বারাসত, ১৫ মার্চ : তিনি পুলিশ সুপার। জেলা পুলিশের সর্বময় কর্তা। অথচ তাঁর গাড়িতেই নেই নম্বর প্লেট। শুনতে অদ্ভুত হলেও এটাই সত্যি। উত্তর ২৪ পরগনার বসিরহাট পুলিশ জেলার সুপার কে শবরী রাজকুমার ঘুরছেন নম্বর প্লেটহীন গাড়িতে। শুধু ঘুরছেনই না। তিনি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকও করতে যাচ্ছেন ওই নম্বর প্লেট ছাড়া গাড়িতে চেপেই।
আজ বারাসতে জেলা প্রশাসনিক ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স ছিল। সেখানে হাজির ছিলেন উত্তর ২৪ পরগনার পদস্থ পুলিশ আধিকারিকরা। সেখানেই কালো রঙের নম্বরহীন গাড়িতে আসেন বসিরহাট পুলিশ জেলার সুপার কে শবরী রাজকুমার। বৈঠক চলাকালীন জেলাশাসকের অফিসের নিচে অন্য় প্রশাসনিক আধিকারিকদের গাড়ির পাশেই রাখা ছিল নম্বর প্লেট ছাড়া গাড়িটি। পুলিশ সুপারের গাড়ির সামনে ও পিছনে কোথাও নেই নম্বর প্লেট।
খোদ পুলিশ সুপার নম্বর প্লেট ছাড়া গাড়ি নিয়ে প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়া ঘিরে প্রশ্ন উঠেছে। বৈঠক শেষে পুলিশ সুপার কে শবরী রাজকুমারকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনও জবাব দেননি। উলটে তড়িঘড়ি গাড়ির দরজা বন্ধ করে সেখান থেকে চলে যান।
মোটরযান আইন লঙ্ঘন তো বটেই, আদর্শ নির্বাচনবিধি লাগু হওয়ার পর একজন IPS পদমর্যাদার পুলিশ অফিসার কেমন করে নম্বর প্লেট ছাড়া গাড়ি নিয়ে নির্বাচন কমিশনের বৈঠকে যোগ দিতে আসছেন? জেলাশাসক বর্তমানে জেলার নির্বাচন আধিকারিক অন্তরা আচার্যর প্রতিক্রিয়া জানতে চেম্বারে যাওয়া হলে তিনি এ ব্যাপারে কোনও মন্তব্য করতে রাজি হননি।
বারাসত আদালতের আইনজীবী জিশুকুমার দে বলেন, "মোটরযান আইন অনুযায়ী নম্বর প্লেট ছাড়া গাড়ি কোনও অবস্থাতেই রাস্তায় চালানো যাবে না। কারণ ওই গাড়ি দুর্ঘটনায় পড়লে তাঁর দায় কে নেবে? আদর্শ নির্বাচনবিধি কার্যকর হওয়ার পর একজন IPS অফিসার তথা পুলিশ সুপার কী করে নম্বরহীন গাড়িতে নির্বাচন কমিশনের বৈঠকে যোগ দিতে আসেন, জানি না। আইন তো সবার জন্য সমান।"
রাজ্যের সহকারী মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু ETV ভারতকে ফোনে বলেন, "অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।"