হাড়োয়া, 5 মার্চ : জমি নিয়ে বিবাদ । আর তাকে কেন্দ্র করে BJP নেতার জমিতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । উত্তর 24 পরগনার হাড়োয়া থানার সদরপুরের ঘটনা ।
তিন বছর আগে স্থানীয় BJP নেতা বিমল দাস এক লাখ টাকার বিনিময়ে তৃণমূল নেতা মানিক দাসের কাছ থেকে সাড়ে চার কাঠা জমি কিনেছিলেন। কয়েকদিন পর মানিক সেই জমি ফেরত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে একটি মামলা দায়ের করেন । তাতে আদালত মানিকের পক্ষেই রায় দেয় । পাশাপাশি বিষয়টি নিয়ে হাইকোর্টে আবেদন করার জন্য বিমলকে তিন মাস সময় দেয় ।
বিমল গতকাল কলকাতা হাইকোর্টে সেই মামলার আবেদন করেন । মামলাটি গ্রহণ করে হাইকোর্ট । সেই মামলারই শুনানির জন্য আজ কলকাতায় আসেন বিমল । অভিযোগ, তাঁর অনুপস্থিতিতে ওই জমি থেকে শশা তুলে দিয়ে ধানের চারা বসিয়ে দেওয়া হয় । সেইসময় বাধা দিতে এলে বিমলের স্ত্রীকে মারধর করা হয় । শুরু হয় বোমাবাজি । ঘটনায় BJP-র তরফে হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশ তদন্ত করছে ।
এনিয়ে হাড়োয়া অঞ্চল তৃণমূল সভাপতি সিরাজুল ইসলাম বলেন, "তৃণমূল জমি দখলের রাজনীতি করে না । BJP আমাদের দলকে কালিমালিপ্ত করার জন্য এই ধরনের অভিযোগ করছে । BJP বাইরে থেকে লোক ভাড়া করে এনে বোমাবাজি করিয়েছে । আর সেই দোষ তৃণমূলের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে ।"