ETV Bharat / state

BJP Worker Killed: বিজেপির বৃদ্ধা কর্মীকে পিটিয়ে খুন, ইন্ধন দেওয়ার অভিযোগে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 28, 2023, 2:24 PM IST

Updated : Sep 28, 2023, 5:48 PM IST

BJP Worker Killed in Gaighata: বৃদ্ধা বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ৷ খুনে ইন্ধন দেওয়ার অভিযোগে স্থানীয় এক যুব তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করেন গ্রামবাসীরা ৷

BJP Worker Killed
বৃদ্ধা বিজেপি কর্মীকে পিটিয়ে খুন

বিজেপির বৃদ্ধা কর্মীকে পিটিয়ে খুন গাইঘাটায় !

গাইঘাটা, 28 সেপ্টেম্বর: বিজেপি করার কারণে গালিগালাজ ও তা নিয়েই বিবাদের অভিযোগ ৷ সেই বিবাদকে কেন্দ্র করে এক বৃদ্ধা কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে । গুরুতর আহত বৃদ্ধার পুত্রবধূও । গতকাল রাতে ঘটনাটি ঘটিছে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার মানিকহীরা এলাকায় ।

জানা গিয়েছে, মৃত বৃদ্ধার নাম কানন রায় । বয়স আনুমানিক 62 বছর । তিনি বিজেপির সক্রিয় কর্মী ছিলেন । অভিযোগ, বৃদ্ধাকে খুনের পিছনে মদত দিয়েছেন বনগাঁ সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি নিরুপম রায় ৷ স্থানীয়রা এই অভিযোগ তুলে বৃহস্পতিবার নিরুপমের বাড়ি ঘেরাও করেন । নিরুপম গাইঘাটা পঞ্চায়েত সমিতির পূর্তদফতরের কর্মাধ্যক্ষ ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন কানন দেবীর ছেলে জয়ন্ত রায় ও তাঁর স্ত্রী পাখি রায় । অভিযোগ, সেই সময় তাঁদের উদ্দেশে অকথ্য ভাষায় গালিগালাজ করেন প্রতিবেশী সমীর মল্লিক । সমীর এলাকায় তৃণমূল কর্মী ও যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নিরুপম রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত । জয়ন্ত জানান, তাঁরা সমীরের গালিগালাজের প্রতিবাদ করলে তাঁদের উপরে চড়াও হন সমীর ।

জয়ন্তকে বাঁচাতে এলে তাঁর মা কানন দেবীকে মাথায় সমীর আঘাত করেন বলে অভিযোগ । এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাখি রায়ও । তাঁদের চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে এসে কানন ও পাখিকে আহত অবস্থায় চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান । সেখান থেকে কানন দেবীকে বারাসতে নিয়ে যাওয়া হয় । রাতে সেখানেই তাঁর মৃত্যু হয় বলে দাবি পরিবারের ।

আরও পড়ুন: ঝাড়গ্রামে বিজেপি কর্মী খুনে ফেরারদের ধরার জন্য পুরস্কার ঘোষণা সিবিআই-এর

জয়ন্তের দাবি, তাঁরা বিজেপি করায় মাঝেমধ্যেই সমীর তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করতেন । আর এই সবে মদত দিতেন নিরুপম । মৃত্যুর খবর জানাজানি হতেই গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন ৷ বৃহস্পতিবার সকালে ক্ষিপ্ত গ্রামবাসীরা নিরুপমের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন ও বাড়িতে ভাঙচুরের চেষ্টাও চালান বলে অভিযোগ । বিক্ষোভকারীদের দাবি, নিরুপম রায় তৃণমূলের যুব সভাপতি হওয়ার পর থেকে তাঁদের শান্ত এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করছেন । কানন দেবী খুনের ঘটনায়ও নিরুপম ও তাঁর বাবার মদত রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের । সেই কারণে নিরুপমেরও গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন তাঁরা ৷

খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাইঘাটা থানার বিশাল পুলিশ বাহিনী ৷ প্রায় দুই ঘণ্টা পর গ্রামবাসীদের শান্ত করে নিরুপমকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ । তবে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন যুব তৃণমূল নেতা । তিনি বলেন, "সমীর যে ঘটনা ঘটিয়েছে সে জন্য কাল রাতেই পুলিশকে আমি ব্যবস্থা নিতে বলেছিলাম । রাজনৈতিক উদ্দেশ্যে এই ঘটনায় আমার নাম জড়ানো হচ্ছে ।"

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই পরিবারের বিবাদকে কেন্দ্র করে গতকাল রাতে এই ঘটনা ঘটেছে । মৃতার পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে অভিযুক্ত সমীরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ।

বিজেপির বৃদ্ধা কর্মীকে পিটিয়ে খুন গাইঘাটায় !

