ETV Bharat / state

বকেয়া দিচ্ছেন না ভেড়ির মালিকরা, মিনাখাঁয় অবরোধ মৎস্যজীবীদের - fishermen

মিনাখাঁর বকচরা গ্রামে প্রায় 500 মৎস্যজীবী পরিবার রয়েছে। ভেড়ির মালিকরা তাঁদের বকেয়া টাকা দিচ্ছেন না বলে অভিযোগ।

fishermen
মৎস্যজীবী
author img

By

Published : Apr 27, 2020, 9:14 PM IST



মিনাখাঁ,27 এপ্রিল : মাছ চাষ করেও ভেড়ি মালিকের কাছ থেকে বকেয়া টাকা না পেয়ে পথ অবরোধ করলেন মৎস্যজীবীরা। উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থানার বকচরা গ্রামের ঘটনা।

মিনাখাঁর বকচরা গ্রামে প্রায় 500 মৎস্যজীবী পরিবার রয়েছে। ভেড়ির মালিকরা তাঁদের দিয়ে গত কয়েক মাস মাছ চাষ করিয়েছেন । কিন্তু লকডাউন জারি হতেই ভেড়ির মালিকরা বকেয়া টাকা দিচ্ছেন না বলে অভিযোগ । সব মিলিয়ে প্রায় তিন লাখ টাকা বকেয়া রয়েছে। ফলে বিপাকে পড়েছেন ওই মৎস্যজীবীরা ।

আজ বকেয়া টাকার দাবিতেই সকাল থেকে ফেস্টুন, ব্যানার নিয়ে আন্দোলন শুরু করেন তাঁরা । তবে সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে কয়েকজন অবরোধে বসলেও বাকিরা রাস্তার পাশে দাঁড়ান।

মৎস্যজীবীদের বক্তব্য, রাজ্যে লকডাউন চলছে। তাঁরা দৈনন্দিন রোজগার হারিয়েছেন। বকেয়া টাকা না দিলে তাঁদের না খেয়ে মরতে হবে।

খবর পেয়ে মিনাখাঁ থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় । আন্দোলনকারী মৎস্যজীবীদের বুঝিয়ে অবরোধ তুলে দেয় তারা।



মিনাখাঁ,27 এপ্রিল : মাছ চাষ করেও ভেড়ি মালিকের কাছ থেকে বকেয়া টাকা না পেয়ে পথ অবরোধ করলেন মৎস্যজীবীরা। উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থানার বকচরা গ্রামের ঘটনা।

মিনাখাঁর বকচরা গ্রামে প্রায় 500 মৎস্যজীবী পরিবার রয়েছে। ভেড়ির মালিকরা তাঁদের দিয়ে গত কয়েক মাস মাছ চাষ করিয়েছেন । কিন্তু লকডাউন জারি হতেই ভেড়ির মালিকরা বকেয়া টাকা দিচ্ছেন না বলে অভিযোগ । সব মিলিয়ে প্রায় তিন লাখ টাকা বকেয়া রয়েছে। ফলে বিপাকে পড়েছেন ওই মৎস্যজীবীরা ।

আজ বকেয়া টাকার দাবিতেই সকাল থেকে ফেস্টুন, ব্যানার নিয়ে আন্দোলন শুরু করেন তাঁরা । তবে সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে কয়েকজন অবরোধে বসলেও বাকিরা রাস্তার পাশে দাঁড়ান।

মৎস্যজীবীদের বক্তব্য, রাজ্যে লকডাউন চলছে। তাঁরা দৈনন্দিন রোজগার হারিয়েছেন। বকেয়া টাকা না দিলে তাঁদের না খেয়ে মরতে হবে।

খবর পেয়ে মিনাখাঁ থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় । আন্দোলনকারী মৎস্যজীবীদের বুঝিয়ে অবরোধ তুলে দেয় তারা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.