ETV Bharat / state

মধ্যমগ্রামে কোরোনায় আক্রান্ত তৃণমূলী জনপ্রতিনিধি - মধ্যমগ্রাম

পরিবার লোকেরা তৃণমূলের জনপ্রতিনিধিকে নিউটাউনের এক নামী বেসরকারি ল্যাবে নিয়ে যান কোরোনা পরীক্ষার জন্য । 13 জুন সেই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে । রিপোর্ট নেগেটিভ এলেও জ্বর কমছিল না কিছুতেই । দ্বিতীয় বার ফের ওই বেসরকারি ল্যাবে সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । শুক্রবারের পাঠানো সেই পরীক্ষার রিপোর্ট সোমবার দুপুরে পজ়িটিভ এসেছে ।

image
কোরোনায় আক্রান্ত তৃণমূলের জনপ্রতিনিধি
author img

By

Published : Jun 23, 2020, 3:26 AM IST

মধ্যমগ্রাম, 23 জুন : মধ্যমগ্রামে কোরোনায় আক্রান্ত তৃণমূলের এক জনপ্রতিনিধি । তিনি উত্তর 24 পরগনা জেলা পরিষদের সহ-সভাধিপতি । শুক্রবার একটি বেসরকারি ল্যাবে তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । গতকাল দুপুরে সেই পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে বলে জানা গেছে । এরপরই তাঁকে চিকিৎসার জন্য বেলেঘাটা ID হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

আক্রান্তের বয়স প্রায় 83 ছুঁইছুঁই । দশদিন আগে তাঁর সামান্য জ্বর হয় । কিন্তু সর্দি ও কাশি ছিল না । তা সত্ত্বেও কোনওরকম ঝুঁকি না নিয়ে পরিবার লোকেরা তাঁকে নিউটাউনের এক নামী বেসরকারি ল্যাবে নিয়ে যান কোরোনা পরীক্ষার জন্য । 13 জুন সেই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে । রিপোর্ট নেগেটিভ এলেও জ্বর কমছিল না কিছুতেই । দ্বিতীয়বার ফের ওই বেসরকারি ল্যাবে সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । শুক্রবারের পাঠানো সেই পরীক্ষার রিপোর্ট সোমবার দুপুরে পজ়িটিভ এসেছে । পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসার সময় বাড়ির কাছেই তাঁর নিজস্ব কার্যালয়ে ছিলেন তৃণমূলের ওই জনপ্রতিনিধি । এরপর আক্রান্তকে বেলাঘাটা ID হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

এই বিষয়ে আক্রান্তের ছেলে বলেন, "বাবার সামান্য জ্বর ছাড়া কোনও উপসর্গই ছিল না । এক সপ্তাহ আগে ওই বেসরকারি ল্যাবে বাবার সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । প্রথমবার রিপোর্ট নেগেটিভ এলেও দ্বিতীয়বার পজ়িটিভ আসে । একই ল্যাব থেকে দু-রকমের রিপোর্ট আসায় শঙ্কিত আমরা । এখন বেলেঘাটা ID হাসপাতালের কোরোনা পরীক্ষার রিপোর্ট কী আসে সেদিকেই তাকিয়ে আছি।’’

এদিকে, তৃণমূলের জনপ্রতিনিধির কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসার পর তাঁর কার্যালয়ে জীবাণুমুক্ত করার কাজে হাত লাগান কর্মীরা । আজ আক্রান্তের বাড়ি ও বাড়ি সংলগ্ন এলাকাতেও জীবাণুমুক্ত করা হবে বলে পৌরসভা সূত্রে জানা গেছে । ইতিমধ্যে আক্রান্তের পরিবারের লোকেদের 14 দিনের হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷ জানা গেছে, আক্রান্ত হওয়ার আগে জেলা পরিষদের সহ সভাধিপতি দলের বেশ কিছু কর্মসূচিতে যোগ দিয়েছিলেন । ফলে, তাঁর সংস্পর্শে কারা কারা এসেছিলেন এখন সেটাই খতিয়ে দেখছেন তৃণমূলের জেলা নেতৃত্ব।

মধ্যমগ্রাম, 23 জুন : মধ্যমগ্রামে কোরোনায় আক্রান্ত তৃণমূলের এক জনপ্রতিনিধি । তিনি উত্তর 24 পরগনা জেলা পরিষদের সহ-সভাধিপতি । শুক্রবার একটি বেসরকারি ল্যাবে তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । গতকাল দুপুরে সেই পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে বলে জানা গেছে । এরপরই তাঁকে চিকিৎসার জন্য বেলেঘাটা ID হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

আক্রান্তের বয়স প্রায় 83 ছুঁইছুঁই । দশদিন আগে তাঁর সামান্য জ্বর হয় । কিন্তু সর্দি ও কাশি ছিল না । তা সত্ত্বেও কোনওরকম ঝুঁকি না নিয়ে পরিবার লোকেরা তাঁকে নিউটাউনের এক নামী বেসরকারি ল্যাবে নিয়ে যান কোরোনা পরীক্ষার জন্য । 13 জুন সেই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে । রিপোর্ট নেগেটিভ এলেও জ্বর কমছিল না কিছুতেই । দ্বিতীয়বার ফের ওই বেসরকারি ল্যাবে সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । শুক্রবারের পাঠানো সেই পরীক্ষার রিপোর্ট সোমবার দুপুরে পজ়িটিভ এসেছে । পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসার সময় বাড়ির কাছেই তাঁর নিজস্ব কার্যালয়ে ছিলেন তৃণমূলের ওই জনপ্রতিনিধি । এরপর আক্রান্তকে বেলাঘাটা ID হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

এই বিষয়ে আক্রান্তের ছেলে বলেন, "বাবার সামান্য জ্বর ছাড়া কোনও উপসর্গই ছিল না । এক সপ্তাহ আগে ওই বেসরকারি ল্যাবে বাবার সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । প্রথমবার রিপোর্ট নেগেটিভ এলেও দ্বিতীয়বার পজ়িটিভ আসে । একই ল্যাব থেকে দু-রকমের রিপোর্ট আসায় শঙ্কিত আমরা । এখন বেলেঘাটা ID হাসপাতালের কোরোনা পরীক্ষার রিপোর্ট কী আসে সেদিকেই তাকিয়ে আছি।’’

এদিকে, তৃণমূলের জনপ্রতিনিধির কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসার পর তাঁর কার্যালয়ে জীবাণুমুক্ত করার কাজে হাত লাগান কর্মীরা । আজ আক্রান্তের বাড়ি ও বাড়ি সংলগ্ন এলাকাতেও জীবাণুমুক্ত করা হবে বলে পৌরসভা সূত্রে জানা গেছে । ইতিমধ্যে আক্রান্তের পরিবারের লোকেদের 14 দিনের হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷ জানা গেছে, আক্রান্ত হওয়ার আগে জেলা পরিষদের সহ সভাধিপতি দলের বেশ কিছু কর্মসূচিতে যোগ দিয়েছিলেন । ফলে, তাঁর সংস্পর্শে কারা কারা এসেছিলেন এখন সেটাই খতিয়ে দেখছেন তৃণমূলের জেলা নেতৃত্ব।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.