গাইঘাটা, 28 সেপ্টেম্বর: বিজেপি করার কারণে গালিগালাজ ও তা নিয়েই বিবাদের অভিযোগ ৷ সেই বিবাদকে কেন্দ্র করে এক বৃদ্ধা কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে । গুরুতর আহত বৃদ্ধার পুত্রবধূও । গতকাল রাতে ঘটনাটি ঘটিছে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার মানিকহীরা এলাকায় ।

জানা গিয়েছে, মৃত বৃদ্ধার নাম কানন রায় । বয়স আনুমানিক 62 বছর । তিনি বিজেপির সক্রিয় কর্মী ছিলেন । অভিযোগ, বৃদ্ধাকে খুনের পিছনে মদত দিয়েছেন বনগাঁ সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি নিরুপম রায় ৷ স্থানীয়রা এই অভিযোগ তুলে বৃহস্পতিবার নিরুপমের বাড়ি ঘেরাও করেন । নিরুপম গাইঘাটা পঞ্চায়েত সমিতির পূর্তদফতরের কর্মাধ্যক্ষ ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন কানন দেবীর ছেলে জয়ন্ত রায় ও তাঁর স্ত্রী পাখি রায় । অভিযোগ, সেই সময় তাঁদের উদ্দেশে অকথ্য ভাষায় গালিগালাজ করেন প্রতিবেশী সমীর মল্লিক । সমীর এলাকায় তৃণমূল কর্মী ও যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নিরুপম রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত । জয়ন্ত জানান, তাঁরা সমীরের গালিগালাজের প্রতিবাদ করলে তাঁদের উপরে চড়াও হন সমীর ।

জয়ন্তকে বাঁচাতে এলে তাঁর মা কানন দেবীকে মাথায় সমীর আঘাত করেন বলে অভিযোগ । এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাখি রায়ও । তাঁদের চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে এসে কানন ও পাখিকে আহত অবস্থায় চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান । সেখান থেকে কানন দেবীকে বারাসতে নিয়ে যাওয়া হয় । রাতে সেখানেই তাঁর মৃত্যু হয় বলে দাবি পরিবারের ।

আরও পড়ুন: ঝাড়গ্রামে বিজেপি কর্মী খুনে ফেরারদের ধরার জন্য পুরস্কার ঘোষণা সিবিআই-এর

জয়ন্তের দাবি, তাঁরা বিজেপি করায় মাঝেমধ্যেই সমীর তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করতেন । আর এই সবে মদত দিতেন নিরুপম । মৃত্যুর খবর জানাজানি হতেই গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন ৷ বৃহস্পতিবার সকালে ক্ষিপ্ত গ্রামবাসীরা নিরুপমের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন ও বাড়িতে ভাঙচুরের চেষ্টাও চালান বলে অভিযোগ । বিক্ষোভকারীদের দাবি, নিরুপম রায় তৃণমূলের যুব সভাপতি হওয়ার পর থেকে তাঁদের শান্ত এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করছেন । কানন দেবী খুনের ঘটনায়ও নিরুপম ও তাঁর বাবার মদত রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের । সেই কারণে নিরুপমেরও গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন তাঁরা ৷

খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাইঘাটা থানার বিশাল পুলিশ বাহিনী ৷ প্রায় দুই ঘণ্টা পর গ্রামবাসীদের শান্ত করে নিরুপমকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ । তবে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন যুব তৃণমূল নেতা । তিনি বলেন, "সমীর যে ঘটনা ঘটিয়েছে সে জন্য কাল রাতেই পুলিশকে আমি ব্যবস্থা নিতে বলেছিলাম । রাজনৈতিক উদ্দেশ্যে এই ঘটনায় আমার নাম জড়ানো হচ্ছে ।"

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই পরিবারের বিবাদকে কেন্দ্র করে গতকাল রাতে এই ঘটনা ঘটেছে । মৃতার পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে অভিযুক্ত সমীরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ।

Last Updated : Sep 28, 2023, 5:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.