ETV Bharat / state

গভীর রাতে দুষ্কৃতীদের গুলিতে জানলার কাঁচ ভাঙল , তদন্তে পুলিশ - window glass broke

বনগাঁর গোলকনগরে নিরোদ রায়ের বাড়িতে গুলি চালাল দুষ্কৃতীরা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ ৷

গুলির খোল
গুলির খোল
author img

By

Published : Apr 5, 2021, 3:23 PM IST

বনগাঁ, 5 এপ্রিল : গভীর রাতে গুলি চালানোয় ভাঙল জানলার কাঁচ ৷ দুষ্কৃতীরা পলাতক ৷ শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনায় বনগাঁর অন্তর্গত গোলকনগর এলাকায় ৷ ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী ৷ পুলিশি তদন্ত শুরু হয়েছে ৷

পড়ে থাকা গুলির খোল

আরও পড়ুন : কয়ালা পাচার কাণ্ডে সিবিআইয়ের কাছে হাজিরা রঘুনাথপুরের এসডিপিও-র

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোলকনগরের বাসিন্দা নিরোদ রায়ের বাড়িতে এই ঘটনা ঘটেছে ৷ শনিবার রাত দু‘টো নাগাদ দুষ্কৃতীরা 6 রাউন্ড গুলি চালায় ৷ গুলিতে বাড়ির জানলার কাঁচ ভেঙে যায় ৷ ঘটনাস্থল থেকে 3টি গুলির খোল পাওয়া যায় ৷

দুষ্কৃতীদের শনাক্ত করতে পারেনি নিরোদ রায়ের পরিবার ৷ পরিবারের তরফে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ৷ অভিযোগের ভিত্তিতে পুলিশি তদন্ত শুরু হয়েছে ৷ কারা, কি কারণে গুলি চালিয়েছে তার তদন্ত চলছে ৷

বনগাঁ, 5 এপ্রিল : গভীর রাতে গুলি চালানোয় ভাঙল জানলার কাঁচ ৷ দুষ্কৃতীরা পলাতক ৷ শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনায় বনগাঁর অন্তর্গত গোলকনগর এলাকায় ৷ ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী ৷ পুলিশি তদন্ত শুরু হয়েছে ৷

পড়ে থাকা গুলির খোল

আরও পড়ুন : কয়ালা পাচার কাণ্ডে সিবিআইয়ের কাছে হাজিরা রঘুনাথপুরের এসডিপিও-র

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোলকনগরের বাসিন্দা নিরোদ রায়ের বাড়িতে এই ঘটনা ঘটেছে ৷ শনিবার রাত দু‘টো নাগাদ দুষ্কৃতীরা 6 রাউন্ড গুলি চালায় ৷ গুলিতে বাড়ির জানলার কাঁচ ভেঙে যায় ৷ ঘটনাস্থল থেকে 3টি গুলির খোল পাওয়া যায় ৷

দুষ্কৃতীদের শনাক্ত করতে পারেনি নিরোদ রায়ের পরিবার ৷ পরিবারের তরফে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ৷ অভিযোগের ভিত্তিতে পুলিশি তদন্ত শুরু হয়েছে ৷ কারা, কি কারণে গুলি চালিয়েছে তার তদন্ত চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.