ETV Bharat / state

TMC Inner Clash: খড়দায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধ, অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার - খড়দায় শাসকদলের গোষ্ঠীদ্বন্ধ

তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধ ৷ তৃণমূলকর্মীকে মারধোরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ শাসকদলের গোষ্ঠীদ্বন্ধের জেরে খড়দায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে (TMC Inner Clash) ৷

TMC Inner Clash
খড়দায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধ
author img

By

Published : Apr 21, 2022, 10:51 AM IST

খড়দা, 21 এপ্রিল: খড়দায় শাসকদলের গোষ্ঠীদ্বন্ধ ৷ তৃণমূল কর্মীকে মারধোরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ আহত তৃণমূলকর্মী মনোজ মহুরী খড়দার বলরাম হাসপাতালে চিকিৎসাধীন ৷ মারধোরের অভিযোগ পাতুলিয়া তৃণমূল নেতা আশিস চক্রবর্তীর বিরুদ্ধে (TMC Inner Clash) ৷

আহত তৃণমূলকর্মী মনোজ মহুরীর অভিযোগ, গত রবিবার পাতুলিয়া বাজারের সামনে তৃণমূল নেতা সোমনাথের সঙ্গে কথা বলছিলেন ৷ সেই সময়েই পাতুলিয়ার তৃণমূল কংগ্রেস সভাপতি আশিস চক্রবর্তী ও তাঁর দলবল এসে তাঁর উপর হামলা চালায় ৷ এমনকী রাস্তায় ফেলে তাঁকে টানটানতে নিয়ে যায় আশিস চক্রবর্তীর লোকজন ৷ এমনই অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে ৷

সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা আশিস চক্রবর্তী জানান, ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না ঘটনাস্থলে ৷ সেই সঙ্গে সমস্ত ঘটনার সপেক্ষে সিসিটিভি ফুটেজ তুলে ধরেন ৷ অভিযুক্ত তৃণমূল নেতার পালটা অভিযোগ, মনোজ মহুরী এলাকায় অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ৷ তাছাড়া ও তৃণমূল করে না ৷ মদ্যপ অবস্থায় নিজেদের মধ্যে মারপিট করে আহত হয়েছে ৷

আরও পড়ুন : TMC Inner Clash In Duttapukur : প্রতিষ্ঠা দিবসেও শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব, উত্তেজনা দত্তপুকুরে

এই ঘটনা প্রকাশ্য আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷ এখনও পর্যন্ত কেউ গ্রেফতার না-হলেও ঘটনার তদন্ত শুরু করেছে রহড়া থানার পুলিশ ৷ আহত তৃণমূল কর্মী মনোজ মহুরী খড়দা বলরাম হাসপাতালে চিকিৎসাধীন ৷

খড়দা, 21 এপ্রিল: খড়দায় শাসকদলের গোষ্ঠীদ্বন্ধ ৷ তৃণমূল কর্মীকে মারধোরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ আহত তৃণমূলকর্মী মনোজ মহুরী খড়দার বলরাম হাসপাতালে চিকিৎসাধীন ৷ মারধোরের অভিযোগ পাতুলিয়া তৃণমূল নেতা আশিস চক্রবর্তীর বিরুদ্ধে (TMC Inner Clash) ৷

আহত তৃণমূলকর্মী মনোজ মহুরীর অভিযোগ, গত রবিবার পাতুলিয়া বাজারের সামনে তৃণমূল নেতা সোমনাথের সঙ্গে কথা বলছিলেন ৷ সেই সময়েই পাতুলিয়ার তৃণমূল কংগ্রেস সভাপতি আশিস চক্রবর্তী ও তাঁর দলবল এসে তাঁর উপর হামলা চালায় ৷ এমনকী রাস্তায় ফেলে তাঁকে টানটানতে নিয়ে যায় আশিস চক্রবর্তীর লোকজন ৷ এমনই অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে ৷

সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা আশিস চক্রবর্তী জানান, ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না ঘটনাস্থলে ৷ সেই সঙ্গে সমস্ত ঘটনার সপেক্ষে সিসিটিভি ফুটেজ তুলে ধরেন ৷ অভিযুক্ত তৃণমূল নেতার পালটা অভিযোগ, মনোজ মহুরী এলাকায় অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ৷ তাছাড়া ও তৃণমূল করে না ৷ মদ্যপ অবস্থায় নিজেদের মধ্যে মারপিট করে আহত হয়েছে ৷

আরও পড়ুন : TMC Inner Clash In Duttapukur : প্রতিষ্ঠা দিবসেও শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব, উত্তেজনা দত্তপুকুরে

এই ঘটনা প্রকাশ্য আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷ এখনও পর্যন্ত কেউ গ্রেফতার না-হলেও ঘটনার তদন্ত শুরু করেছে রহড়া থানার পুলিশ ৷ আহত তৃণমূল কর্মী মনোজ মহুরী খড়দা বলরাম হাসপাতালে চিকিৎসাধীন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.