ETV Bharat / state

TMC Leader Murdered : তৃণমূলের ডাকসাইটে নেতাকে কুপিয়ে খুন ইছাপুরে, গ্রেফতার 1

author img

By

Published : Jan 30, 2022, 7:37 AM IST

Updated : Jan 30, 2022, 2:21 PM IST

শনিবার রাত 9টা নাগাদ নোয়াপাড়া থানার মানিকতলা বাপুজি কলোনি এলাকায় তৃণমূল নেতা গোপাল মজুমদারকে (62) কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা (TMC Leader Murdered in Ichapur)। উত্তর ব্যারাকপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিপ্রা মজুমদারের স্বামী তিনি ।

Barrackpore Crime News
তৃণমূলের ডাকসাইটে নেতাকে কুপিয়ে খুন ইছাপুরে

ব্যারাকপুর, 30 জানুয়ারি : বাড়ির সামনে দুষ্কৃতীদের হাতে খুন হলেন ইছাপুরের ডাকসাইটে তৃণমূল নেতা । শনিবার রাত 9টা নাগাদ নোয়াপাড়া থানার মানিকতলা বাপুজি কলোনি এলাকায় তৃণমূল নেতা গোপাল মজুমদারকে (62) কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা (TMC Leader Murdered in Ichapur)। উত্তর ব্যারাকপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিপ্রা মজুমদারের স্বামী তিনি । গোপাল মজুমদার নোয়াপাড়া শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি ৷

পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, প্রাক্তন রেলকর্মী গোপাল মজুমদার এদিন সন্ধ্যায় পাড়ার দোকান থেকে কিছু কিনে বাড়ি ফিরছিলেন । সেই সময় পিছন থেকে জনাকয়েক দুষ্কৃতী তাঁর নাম ধরে ডাকে । কিছু বুঝে ওঠার আগেই তাঁর ঘাড়ে ধারালো অস্ত্রের কোপ বসায় দুষ্কৃতীরা । গোপাল মাটিতে লুটিয়ে পড়লে তাঁর শরীরের বিভিন্ন অংশে অস্ত্রের আঘাত করা হয় ৷ এরপর মৃত্যু নিশ্চিত করতে গুলিও চালায় দুষ্কৃতীরা । মুহূর্তের মধ্যে ঘটনা ঘটিয়ে তারা পালিয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা । খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ব্যারাকপুর কমিশনারেটের বিরাট পুলিশবাহিনী ।

ইছাপুর রাইফেল ফ্যাক্টরি হাসপাতালে নিয়ে যাওয়া হলে গোপালকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা । এই ঘটনার পর উত্তর ব্যারাকপুরের পৌর প্রশাসক মলয় ঘোষ অভিযোগ এনেছেন বিজেপির বিরুদ্ধে ৷ তৃণমূলের ব্যারাকপুর-দমদম সাংগঠনিক জেলা সভাপতি পার্থ ভৌমিক রাতে হাসপাতালে যান । তিনিও বলেন, "বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে আমাদের ধারণা । দিনকয়েক আগে এলাকার এক বিজেপি নেতার সঙ্গে তাঁর বচসাও হয়েছিল । সেই আক্রোশেই খুন কিনা তা পুলিশকে খতিয়ে দেখতে বলেছি ।"

আরও পড়ুন : ভরদুপুরে শুটআউট ইছাপুরে, জখম দুই

ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ঘটনায় বিজেপির দায় অস্বীকার করলেও সাংগঠনিক জেলা সভাপতি এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে বিজয় মুখোপাধ্যায় নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ ৷ অর্জুন সিং ঘনিষ্ঠ হিসেবেই এলাকায় পরিচির গ্রেফতার হওয়া বিজেপি কর্মী ৷ নিহতের মেয়ে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন ।

ব্যারাকপুর, 30 জানুয়ারি : বাড়ির সামনে দুষ্কৃতীদের হাতে খুন হলেন ইছাপুরের ডাকসাইটে তৃণমূল নেতা । শনিবার রাত 9টা নাগাদ নোয়াপাড়া থানার মানিকতলা বাপুজি কলোনি এলাকায় তৃণমূল নেতা গোপাল মজুমদারকে (62) কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা (TMC Leader Murdered in Ichapur)। উত্তর ব্যারাকপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিপ্রা মজুমদারের স্বামী তিনি । গোপাল মজুমদার নোয়াপাড়া শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি ৷

পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, প্রাক্তন রেলকর্মী গোপাল মজুমদার এদিন সন্ধ্যায় পাড়ার দোকান থেকে কিছু কিনে বাড়ি ফিরছিলেন । সেই সময় পিছন থেকে জনাকয়েক দুষ্কৃতী তাঁর নাম ধরে ডাকে । কিছু বুঝে ওঠার আগেই তাঁর ঘাড়ে ধারালো অস্ত্রের কোপ বসায় দুষ্কৃতীরা । গোপাল মাটিতে লুটিয়ে পড়লে তাঁর শরীরের বিভিন্ন অংশে অস্ত্রের আঘাত করা হয় ৷ এরপর মৃত্যু নিশ্চিত করতে গুলিও চালায় দুষ্কৃতীরা । মুহূর্তের মধ্যে ঘটনা ঘটিয়ে তারা পালিয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা । খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ব্যারাকপুর কমিশনারেটের বিরাট পুলিশবাহিনী ।

ইছাপুর রাইফেল ফ্যাক্টরি হাসপাতালে নিয়ে যাওয়া হলে গোপালকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা । এই ঘটনার পর উত্তর ব্যারাকপুরের পৌর প্রশাসক মলয় ঘোষ অভিযোগ এনেছেন বিজেপির বিরুদ্ধে ৷ তৃণমূলের ব্যারাকপুর-দমদম সাংগঠনিক জেলা সভাপতি পার্থ ভৌমিক রাতে হাসপাতালে যান । তিনিও বলেন, "বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে আমাদের ধারণা । দিনকয়েক আগে এলাকার এক বিজেপি নেতার সঙ্গে তাঁর বচসাও হয়েছিল । সেই আক্রোশেই খুন কিনা তা পুলিশকে খতিয়ে দেখতে বলেছি ।"

আরও পড়ুন : ভরদুপুরে শুটআউট ইছাপুরে, জখম দুই

ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ঘটনায় বিজেপির দায় অস্বীকার করলেও সাংগঠনিক জেলা সভাপতি এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে বিজয় মুখোপাধ্যায় নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ ৷ অর্জুন সিং ঘনিষ্ঠ হিসেবেই এলাকায় পরিচির গ্রেফতার হওয়া বিজেপি কর্মী ৷ নিহতের মেয়ে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন ।

Last Updated : Jan 30, 2022, 2:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.