ETV Bharat / state

দুঃস্থ প্রতিবন্ধীদের পাশে তৃণমূল নেতা

কোরোনা পরিস্থিতিতে এমনিতেই দিশেহারা অবস্থা সাধারণ মানুষের । তার উপর লকডাউনের ফলে অনেকেই কর্মহীন হলে পড়েছেন । বিশেষ করে দুঃস্থ প্রতিবন্ধীদের অবস্থা শোচনীয় হয়ে পড়ে । তাঁদের পাশেই দাঁড়ালেন তৃণমূল নেতা এ কে এম ফরহাদ ।

TMC leader A K M Farhad
TMC leader A K M Farhad
author img

By

Published : Sep 18, 2020, 6:20 PM IST

দেগঙ্গা, 18 সেপ্টেম্বর : কোরোনা পরিস্থিতিতে 10 জন দুঃস্থ প্রতিবন্ধীর হাতে টাই সাইকেল, ক্রাচ ও হুইলচেয়ার তুলে দিলেন জেলাপরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা এ কে এম ফারহাদ । আজ দেগঙ্গার খড়িবাড়ি বাজারে দুঃস্থ প্রতিবন্ধীদের হাতে এই সমস্ত সামগ্রী তুলে দেন তিনি । প্রয়োজনীয় সামগ্রী পেয়ে খুশি দুঃস্থ প্রতিবন্ধীরা । তৃণমূল নেতার এই উদ্যোগের প্রশংসাও করেছেন তাঁরা ।

কোরোনা পরিস্থিতিতে এমনিতেই দিশেহারা অবস্থা সাধারণ মানুষের । তার উপর লকডাউনের ফলে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন । বিশেষ করে দুঃস্থ প্রতিবন্ধীদের অবস্থা শোচনীয় হয়ে পড়ে । কারোর যেমন নেই হুইলচেয়ার । আবার তেমন নেই টাই সাইকেল ও ক্রাচ । যার ফলে দৈনন্দিন কাজকর্ম চালাতে গিয়ে বিপাকে পড়ছিলেন তাঁরা । এঁদের সমস্যার কথা জানতে পেরে তাঁদের পাশে দাঁড়ান তৃণমূল নেতা তথা জেলাপরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ । নিজের উদ্যোগে এলাকার 10 জন দুঃস্থ প্রতিবন্ধীর পাশে দাঁড়াতে উদ্যোগী হন তিনি । তুলে দেন সামগ্রী ।মাসখানেক আগেই কোরোনা আক্রান্ত হয়েছিলেন দেগঙ্গার এই তৃণমূল নেতা । সুস্থ হয়ে কয়েকদিন আগেই বাড়িতে ফিরেছেন তিনি । হোম আইসোলেশনে থাকার পর ফের দুঃস্থ পরিবারের পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছেন জেলাপরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ।

এপ্রসঙ্গে তৃণমূল নেতা এ কে এম ফারহাদ বলেন,"দুঃস্থ মানুষের জন্য কিছু করতে পেরে খুব ভালো লাগছে । আগামীদিনেও এভাবেই তাঁদের পাশে থাকতে চাই । মুখ্যমন্ত্রী আমাদের পথ নির্দেশক। তাঁর দেখানো পথেই আমরা মানুষের সেবায় নিয়োজিত হয়েছি ।"

দেগঙ্গা, 18 সেপ্টেম্বর : কোরোনা পরিস্থিতিতে 10 জন দুঃস্থ প্রতিবন্ধীর হাতে টাই সাইকেল, ক্রাচ ও হুইলচেয়ার তুলে দিলেন জেলাপরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা এ কে এম ফারহাদ । আজ দেগঙ্গার খড়িবাড়ি বাজারে দুঃস্থ প্রতিবন্ধীদের হাতে এই সমস্ত সামগ্রী তুলে দেন তিনি । প্রয়োজনীয় সামগ্রী পেয়ে খুশি দুঃস্থ প্রতিবন্ধীরা । তৃণমূল নেতার এই উদ্যোগের প্রশংসাও করেছেন তাঁরা ।

কোরোনা পরিস্থিতিতে এমনিতেই দিশেহারা অবস্থা সাধারণ মানুষের । তার উপর লকডাউনের ফলে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন । বিশেষ করে দুঃস্থ প্রতিবন্ধীদের অবস্থা শোচনীয় হয়ে পড়ে । কারোর যেমন নেই হুইলচেয়ার । আবার তেমন নেই টাই সাইকেল ও ক্রাচ । যার ফলে দৈনন্দিন কাজকর্ম চালাতে গিয়ে বিপাকে পড়ছিলেন তাঁরা । এঁদের সমস্যার কথা জানতে পেরে তাঁদের পাশে দাঁড়ান তৃণমূল নেতা তথা জেলাপরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ । নিজের উদ্যোগে এলাকার 10 জন দুঃস্থ প্রতিবন্ধীর পাশে দাঁড়াতে উদ্যোগী হন তিনি । তুলে দেন সামগ্রী ।মাসখানেক আগেই কোরোনা আক্রান্ত হয়েছিলেন দেগঙ্গার এই তৃণমূল নেতা । সুস্থ হয়ে কয়েকদিন আগেই বাড়িতে ফিরেছেন তিনি । হোম আইসোলেশনে থাকার পর ফের দুঃস্থ পরিবারের পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছেন জেলাপরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ।

এপ্রসঙ্গে তৃণমূল নেতা এ কে এম ফারহাদ বলেন,"দুঃস্থ মানুষের জন্য কিছু করতে পেরে খুব ভালো লাগছে । আগামীদিনেও এভাবেই তাঁদের পাশে থাকতে চাই । মুখ্যমন্ত্রী আমাদের পথ নির্দেশক। তাঁর দেখানো পথেই আমরা মানুষের সেবায় নিয়োজিত হয়েছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.