ETV Bharat / state

বারাসতে ফরওয়ার্ড ব্লকের দলীয় পতাকা ছেঁড়ার অভিযোগ - tmc

বারাসতে রাতের অন্ধকারে ফরওয়ার্ড ব্লকের দলীয় পতাকা ও ফেস্টুন ছিঁড়ে পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ । অভিযোগের তির তৃণমূলের দিকে । এই ঘটনায় আজ দুপুরে ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে বারাসত থানায় অভিযোগ করা হয় । বিকেলে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানানো হয় ।

ফ্ল্যাগ পুড়িয়ে ফেলার অভিযোগ
author img

By

Published : May 17, 2019, 11:44 PM IST

Updated : May 17, 2019, 11:58 PM IST

বারাসাত, 17 মে : বারাসত পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের অশ্বিনীপল্লি বাজার সহ সংলগ্ন এলাকা, রামকৃষ্ণপুর, ও হৃদয়পুরে ফরওয়ার্ড ব্লকের দলীয় পতাকা, ফেস্টুন ছিঁড়ে পুড়িয়ে দেওয়া হয় । অভিযোগের তির তৃণমূলের দিকে । যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করা হয় ।

ফরওয়ার্ড ব্লকের অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূলের কর্মীরা তাদের দলীয় পতাকা ছিঁড়ে দেয় । শুধু তাই নয়, সিগারেট বা বিড়ির আগুন দিয়ে তাদের দলীয় পতাকা ফুটো করে দেওয়া হয় । শুধু তাই নয়, তাদের নির্বাচনী এজেন্টদেরও ভয় দেখানো হচ্ছে । প্রসঙ্গত, সম্প্রতি এই অশ্বিনীপল্লিতে BJP-র নির্বাচনী প্রচারে হামলা চালানো হয়েছিল । সেক্ষেত্রেও অভিযোগের তির ছিল তৃণমূলের দিকে । বিরোধীদের দাবি, সেই ঘটনারই পুনরাবৃত্তি হল ।

এই প্রসঙ্গে বারাসত পৌরসভার পৌরপ্রধান সুনীল মুখার্জি বলেন, "তৃণমূলের কোনও কর্মী এই কাজ করেনি। ফরওয়ার্ড ব্লকের মতো যে দলের ভোটের বাজারে কোনও অস্তিত্বই নেই, তাদের পতাকা ছেঁড়া বা পোড়ানোর কোনও দরকার হয় না তৃণমূলরে ।" তবে BJP এই কাজ করতে পারে বলে মনে করছেন তিনি ।

অন্যদিকে এই ঘটনার তীব্র নিন্দা করেন BJP-র বারাসত সাংগঠনিক জেলার সম্পাদক অনুপ দাস । তিনি বলেন, "BJP এই কাজ করেনি । তৃণমূল আমাদের নির্বাচনী জনসভাতেও হামলা চালয়েছিল । তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাওয়ায় তাঁরা দিশাহীন হয়ে বিরোধীদের উপর আক্রমণ চালাচ্ছে । "

এই ঘটনায় আজ দুপুরে ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে বারাসত থানায় অভিযোগ করা হয় । বিকেলে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানানো হয় ।

বারাসাত, 17 মে : বারাসত পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের অশ্বিনীপল্লি বাজার সহ সংলগ্ন এলাকা, রামকৃষ্ণপুর, ও হৃদয়পুরে ফরওয়ার্ড ব্লকের দলীয় পতাকা, ফেস্টুন ছিঁড়ে পুড়িয়ে দেওয়া হয় । অভিযোগের তির তৃণমূলের দিকে । যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করা হয় ।

ফরওয়ার্ড ব্লকের অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূলের কর্মীরা তাদের দলীয় পতাকা ছিঁড়ে দেয় । শুধু তাই নয়, সিগারেট বা বিড়ির আগুন দিয়ে তাদের দলীয় পতাকা ফুটো করে দেওয়া হয় । শুধু তাই নয়, তাদের নির্বাচনী এজেন্টদেরও ভয় দেখানো হচ্ছে । প্রসঙ্গত, সম্প্রতি এই অশ্বিনীপল্লিতে BJP-র নির্বাচনী প্রচারে হামলা চালানো হয়েছিল । সেক্ষেত্রেও অভিযোগের তির ছিল তৃণমূলের দিকে । বিরোধীদের দাবি, সেই ঘটনারই পুনরাবৃত্তি হল ।

এই প্রসঙ্গে বারাসত পৌরসভার পৌরপ্রধান সুনীল মুখার্জি বলেন, "তৃণমূলের কোনও কর্মী এই কাজ করেনি। ফরওয়ার্ড ব্লকের মতো যে দলের ভোটের বাজারে কোনও অস্তিত্বই নেই, তাদের পতাকা ছেঁড়া বা পোড়ানোর কোনও দরকার হয় না তৃণমূলরে ।" তবে BJP এই কাজ করতে পারে বলে মনে করছেন তিনি ।

অন্যদিকে এই ঘটনার তীব্র নিন্দা করেন BJP-র বারাসত সাংগঠনিক জেলার সম্পাদক অনুপ দাস । তিনি বলেন, "BJP এই কাজ করেনি । তৃণমূল আমাদের নির্বাচনী জনসভাতেও হামলা চালয়েছিল । তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাওয়ায় তাঁরা দিশাহীন হয়ে বিরোধীদের উপর আক্রমণ চালাচ্ছে । "

এই ঘটনায় আজ দুপুরে ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে বারাসত থানায় অভিযোগ করা হয় । বিকেলে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানানো হয় ।

