ETV Bharat / state

শাসনে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে বোমাবাজি ও পুলিশের গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার 3 - TMC inner clash in Shasan North 24 Parganas

শাসনে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ ৷ রাতভোর চলে বোমাবাজি ৷ পুলিশের গাড়িতে ভাঙচুর ৷ গ্রেপ্তার 3 ৷

শাসনে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ
author img

By

Published : Aug 25, 2019, 3:06 PM IST

Updated : Aug 25, 2019, 5:22 PM IST

শাসন, 25 অগাস্ট : তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরে অগ্নিগর্ভ শাসনের খামার-নওবাদ গ্রাম ৷ দলের দুই গোষ্ঠীর মধ্যে গতকাল রাতভোর চলে গুলি ও বোমাবাজি ৷ পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয় ৷ এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে শাসন থানার পুলিশ ৷ আজ সকাল থেকে থমথমে এলাকা ৷ চলছে পুলিশি টহল ৷

অভিযোগ, মতিয়ার সাপুই এবং সফিকুল ইসলাম নামে শাসক দলের দুই নেতার মধ্যে দীর্ঘদিন ধরে চলা দ্বন্দ্বের জেরেই এই সংঘর্ষ৷ মতিয়ার হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলামের অনুগামী ৷ সফিকুল দেগঙ্গার বিধায়ক রহিমা মণ্ডলের ঘনিষ্ঠ ৷ মূলত এলাকার দখলদারি ও ভেড়ির টাকার ভাগ নিয়ে দুই নেতার মধ্যে গন্ডগোল ৷ গতকাল রাতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয় ৷ রাতভর চলে বোমাবাজি ও গুলি ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ পুলিশের গাড়ি লক্ষ্য করেও ছোড়া হয় বোমা, চালানো হয় ভাঙচুর ৷ গাড়ি ভাঙচুরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ ৷ বাকিদের খোঁজে তল্লাশি চলছে ৷

TMC inner clash in Shasan North 24 Parganas
কার্তুজের খোল

স্থানীয় পঞ্চায়েত সদস্য রাবেয়া বিবি (সফিকুল গোষ্ঠীর অনুগামী)-র অভিযোগ, জেলা পরিষদ সদস্য মতিয়ার পুরোনো লোকদের বাদ দিয়ে কমিটিতে নতুনদের প্রাধান্য দিচ্ছে । এই নিয়ে রাতে বচসা ও হাতাহাতি হয় । এরপর‌ই মতিয়ার অনুগামীরা গ্রামে ঢুকে বোমাবাজি করে । যদিও মতিয়ার পক্ষের অভিযোগ, সফিকুলের অনুগামীরাই হামলা চালায় ও বোমাবাজি করে ৷

TMC inner clash in Shasan North 24 Parganas
পুলিশের গাড়ি ভাঙচুর

উল্লেখ্য , ক'দিন আগে হাজি নুরুল ইসলামের বিরুদ্ধে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দীর্ঘদিন ধরে চলা এই গন্ডগোল নিয়ে অভিযোগ‌ করেন সফিকুল অনুগামীরা ৷ এদিকে,ঘটনার জেরে সকাল থেকেই থমথমে খামার-ন‌ওবাদ গ্রাম ৷ চলছে পুলিশি টহল ৷ পুলিশ পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শুরু হয়েছে । ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে ।

তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত শাসন

শাসন, 25 অগাস্ট : তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরে অগ্নিগর্ভ শাসনের খামার-নওবাদ গ্রাম ৷ দলের দুই গোষ্ঠীর মধ্যে গতকাল রাতভোর চলে গুলি ও বোমাবাজি ৷ পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয় ৷ এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে শাসন থানার পুলিশ ৷ আজ সকাল থেকে থমথমে এলাকা ৷ চলছে পুলিশি টহল ৷

