ETV Bharat / state

আমডাঙায় দোকানের দখলদারি নিয়ে তৃণমূল-BJP সংঘর্ষ, বোমাবাজি

বাইকের শো-রুমের দখলদারি নিয়ে তৃণমূল- BJP সংঘর্ষ, বোমাবাজি, ভাঙচুর ৷ উত্তর 24 পরগনার আমডাঙার ঘটনা ৷ আমডাঙার রায়পুর মোড়ের ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে BJP-র কর্মী-সর্মথকরা । পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকায় পুলিশি টহল চলছে ৷

তৃণমূল-BJP সংঘর্ষ
author img

By

Published : Jul 31, 2019, 6:37 PM IST

বারাসত, 31 জুলাই : বাইকের শো-রুমের দখলদারি নিয়ে তৃণমূল- BJP সংঘর্ষ, বোমাবাজি, ভাঙচুর ৷ উত্তর 24 পরগনার আমডাঙার ঘটনা ৷ তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে আমডাঙার রায়পুর মোড়ের ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে BJP-র কর্মী-সর্মথকরা । কিছুক্ষণ অবরোধ চলার পর পুলিশ এসে অবরোধ তুলে দেয় ।

রায়পুর মোড়ে বাইকের শো-রুম ৷ অংশীদার দু'জন ৷ তাদের একজন তৃণমূল (স্থানীয় বাসিন্দা ) অন্যজন BJP-র সমর্থক বলে জানা গেছে৷ তাই শো-রুমের দখলদারি নিয়ে দু'পক্ষের মধ্যে চাপানউতোর চলছিল ৷ আজ দুপুরে তৃণমূলের অংশীদারের এক পরিচিতকে মারধরের অভিযোগ ওঠে BJP-র বিরুদ্ধে । এরপর‌ই তৃণমূলের কয়েকজন ওই শো-রুমে হামলা চালায় ৷ ভাঙচুর করে । বাধা দিতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় ৷ শো-রুম লক্ষ্য করে বেশ কয়েকটি বোমা ছোড়ার‌ও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । এছাড়াও এলাকার কয়েকটি দোকানে ভাঙচুর চালানো হয় ৷ বোমাবাজির জেরে আতঙ্ক ছড়ায় এলাকায় । বন্ধ হয়ে যায় এলাকার দোকানপাট ৷ স্কুলেই আটকে পড়ে পড়ুয়ারা ৷

খবর পেয়ে ঘটনাস্থানে আসে আমডাঙা থানার পুলিশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ স্থানীয় BJP নেতা অলোক কাহার বলেন,"ওই শো-রুম দখল করতে এসেছিল তৃণমূলের দুষ্কৃতীরা । বাধা দিলে তাঁদের মারধর করা হয় ।" তাঁর অভিযোগ, "নতুন করে আমডাঙাকে অশান্ত করতে চাইছে শাসকদল । সেইজন্যই বহিরাগতদের জড়ো করে হামলা চালানোর পরিকল্পনা করছে । আজকেও তারা বহিরাগতদের এনে হামলা চালিয়েছে ।" যদিও শাসকদলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ কিন্তু আমডাঙা থানা থেকে ঢিলছোড়া দূরত্বে বোমাবাজি, ভাঙচুরের ঘটনায় ফের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে ৷

বারাসত, 31 জুলাই : বাইকের শো-রুমের দখলদারি নিয়ে তৃণমূল- BJP সংঘর্ষ, বোমাবাজি, ভাঙচুর ৷ উত্তর 24 পরগনার আমডাঙার ঘটনা ৷ তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে আমডাঙার রায়পুর মোড়ের ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে BJP-র কর্মী-সর্মথকরা । কিছুক্ষণ অবরোধ চলার পর পুলিশ এসে অবরোধ তুলে দেয় ।

রায়পুর মোড়ে বাইকের শো-রুম ৷ অংশীদার দু'জন ৷ তাদের একজন তৃণমূল (স্থানীয় বাসিন্দা ) অন্যজন BJP-র সমর্থক বলে জানা গেছে৷ তাই শো-রুমের দখলদারি নিয়ে দু'পক্ষের মধ্যে চাপানউতোর চলছিল ৷ আজ দুপুরে তৃণমূলের অংশীদারের এক পরিচিতকে মারধরের অভিযোগ ওঠে BJP-র বিরুদ্ধে । এরপর‌ই তৃণমূলের কয়েকজন ওই শো-রুমে হামলা চালায় ৷ ভাঙচুর করে । বাধা দিতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় ৷ শো-রুম লক্ষ্য করে বেশ কয়েকটি বোমা ছোড়ার‌ও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । এছাড়াও এলাকার কয়েকটি দোকানে ভাঙচুর চালানো হয় ৷ বোমাবাজির জেরে আতঙ্ক ছড়ায় এলাকায় । বন্ধ হয়ে যায় এলাকার দোকানপাট ৷ স্কুলেই আটকে পড়ে পড়ুয়ারা ৷

খবর পেয়ে ঘটনাস্থানে আসে আমডাঙা থানার পুলিশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ স্থানীয় BJP নেতা অলোক কাহার বলেন,"ওই শো-রুম দখল করতে এসেছিল তৃণমূলের দুষ্কৃতীরা । বাধা দিলে তাঁদের মারধর করা হয় ।" তাঁর অভিযোগ, "নতুন করে আমডাঙাকে অশান্ত করতে চাইছে শাসকদল । সেইজন্যই বহিরাগতদের জড়ো করে হামলা চালানোর পরিকল্পনা করছে । আজকেও তারা বহিরাগতদের এনে হামলা চালিয়েছে ।" যদিও শাসকদলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ কিন্তু আমডাঙা থানা থেকে ঢিলছোড়া দূরত্বে বোমাবাজি, ভাঙচুরের ঘটনায় ফের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে ৷

