দেগঙ্গা, 24 সেপ্টেম্বর : আমফান দুর্নীতি নিয়ে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব । দেগঙ্গায় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চাঁপাতলা পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখান তৃণমূলেরই অন্য একটি গোষ্ঠীর লোকজন । শুধু বিক্ষোভ নয়, রীতিমতো পথসভা করে পঞ্চায়েত প্রধানের দুর্নীতির বিরুদ্ধে সরব হন তাঁরা ।
চাঁপাতলা পঞ্চায়েতের প্রধান হুমায়ুন রেজা চৌধুরির সঙ্গে দীর্ঘদিনের বিবাদ অঞ্চল সভাপতি আবদুর রাজ্জাকের । পঞ্চায়েতের স্বজনপোষণ, আমফান দুর্নীতি ও টেন্ডারে অনিয়ম নিয়ে সম্প্রতি সেই বিবাদ চরমে ওঠে । গ্যাংনিয়া এলাকায় অঞ্চল সভাপতির ঘনিষ্ঠ তৃণমূল কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করার অভিযোগ ওঠে পঞ্চায়েত প্রধানের অনুগামীদের বিরুদ্ধে ।
সেই ঘটনার রেশ না কাটতেই এবার পালটা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রাস্তায় নামলেন অঞ্চল সভাপতির অনুগামী তৃণমূল কর্মীরা । গতকাল বিকেলে চাঁপাতলা অঞ্চলে মিছিল করে পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখান তাঁরা । দলীয় ঝান্ডা নিয়ে পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় । কোরোনা আবহে জমায়েত করেই আন্দোলনে সামিল হন অঞ্চল সভাপতি আবদুর রাজ্জাকের অনুগামী কয়েকশো তৃণমূল কর্মী ।
জমায়েত হটাতে পুলিশ কোনও উদ্যোগ নেয়নি বলে অভিযোগ । পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় । এই বিষয়ে চাঁপাতলা পঞ্চায়েতের প্রধান হুমায়ুন রেজা চৌধুরি বলেন, "মিথ্যা অভিযোগ করা হচ্ছে আমার বিরুদ্ধে । ভাবমূর্তি কালিমালিপ্ত করতে আমার বিরুদ্ধে চক্রান্ত চলছে । অঞ্চল সভাপতি এই চক্রান্তের সঙ্গে যুক্ত । গোটা বিষয়টি জেলা নেতৃত্বকে জানিয়েছি । আশা করব তাঁরা নিশ্চয় কোনও ব্যবস্থা নেবে ।"
যদিও চক্রান্তের অভিযোগ অস্বীকার করে প্রধানের বিরুদ্ধ গোষ্ঠীর নেতা চাঁপাতলা অঞ্চলের তৃণমূল সভাপতি আবদুর রাজ্জাক বলেন, "আমফান দুর্নীতি, পঞ্চায়েতের টেন্ডারে অনিয়ম, স্বজনপোষণসহ একাধিক অভিযোগ রয়েছে প্রধানের বিরুদ্ধে । সাধারণ মানুষ তাঁর কাজকর্মে বীতশ্রদ্ধ । সেই কারণে তাঁরাই পথে নেমে প্রধানের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছে । এখানে আমার কোনও বিষয় নেই । যা হয়েছে সবই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ।"