অভিযোগ, মতিয়ার সাপুই এবং সফিকুল ইসলাম নামে শাসক দলের দুই নেতার মধ্যে দীর্ঘদিন ধরে চলা দ্বন্দ্বের জেরেই এই সংঘর্ষ৷ মতিয়ার হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলামের অনুগামী ৷ সফিকুল দেগঙ্গার বিধায়ক রহিমা মণ্ডলের ঘনিষ্ঠ ৷ মূলত এলাকার দখলদারি ও ভেড়ির টাকার ভাগ নিয়ে দুই নেতার মধ্যে গন্ডগোল ৷ গতকাল রাতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয় ৷ রাতভর চলে বোমাবাজি ও গুলি ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ পুলিশের গাড়ি লক্ষ্য করেও ছোড়া হয় বোমা, চালানো হয় ভাঙচুর ৷ গাড়ি ভাঙচুরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ ৷ বাকিদের খোঁজে তল্লাশি চলছে ৷

TMC inner clash in Shasan North 24 Parganas
কার্তুজের খোল

স্থানীয় পঞ্চায়েত সদস্য রাবেয়া বিবি (সফিকুল গোষ্ঠীর অনুগামী)-র অভিযোগ, জেলা পরিষদ সদস্য মতিয়ার পুরোনো লোকদের বাদ দিয়ে কমিটিতে নতুনদের প্রাধান্য দিচ্ছে । এই নিয়ে রাতে বচসা ও হাতাহাতি হয় । এরপর‌ই মতিয়ার অনুগামীরা গ্রামে ঢুকে বোমাবাজি করে । যদিও মতিয়ার পক্ষের অভিযোগ, সফিকুলের অনুগামীরাই হামলা চালায় ও বোমাবাজি করে ৷

TMC inner clash in Shasan North 24 Parganas
পুলিশের গাড়ি ভাঙচুর

উল্লেখ্য , ক'দিন আগে হাজি নুরুল ইসলামের বিরুদ্ধে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দীর্ঘদিন ধরে চলা এই গন্ডগোল নিয়ে অভিযোগ‌ করেন সফিকুল অনুগামীরা ৷ এদিকে,ঘটনার জেরে সকাল থেকেই থমথমে খামার-ন‌ওবাদ গ্রাম ৷ চলছে পুলিশি টহল ৷ পুলিশ পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শুরু হয়েছে । ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে ।

তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত শাসন
Intro:এলাকা দখল ও ভেড়ির টাকার ভাগবাটোয়ারা নিয়ে বেশকিছু দিন ধরেই স্থানীয় দুই তৃনমূল নেতার বিবাদ চলছিল।সেই বিবাদেই সংঘর্ষ বাঁধল ওই দুই তৃনমূল নেতার অনুগামীদের মধ্যে। বোমাবাজি থেকে গুলি কিছুই বাদ গেলনা। কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠল শাসনের খামার-ন‌ওবাদ গ্রাম।রাতভর বোমাবাজিতে আতঙ্ক ও তটস্থ হয়ে র‌ইল গ্রামবাসীরা। সংঘর্ষ থামাতে এসে আক্রান্ত হতে হল শাসন থানার পুলিশকে।তাদের লক্ষ্য করে ছোঁড়া হল বোমাও। ভাঙচুর হল পুলিশের গাড়িতেও।Body:রাজু বিশ্বাস,বারাসত:-এলাকা দখল ও ভেড়ির টাকার ভাগ বাটোয়ারা নিয়ে তৃনমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার শাসনের খামার-নওবাদ গ্রাম। সংঘর্ষ চলাকালীন ব‍্যাপক বোমাবাজি হয় এলাকায়! চলে গুলিও। আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। পরিস্থিতি সামাল দিতে এসে আক্রান্ত হতে হয় পুলিশকে। পুলিশের একটি গাড়িতে ব‍্যাপক ভাঙচুর চালানো হয়।গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ার‌ও অভিযোগ উঠেছে। পরিস্থিতি কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে।এরপর, শাসন থানা থেকে বিশাল পুলিশবাহিনী ছুটে আসে ঘটনাস্থানে।দু-পক্ষকে হটিয়ে দেওয়ার চেষ্টা করে! কিন্তু, তাঁদের সামনেই আবারও সংঘর্ষ জড়ায় তৃনমূলের বিবাদমান দুই গোষ্ঠী।এরপর,লাঠি উঁচিয়ে তাড়া করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয় পুলিশ! যদিও,এলাকায় বোমাবাজি ও গুলি চালানোর ঘটনায় পুলিশের সামনেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। শুরু হয় বিক্ষোভ‌ও।এরপর,ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। সূত্র মারফত জানা গেছে, শাসনের দুই তৃনমূল নেতা মতিয়ার সাপুই ও সফিকুল ইসলামের বিবাদ দীর্ঘদিনের!মূলত এলাকা দখল ও ভেড়ির টাকার ভাগবাটোয়ারা নিয়েই গন্ডগোল তাঁদের।মতিয়ার সাপুই হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলামের অনুগামী!সফিকুল আবার দেগঙ্গার বিধায়ক রহিমা মন্ডলের কাছের লোক হিসাবে পরিচিত।গতকাল রাতে ওই দুই তৃনমূল নেতার অনুগামীদের মধ্যে এই নিয়ে প্রথমে সংঘর্ষ বাঁধে।তারপর‌ই, পড়তে থাকে একের পর এক বোমা! চলে গুলিও! মুহুর্মুহু বোমাবাজিতে কেঁপে ওঠে শাসনের খামার-ন‌ওবাদ গ্রাম।অভিযোগ,রাতভর দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি চলে! সফিকুলের অনুগামী স্থানীয় পঞ্চায়েত সদস্য রাবেয়া বিবির অভিযোগ,"জেলা পরিষদ সদস্য মতিয়ার সাপুই পুরনো লোকদের বাদ দিয়ে কমিটিতে নতুনদের প্রাধান্য দিচ্ছে।এই নিয়ে রাতে তাঁর সঙ্গে দলের পুরনো কয়েকজনের বচসা,হাতিহাতি হয়।এরপর‌ই,মতিয়ারের অনুগামী মশিউরের নেতৃত্বে তৃনমূল কর্মীরা গ্রামে ঢুকে ব‍্যাপক বোমাবাজি করে।পুলিশ আসলে তাঁদের গাড়ি লক্ষ্য করেও বোমা ছোঁড়া হয়।ব‍্যাপক ভাঙচুর করে পুলিশের গাড়িতেও।সিপিএম থেকে আসা লোকজনকে আমরা কখন‌ই কমিটিতে মেনে নেব না"। যদিও, অপরপক্ষ পাল্টা সফিকুলের লোকজনের বিরুদ্ধে হামলা,বোমাবাজির অভিযোগ করেছে। প্রসঙ্গত,কয়েকদিন আগে হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলামের বিরুদ্ধে তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে এবিষয়ে অভিযোগ‌ও করেন তৃনমূল নেতা সফিকুলের লোকজন।তা নিয়ে সফিকুলের অনুগামী তৃনমূল নেতা ও কর্মীদের ওপর আক্রোশ থেকেই এই ঘটনা কিনা, সেটাও খতিয়ে দেখছে পুলিশ। এদিকে,ঘটনার জেরে আজ সকাল থেকেই শাসনের খামার-ন‌ওবাদ গ্রামে থমথমে পরিবেশ।রাস্তাঘাট প্রায় শুনশান বলা যায়! পুলিশ গ্রামের বিভিন্ন রাস্তায় টহল দিতে শুরু করেছে। পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে শাসন থানা। বাকিদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।Conclusion:সংঘর্ষ, বোমাবাজির ঘটনার পর আজ সকালে শাসনের খামার-ন‌ওবাদ গ্রামে ছিল থমথমে পরিবেশ। এখনও চোখেমুখে আতঙ্কের ছাপ গ্রামবাসীদের।রাস্তাঘাট‌ও ছিল শুনশান।পুলিশ গ্রামের বিভিন্ন রাস্তায় টহল দিচ্ছে। পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে শাসন থানার পুলিশ। পুলিশ জানিয়েছে,গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে। কাউকেই ছাড়া হবেনা।
Last Updated : Aug 25, 2019, 5:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.