Intro:শোরুমের দখলদারি নিয়ে তৃনমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার আমডাঙা। সংঘর্ষের মাঝেই চলল মুহুর্মুহু বোমাবাজি।বাদ গেলনা শোরুম ও আশেপাশের দোকান ভাঙচুর‌ও।Body:রাজু বিশ্বাস,বারাসত:-বাইকের শোরুমের দখলদারি নিয়ে তৃনমূল ও বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার আমডাঙা।ভাঙচুর, বোমাবাজি, অবরোধ কিছুই বাদ গেলনা।ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন সাধারন মানুষ।পরে,আমডাঙা থানার পুলিশ এসে পরিস্থিতির সামাল দেয়।জানা গেছে,আমডাঙার রায়পুর মোড়ে একটি বাইকের শোরুমের দখলদারি ও ভাগ বাটোয়ারা নিয়ে কিছুদিন ধরেই তৃনমূল ও বিজেপির মধ্যে চাপান‌উতৈর চলছিল।এই শোরুমের দু-জন অংশীদার রয়েছে।একজন তৃনমূলের।অন‍্যজন বিজেপির। তৃনমূলের যিনি, তিনি স্থানীয়। কিন্তু, বিজেপির যিনি, তিনি বহিরাগত। ভাগবাটোয়ারা নিয়ে চাপান‌উতোরের মাঝেই আজ দুপুরে তৃনমূলের অংশীদারের এক পরিচিতকে মারধরের অভিযোগ ওঠে বিজেপির অংশীদারের বিরুদ্ধে। মুহুর্তে তা রাজনৈতিক রঙ লাগে।অভিযোগ, এরপর‌ই তৃনমূলের লোকজন ওই শোরুমে হামলা চালিয়ে ব‍্যাপক ভাঙচুর করে।বাধা দিতে গেলে সংঘর্ষ বেঁধে যায় তৃনমূল ও বিজেপির মধ্যে। সংঘর্ষ চলাকালীন শোরুম লক্ষ্য করে বেশ কয়েকটি বোমা ছোড়ার‌ও অভিযোগ উঠেছে তৃনমূলের বিরুদ্ধে।এছাড়া,এলাকার কয়েকটি দোকানেও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। মুহুর্মুহু বোমা পড়ার ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। আশেপাশের দোকানপাটও বন্ধ হয়ে যায় নিমেষে। স্কুলের কচিকাঁচারাও বাড়ি ফিরতে না পেরে কিছুক্ষনের জন্য আটকে পড়ে স্কুলের ভিতরেই।পরে,আমডাঙা থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতির মোকাবিলা করে। হটিয়ে দেয় দু-পক্ষকেই। পরিস্থিতি স্বাভাবিক হলে বাড়িমুখো হন স্কুলের কচিকাঁচারা। এদিকে,ঘটনার পর‌ই তৃনমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে আমডাঙার রায়পুর মোড়ের ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপির কর্মী-সর্মথকরা। কিছুক্ষন অবরোধ চলার পর পুলিশ এসে অবরোধ তুলে দেয়। স্থানীয় বিজেপি নেতা অলোক কাহার বলেন,"ওই শোরুম দখল করতে এসেছিল তৃনমূলের দুষ্কৃতীরা।কর্মীরা বাঁধা দিলে তাঁদের মারধর করা হয়।এরপর, ভাঙচুর চালিয়ে এলাকা ত্রস্ত করতে বোমাবাজি করে হামলাকারীরা। মুহুর্মুহু বোমাতে কেঁপে ওঠে এলাকা। শুধু বোমাবাজি নয়,এলাকার বেশ কয়েকটি দোকানেও তান্ডব চালায় তৃনমূলের দুষ্কৃতীরা"। তাঁর অভিযোগ,"নতুন করে আমডাঙাকে অশান্ত করতে চাইছে শাসকদল। সেইজন্য, বহিরাগতদের জড়ো করে হামলা চালানোর পরিকল্পনা করছে।আজকেও তারা বহিরাগতদের এনে হামলা চালিয়েছে ওই বাইকের শোরুমে"। যদিও, হামলার অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির বিরুদ্ধেই গন্ডগোল সৃষ্টির অভিযোগ করা হয়েছে শাসকদলের তরফে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহল চলছে।তবে,আমডাঙা থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে বোমাবাজি, ভাঙচুরের ঘটনায় আবারও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।কারন, মাসখানেক আগে আমডাঙা থানার পাশে ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় তৃনমূলের পার্টি অফিস ভাঙচুর,বোমা পড়ে থাকার ঘটনা ঘটেছিল। তখনও প্রশ্ন উঠেছিল পুলিশের ভূমিকা নিয়ে। তারপরেও সেই বোমাবাজি, ভাঙচুরের ঘটনা।ফলে,একের পর এক ঘটনায় আমডাঙা থানার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন এলাকার সাধারন মানুষ।Conclusion:পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলেও রায়পুর মোড় সংলগ্ন এলাকায় চলছে পুলিশি টহল। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তৃনমূল ও বিজেপি চাপান‌উতোর।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.