শাসন, 25 অগাস্ট : তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরে অগ্নিগর্ভ শাসনের খামার-নওবাদ গ্রাম ৷ দলের দুই গোষ্ঠীর মধ্যে গতকাল রাতভোর চলে গুলি ও বোমাবাজি ৷ পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয় ৷ এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে শাসন থানার পুলিশ ৷ আজ সকাল থেকে থমথমে এলাকা ৷ চলছে পুলিশি টহল ৷
অভিযোগ, মতিয়ার সাপুই এবং সফিকুল ইসলাম নামে শাসক দলের দুই নেতার মধ্যে দীর্ঘদিন ধরে চলা দ্বন্দ্বের জেরেই এই সংঘর্ষ৷ মতিয়ার হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলামের অনুগামী ৷ সফিকুল দেগঙ্গার বিধায়ক রহিমা মণ্ডলের ঘনিষ্ঠ ৷ মূলত এলাকার দখলদারি ও ভেড়ির টাকার ভাগ নিয়ে দুই নেতার মধ্যে গন্ডগোল ৷ গতকাল রাতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয় ৷ রাতভর চলে বোমাবাজি ও গুলি ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ পুলিশের গাড়ি লক্ষ্য করেও ছোড়া হয় বোমা, চালানো হয় ভাঙচুর ৷ গাড়ি ভাঙচুরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ ৷ বাকিদের খোঁজে তল্লাশি চলছে ৷
![TMC inner clash in Shasan North 24 Parganas](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4238074_wb_clash2.jpg)
স্থানীয় পঞ্চায়েত সদস্য রাবেয়া বিবি (সফিকুল গোষ্ঠীর অনুগামী)-র অভিযোগ, জেলা পরিষদ সদস্য মতিয়ার পুরোনো লোকদের বাদ দিয়ে কমিটিতে নতুনদের প্রাধান্য দিচ্ছে । এই নিয়ে রাতে বচসা ও হাতাহাতি হয় । এরপরই মতিয়ার অনুগামীরা গ্রামে ঢুকে বোমাবাজি করে । যদিও মতিয়ার পক্ষের অভিযোগ, সফিকুলের অনুগামীরাই হামলা চালায় ও বোমাবাজি করে ৷
![TMC inner clash in Shasan North 24 Parganas](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4238074_wb_clash1.jpg)
উল্লেখ্য , ক'দিন আগে হাজি নুরুল ইসলামের বিরুদ্ধে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দীর্ঘদিন ধরে চলা এই গন্ডগোল নিয়ে অভিযোগ করেন সফিকুল অনুগামীরা ৷ এদিকে,ঘটনার জেরে সকাল থেকেই থমথমে খামার-নওবাদ গ্রাম ৷ চলছে পুলিশি টহল ৷ পুলিশ পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শুরু হয়েছে । ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে ।