ETV Bharat / state

TMC Leader Murdered : তৃণমূলের ডাকসাইটে নেতাকে কুপিয়ে খুন ইছাপুরে, গ্রেফতার 1 - তৃণমূলের ডাকসাইটে নেতাকে কুপিয়ে খুন ইছাপুরে

শনিবার রাত 9টা নাগাদ নোয়াপাড়া থানার মানিকতলা বাপুজি কলোনি এলাকায় তৃণমূল নেতা গোপাল মজুমদারকে (62) কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা (TMC Leader Murdered in Ichapur)। উত্তর ব্যারাকপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিপ্রা মজুমদারের স্বামী তিনি ।

Barrackpore Crime News
তৃণমূলের ডাকসাইটে নেতাকে কুপিয়ে খুন ইছাপুরে
author img

By

Published : Jan 30, 2022, 7:37 AM IST

Updated : Jan 30, 2022, 2:21 PM IST

ব্যারাকপুর, 30 জানুয়ারি : বাড়ির সামনে দুষ্কৃতীদের হাতে খুন হলেন ইছাপুরের ডাকসাইটে তৃণমূল নেতা । শনিবার রাত 9টা নাগাদ নোয়াপাড়া থানার মানিকতলা বাপুজি কলোনি এলাকায় তৃণমূল নেতা গোপাল মজুমদারকে (62) কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা (TMC Leader Murdered in Ichapur)। উত্তর ব্যারাকপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিপ্রা মজুমদারের স্বামী তিনি । গোপাল মজুমদার নোয়াপাড়া শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি ৷

পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, প্রাক্তন রেলকর্মী গোপাল মজুমদার এদিন সন্ধ্যায় পাড়ার দোকান থেকে কিছু কিনে বাড়ি ফিরছিলেন । সেই সময় পিছন থেকে জনাকয়েক দুষ্কৃতী তাঁর নাম ধরে ডাকে । কিছু বুঝে ওঠার আগেই তাঁর ঘাড়ে ধারালো অস্ত্রের কোপ বসায় দুষ্কৃতীরা । গোপাল মাটিতে লুটিয়ে পড়লে তাঁর শরীরের বিভিন্ন অংশে অস্ত্রের আঘাত করা হয় ৷ এরপর মৃত্যু নিশ্চিত করতে গুলিও চালায় দুষ্কৃতীরা । মুহূর্তের মধ্যে ঘটনা ঘটিয়ে তারা পালিয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা । খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ব্যারাকপুর কমিশনারেটের বিরাট পুলিশবাহিনী ।

ইছাপুর রাইফেল ফ্যাক্টরি হাসপাতালে নিয়ে যাওয়া হলে গোপালকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা । এই ঘটনার পর উত্তর ব্যারাকপুরের পৌর প্রশাসক মলয় ঘোষ অভিযোগ এনেছেন বিজেপির বিরুদ্ধে ৷ তৃণমূলের ব্যারাকপুর-দমদম সাংগঠনিক জেলা সভাপতি পার্থ ভৌমিক রাতে হাসপাতালে যান । তিনিও বলেন, "বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে আমাদের ধারণা । দিনকয়েক আগে এলাকার এক বিজেপি নেতার সঙ্গে তাঁর বচসাও হয়েছিল । সেই আক্রোশেই খুন কিনা তা পুলিশকে খতিয়ে দেখতে বলেছি ।"

আরও পড়ুন : ভরদুপুরে শুটআউট ইছাপুরে, জখম দুই

ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ঘটনায় বিজেপির দায় অস্বীকার করলেও সাংগঠনিক জেলা সভাপতি এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে বিজয় মুখোপাধ্যায় নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ ৷ অর্জুন সিং ঘনিষ্ঠ হিসেবেই এলাকায় পরিচির গ্রেফতার হওয়া বিজেপি কর্মী ৷ নিহতের মেয়ে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন ।

ব্যারাকপুর, 30 জানুয়ারি : বাড়ির সামনে দুষ্কৃতীদের হাতে খুন হলেন ইছাপুরের ডাকসাইটে তৃণমূল নেতা । শনিবার রাত 9টা নাগাদ নোয়াপাড়া থানার মানিকতলা বাপুজি কলোনি এলাকায় তৃণমূল নেতা গোপাল মজুমদারকে (62) কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা (TMC Leader Murdered in Ichapur)। উত্তর ব্যারাকপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিপ্রা মজুমদারের স্বামী তিনি । গোপাল মজুমদার নোয়াপাড়া শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি ৷

পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, প্রাক্তন রেলকর্মী গোপাল মজুমদার এদিন সন্ধ্যায় পাড়ার দোকান থেকে কিছু কিনে বাড়ি ফিরছিলেন । সেই সময় পিছন থেকে জনাকয়েক দুষ্কৃতী তাঁর নাম ধরে ডাকে । কিছু বুঝে ওঠার আগেই তাঁর ঘাড়ে ধারালো অস্ত্রের কোপ বসায় দুষ্কৃতীরা । গোপাল মাটিতে লুটিয়ে পড়লে তাঁর শরীরের বিভিন্ন অংশে অস্ত্রের আঘাত করা হয় ৷ এরপর মৃত্যু নিশ্চিত করতে গুলিও চালায় দুষ্কৃতীরা । মুহূর্তের মধ্যে ঘটনা ঘটিয়ে তারা পালিয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা । খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ব্যারাকপুর কমিশনারেটের বিরাট পুলিশবাহিনী ।

ইছাপুর রাইফেল ফ্যাক্টরি হাসপাতালে নিয়ে যাওয়া হলে গোপালকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা । এই ঘটনার পর উত্তর ব্যারাকপুরের পৌর প্রশাসক মলয় ঘোষ অভিযোগ এনেছেন বিজেপির বিরুদ্ধে ৷ তৃণমূলের ব্যারাকপুর-দমদম সাংগঠনিক জেলা সভাপতি পার্থ ভৌমিক রাতে হাসপাতালে যান । তিনিও বলেন, "বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে আমাদের ধারণা । দিনকয়েক আগে এলাকার এক বিজেপি নেতার সঙ্গে তাঁর বচসাও হয়েছিল । সেই আক্রোশেই খুন কিনা তা পুলিশকে খতিয়ে দেখতে বলেছি ।"

আরও পড়ুন : ভরদুপুরে শুটআউট ইছাপুরে, জখম দুই

ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ঘটনায় বিজেপির দায় অস্বীকার করলেও সাংগঠনিক জেলা সভাপতি এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে বিজয় মুখোপাধ্যায় নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ ৷ অর্জুন সিং ঘনিষ্ঠ হিসেবেই এলাকায় পরিচির গ্রেফতার হওয়া বিজেপি কর্মী ৷ নিহতের মেয়ে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন ।

Last Updated : Jan 30, 2022, 2:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.