাকপুর চিড়িয়ামোড়ে । মিছিলে ছিলেন ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, নির্মল ঘোষ, পার্থ ভৌমিক, মদন মিত্র, বারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস, টিটাগড় পৌরসভার পৌরপ্রশাসক প্রশান্ত চৌধুরি, নারায়ণ গোস্বামী সহ অন্যরা ।

মিছিল শেষে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন ফিরহাদ হাকিম ও জ্যোতিপ্রিয় মল্লিক ৷ সেখান থেকেই অর্জুন সিং-কে আক্রমণ করেন ফিরহাদ হাকিম ৷ বলেন,"খুন করে দাঙ্গা করে BJP-র নেতা হওয়া যায় কিন্তু আমরা সবসময় মানুষের পাশে থাকি । তাই আজ শান্তিমিছিল করে ব্যারাকপুরের মানুষকে আশ্বস্ত করলাম, আপনারা অর্জুন সিংয়ের মতো গুন্ডাকে ভয় পাবেন না। আমরা আপনাদের পাশে আছি।"

টিটাগড়ে শান্তি মিছিল তৃণমূলের

তৃণমূল নেতা অর্জুন সিং-কে একহাত নেন উত্তর 24 পরগনার তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ৷ তিনি বলেন, "অর্জুন দাঙ্গা করছে । অশান্তি করছে । তাই CID-কে ভয় পাচ্ছে । আমরা সাবধান করে দিচ্ছি । কাউকে অশান্তি করতে দেব না । অর্জুনের শিক্ষাদীক্ষা নেই । মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করে হয় না । একটু পড়াশোনা করলে অমন ভুলভাল কথা বলত না । 2019 সালে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে ব্যারাকপুরে অশান্তি শুরু হয়েছে । আমরা যে কোনও মূল্যে ব্যারাকপুরে শান্তি ফিরিয়ে আনব । কাউকে অশান্তি করতে দেব না ।"

Last Updated : Oct 13, 2020, 10:40 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.