বারাসত:- মাঝে মাত্রা একদিনের অপেক্ষা। তার আগেই শুরু হল তৃনমূলের সন্ত্রাস, দাবি ফরওয়ার্ড ব্লকের। কর্মীদের ভীতসন্ত্রস্ত করতেই তাদের দলীয় পতাকা ছিঁড়ে এজেন্টদের ভয় দেখিয়ে গৃহবন্দী করতে চাইছে শাসক দলের নেতা কর্মীরা। শুধু তাই নয় নির্বাচন কমিশনের নির্দেশকে উপেক্ষা করে সন্ত্রাস প্রবন এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে রুটমার্চ করানোও হচ্ছে না বলে দাবি বাম নেতা কর্মীদের। যদিও তৃনমূলের পক্ষথেকে ফরওয়ার্ড ব্লকের দলীয় পতাকা ছিড়ে মাটিতে ফেলে দেওয়ার অভিযোগ ভিত্তিহীন বলে বলে দাবি করা হয়েছে। ফরওয়ার্ড ব্লকের উত্তর ২৪ পরগনার জেলা সম্পাদক সঞ্জীব চট্টোপাধ্যায়ের অভিযোগ, গতকাল গভীর রাতে বারাসাত পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের অশ্বিনীপল্লি বাজার সহ সংলগ্ন এলাকা, রামকৃষ্ণপুর, হৃদয়পুর এলাকায় ফরওয়ার্ড ব্লকের দলীয় পতাকা, ফেষ্টুন ছিঁড়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ফ্লাগে সিগারেট, বিড়ির আগুন দিয়ে ফুটো করে দেওয়া হচ্ছে। তাঁর দাবি, রাতের অন্ধকারে তৃনমূলের কর্মীরা এই ঘৃন্য কাজ করছে। শুধু তাই নয় তাদের নির্বাচনী এজেন্টদের ভয় দেখানো হচ্ছে। প্রসঙ্গত, সম্প্রতি এই অশ্বিনীপল্লী এলাকায় বিজেপির নির্বাচনী প্রচারে হামলা চালানোর অভিযোগ উঠেছিল তৃনমূলের বিরুদ্ধে। বিরোধীদের দাবি, সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটলো ব‍্যানার, ফ্লাগ ছিঁড়ে মাটিতে ফেলে দেওয়ার মধ্যে দিয়ে। রাজনৈতিক মহলের মতে, গোটা বারাসাত পুরসভা এলাকায় তৃনমূল বিরোধী হাওয়া বইছে। তার মধ্যে ২৮ নম্বর ওয়ার্ডের একটা বড় অংশে গেরুয়া শিবির শক্তিশালী হয়ে উঠেছে। ফলে এইসব এলাকা থেকে তৃনমূল বারাসাত লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী কাকলী ঘোষ দোস্তিদারকে লিড দিতে না পারলে দলের কাছে কৈফিয়ত দিতে হবে। তাই তৃনমুল কর্মীরা মরিয়া হয়ে উঠেছে। যেন তেন প্রকারে তারা বিরোধী শক্তিকে প্রতিহত করতে চাইছে, তাই এই ধরনের আক্রমণ সংগঠিত করছে। এমনটাই দাবি বিরোধী রাজনৈতিক দলগুলোর।তবে বারাসাত পৌরসভার পৌর প্রধান সুনীল মুখার্জি বলেন, তৃনমূলের কোন কর্মী এই কাজ করেনি। তাঁর দাবি, ফরওয়ার্ড ব্লকের মত যে দলের ভোটের বাজারে কোন অস্তিত্ব নেই, তাদের পতাকা ছেঁড়া বা পুড়ানোর কোন দরকার হয়না তৃনমূলের। বিজেপি এই কাজ করতে পারে মনে করছেন পৌর প্রধান। বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সম্পাদক অনুপ দাস ঘটনার তীব্র নিন্দা করে বলেন বিজেপি এই কাজ করেনি। তৃনমূল আমাদের নির্বাচনী জনসভাতেও হামলা চালয়েছিল। তৃনমূলের পায়ের তলার মাটি সরে যাওয়ায় তাঁরা দিশাহীন হয়ে বিরোধীদের উপর আক্রমণ চালাচ্ছে। এই ঘটনার পাশাপাশি ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক সঞ্জীব চট্টোপাধ্যায় অভিযোগ করেন,রাজারহাটের ওসি পক্ষপাত দুষ্ট। তিনি তৃনমূলের হয়ে কাজ করছেন।তাই,আমরা তাঁর অপসারনের দাবি জানাচ্ছি। সঞ্জীব বাবুর কথায়, জেলা প্রশাসন‌ও শাসক দলের হয়ে কাজ করছে। যেখানে গত পঞ্চায়েত নির্বাচনের বিভীষিকা এখনও মানুষের মধ্যে রয়েছে, সেখানে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে রুটমার্চ করানো হচ্ছে না মানুষের মধ্যে ভয় কাটানোর জন্য। অথচ যেখানে প্রয়োজন নেই সেখানে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রুটমার্চ করাচ্ছে পুলিশ প্রশাসন। যাতে ভয়ে মানুষ ভোট দিতে না আসে। পুলিশ প্রশাসনকে দিয়ে সুকৌশলে সেই কাজ করাচ্ছে তৃনমূল। সঞ্জীব বাবুর দাবি, তাঁরা আজ বিকালে এই বিষয়ে জেলা নির্বাচন আধিকারিকের কাছে অভিযোগ জানাবেন।
Last Updated : May 17, 2019, 11:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.