বারাসাত, 17 মে : বারাসত পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের অশ্বিনীপল্লি বাজার সহ সংলগ্ন এলাকা, রামকৃষ্ণপুর, ও হৃদয়পুরে ফরওয়ার্ড ব্লকের দলীয় পতাকা, ফেস্টুন ছিঁড়ে পুড়িয়ে দেওয়া হয় । অভিযোগের তির তৃণমূলের দিকে । যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করা হয় ।
ফরওয়ার্ড ব্লকের অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূলের কর্মীরা তাদের দলীয় পতাকা ছিঁড়ে দেয় । শুধু তাই নয়, সিগারেট বা বিড়ির আগুন দিয়ে তাদের দলীয় পতাকা ফুটো করে দেওয়া হয় । শুধু তাই নয়, তাদের নির্বাচনী এজেন্টদেরও ভয় দেখানো হচ্ছে । প্রসঙ্গত, সম্প্রতি এই অশ্বিনীপল্লিতে BJP-র নির্বাচনী প্রচারে হামলা চালানো হয়েছিল । সেক্ষেত্রেও অভিযোগের তির ছিল তৃণমূলের দিকে । বিরোধীদের দাবি, সেই ঘটনারই পুনরাবৃত্তি হল ।
এই প্রসঙ্গে বারাসত পৌরসভার পৌরপ্রধান সুনীল মুখার্জি বলেন, "তৃণমূলের কোনও কর্মী এই কাজ করেনি। ফরওয়ার্ড ব্লকের মতো যে দলের ভোটের বাজারে কোনও অস্তিত্বই নেই, তাদের পতাকা ছেঁড়া বা পোড়ানোর কোনও দরকার হয় না তৃণমূলরে ।" তবে BJP এই কাজ করতে পারে বলে মনে করছেন তিনি ।
অন্যদিকে এই ঘটনার তীব্র নিন্দা করেন BJP-র বারাসত সাংগঠনিক জেলার সম্পাদক অনুপ দাস । তিনি বলেন, "BJP এই কাজ করেনি । তৃণমূল আমাদের নির্বাচনী জনসভাতেও হামলা চালয়েছিল । তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাওয়ায় তাঁরা দিশাহীন হয়ে বিরোধীদের উপর আক্রমণ চালাচ্ছে । "
এই ঘটনায় আজ দুপুরে ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে বারাসত থানায় অভিযোগ করা হয় । বিকেলে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানানো হয় ।