নৈহাটি, ১৬ ফেব্রুয়ারি : তিন হাজার টাকা জরিমানা তুলতে না পারায় টিকিট পরীক্ষকদের হেনস্থার অভিযোগ এক মহিলা রেলকর্মীর বিরুদ্ধে। যদিও তাঁর পরিচয় জানা যায়নি। ক্যামেরা দেখেই কাউন্টার বন্ধ করে চলে যান তিনি। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার নৈহাটি স্টেশনে।
যেসব যাত্রী বিনা টিকিটে ট্রেনে যাত্রা করেন তাঁদের থেকে জরিমানা নেন টিকিট পরীক্ষকরা। ডিউটি শেষে জরিমানা হিসেবে আদায় হওয়া টাকা ক্যাশ কাউন্টারে জমা দিয়ে তারপরই বাড়ি যান তাঁরা। গতকালও বাড়ি যাওয়ার আগে টাকা জমা দিতে যান টিকিট পরীক্ষক টিনা দাস, চৈতালি অধিকারী ও চন্দনা ঘোষ। অভিযোগ, ক্যাশ কাউন্টারে থাকা এক মহিলা রেলকর্মী তাঁদের টাকা জমা নিতে অস্বীকার করেন। বলেন, তিন হাজার টাকা না হলে টাকা জমা দিতে পারবেন না তিনি। এমনকী, তাঁদের প্রত্যেকের কাছে কত টাকা রয়েছে তা না জেনেই কাউন্টার বন্ধ করে তিনি চলে যান বলে অভিযোগ। ফলে টাকা জমা দিতে না পারায় রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত স্টেশনে দাঁড়িয়ে থাকতে হয় ওই তিন টিকিট পরীক্ষককে।
এক মহিলা টিকিট পরীক্ষক বলেন, "জরিমানা হিসেবে তিন হাজার টাকা না তুলতে পারলে আমরা টাকা জমা দিতে পারব না এই বলে কাউন্টার বন্ধ করে দেন ওই রেলকর্মী। আমরা তাঁর কাছে এই সংক্রান্ত সরকারি নির্দেশ দেখতে চাই। কিন্তু, তা তিনি দেখাতে পারেননি। বরং কাউন্টার বন্ধ করে চলে যান। তবে আমাদের মধ্যে একজনই জরিমানার তিন হাজার টাকা তুলতে পেরেছিলেন।"
যদিও এই ঘটনা সম্পর্কে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী বলেন, "এমন কোনও সরকারি নির্দেশ নেই যে তিন হাজার টাকা না হলে টিকিট পরীক্ষকরা সেই টাকা জমা দিতে পারবেন না। আমরা ঘটনার তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ নেব।"