দেগঙ্গা, 16 জানুয়ারি : প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ও তাঁর দলবলের বিরুদ্ধে । প্রতিবাদ করায় আক্রান্ত হন বেশ কয়েকজন । অভিযোগ, কাটমানি চেয়ে রীতিমতো তাঁদের হুমকিও দেওয়া হচ্ছে প্রতিনিয়ত । গতকাল রাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার দেগঙ্গায় । পুলিশে দ্বারস্থ হয়েছেন আক্রান্ত উপভোক্তারা । তদন্তে নেমেছে পুলিশ । যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত উপপ্রধান ।
দেগঙ্গা-2 নম্বর পঞ্চায়েত এলাকার প্রায় 90 জন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছেন । অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকাও চলে এসেছে । অভিযোগ, ঘর পাইয়ে দেওয়ার নামে প্রায় 20 জনের কাছে টাকা চায় ওই পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান জাহাঙ্গির হোসেন ও তাঁর দলের সদস্যরা । কারোর কাছে 5 হাজার, আবার কারোর কাছে 15-20 হাজার টাকা চেয়ে রীতিমতো চাপ সৃষ্টি করছে ।
আরও পড়ুন : তৃণমূলের দুই নেতার নামে কাটমানি পোস্টার বারাসতে
প্রতিবাদ করায় গতরাতে উপভোক্তাদের বাড়িতে হামলা চালায় । মারধর করাও হয় । ঘটনাটি আজ সামনে আসতেই সরগরম হয়ে উঠেছে এলাকায় । এ বিষয়ে মহম্মদ সফিক নামে এক উপভোক্তা বলেন, "প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জন্য প্রথম কিস্তির 60 হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছে । সেখান থেকে কাটমানি চেয়ে চাপ দিচ্ছেন পঞ্চায়েতের উপপ্রধান ও তাঁর দলবল । না দিলে ঘর বানাতে দেবেন না বলেও হুমকি দেওয়া হচ্ছে । পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি । এর একটা বিহিত হোক ।"
অন্যদিকে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে জাহাঙ্গির হোসেন বলেন, "কারওর কাছ থেকে কাটমানি চাওয়া হয়নি । তৃণমূল দলকে বদনাম করতেই এই সব চক্রান্ত করা হচ্ছে ।" আর এই ঘটনার প্রেক্ষিতে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি স্থানীয় বিজেপি নেতা তরুণকান্তি ঘোষ । তাঁর কথায়, "এটাই তৃণমূলের সংস্কৃতি । লুঠতরাজের দল এভাবেই টাকা আত্মসাৎ করে সাধারণ মানুষকে বঞ্চিত করছে । একুশের নির্বাচনে এর উপযুক্ত জবাব পাবে শাসক দল ।"