ETV Bharat / state

অনাস্থা ভোটের আগে উত্তেজনা নৈহাটিতে, তৃণমূল কার্যালয়ে ভাঙচুর - BJP

নৈহাটিতে তৃণমূল কার্যালয়ে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা ৷ তৃণমূলের অভিযোগ, BJP আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে জড়িত ৷

ভাঙচুর
author img

By

Published : Sep 30, 2019, 3:39 AM IST

Updated : Oct 1, 2019, 6:05 AM IST

নৈহাটি, 30 সেপ্টেম্বর : অনাস্থা ভোটের আগে উত্তেজনা ছড়াল নৈহাটিতে ৷ গতরাতে তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয়ে ভাঙচুর চালানো হয় ৷ মারধর করা হয় দুই তৃণমূল কর্মীকে ৷ তৃণমূলের অভিযোগ, BJP আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP ৷ তাদের পালটা অভিযোগ, পুলিশের সামনেই এক দলীয় কর্মীকে মারধর করেছে তৃণমূল কর্মীরা ৷

লোকসভা ভোটের পর থেকেই নৈহাটি পৌরসভা নিয়ে টানাপোড়েন অব্যাহত ৷ 18 জন কাউন্সিলর BJP-তে যোগ দেওয়ার পর পৌরসভায় সংখ্যালঘু হয়ে পড়ে তৃণমূল ৷ পৌরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে BJP ৷ যদিও অনাস্থা ভোট হওয়ার আগেই রাজ্য সরকার সেখানে প্রশাসক বসিয়ে দেয় । এরপর অনৈতিকভাবে প্রশাসক নিয়োগের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করে BJP ৷ শেষপর্যন্ত হাইকের্টের নির্দেশে মঙ্গলবার (1 অক্টোবর) নৈহাটি পৌরসভায় অনাস্থা ভোট হতে চলেছে । আর সেই ভোটকে ঘিরে দিনকয়েক ধরে এলাকাতে উত্তেজনা রয়েছে ৷

এই সংক্রান্ত আরও খবর : হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার নৈহাটি পৌরসভায় অনাস্থা ভোট

এরইমধ্যে গতরাতে নৈহাটির 31 নম্বর ওয়ার্ডের বুড়োশিবতলা এলাকায় তৃণমূলের একটি কার্যালয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা ৷ তখন সেখানে দু'জন তৃণমূল কর্মী ছিলেন ৷ তাঁদের মারধর করা হয় ৷ তৃণমূলের অভিযোগ, অনাস্থা ভোটের আগে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে BJP ৷ সেজন্যই পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে BJP আশ্রিত দুষ্কৃতীরা ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP ৷

দেখুন ভিডিয়ো

এদিকে, ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থানে যায় নৈহাটি থানার পুলিশ ৷ একজনকে ধরে ফেলে থানায় নিয়ে যাওয়া হয় ৷ এরপর থানায় যায় এলাকার BJP কর্মীরা ৷ সেই সময় অভিযোগ জানাতে সেখানে যায় তৃণমূল কর্মীরা ৷ পুলিশ সামনেই তারা সৌমেন সরকার নামে এক BJP কর্মীকে মারধর করে বলে অভিযোগ ৷ বর্তমানে তিনি নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ৷ মারধরের ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে BJP ৷ অন্যদিকে, ভাঙচুরের ঘটনায় BJP-র বিরুদ্ধে অভিযোগ করেছে তৃণমূল ৷

নৈহাটি, 30 সেপ্টেম্বর : অনাস্থা ভোটের আগে উত্তেজনা ছড়াল নৈহাটিতে ৷ গতরাতে তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয়ে ভাঙচুর চালানো হয় ৷ মারধর করা হয় দুই তৃণমূল কর্মীকে ৷ তৃণমূলের অভিযোগ, BJP আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP ৷ তাদের পালটা অভিযোগ, পুলিশের সামনেই এক দলীয় কর্মীকে মারধর করেছে তৃণমূল কর্মীরা ৷

লোকসভা ভোটের পর থেকেই নৈহাটি পৌরসভা নিয়ে টানাপোড়েন অব্যাহত ৷ 18 জন কাউন্সিলর BJP-তে যোগ দেওয়ার পর পৌরসভায় সংখ্যালঘু হয়ে পড়ে তৃণমূল ৷ পৌরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে BJP ৷ যদিও অনাস্থা ভোট হওয়ার আগেই রাজ্য সরকার সেখানে প্রশাসক বসিয়ে দেয় । এরপর অনৈতিকভাবে প্রশাসক নিয়োগের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করে BJP ৷ শেষপর্যন্ত হাইকের্টের নির্দেশে মঙ্গলবার (1 অক্টোবর) নৈহাটি পৌরসভায় অনাস্থা ভোট হতে চলেছে । আর সেই ভোটকে ঘিরে দিনকয়েক ধরে এলাকাতে উত্তেজনা রয়েছে ৷

এই সংক্রান্ত আরও খবর : হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার নৈহাটি পৌরসভায় অনাস্থা ভোট

এরইমধ্যে গতরাতে নৈহাটির 31 নম্বর ওয়ার্ডের বুড়োশিবতলা এলাকায় তৃণমূলের একটি কার্যালয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা ৷ তখন সেখানে দু'জন তৃণমূল কর্মী ছিলেন ৷ তাঁদের মারধর করা হয় ৷ তৃণমূলের অভিযোগ, অনাস্থা ভোটের আগে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে BJP ৷ সেজন্যই পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে BJP আশ্রিত দুষ্কৃতীরা ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP ৷

দেখুন ভিডিয়ো

এদিকে, ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থানে যায় নৈহাটি থানার পুলিশ ৷ একজনকে ধরে ফেলে থানায় নিয়ে যাওয়া হয় ৷ এরপর থানায় যায় এলাকার BJP কর্মীরা ৷ সেই সময় অভিযোগ জানাতে সেখানে যায় তৃণমূল কর্মীরা ৷ পুলিশ সামনেই তারা সৌমেন সরকার নামে এক BJP কর্মীকে মারধর করে বলে অভিযোগ ৷ বর্তমানে তিনি নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ৷ মারধরের ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে BJP ৷ অন্যদিকে, ভাঙচুরের ঘটনায় BJP-র বিরুদ্ধে অভিযোগ করেছে তৃণমূল ৷

Intro:নৈহাটি তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর Body:আগামী পয়লা অক্টোবর নৈহাটি পৌরসভার আস্থা ভোট। তার আগেই নৈহাটি জুড়ে রাজনৈতিক হিংসায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নৈহাটি 31 নম্বর ওয়ার্ডের বুড়োশিবতলা এলাকায় একটি তৃণমূলের পার্টি অফিসে আচমকাই একদল দুষ্কৃতী হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। সেই সময় পার্টি অফিসে দুজন তৃণমূল কর্মী বসেছিল। তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। এই দুষ্কৃতীরা বিজেপি আশ্রিত দুষ্কৃতী বলে অভিযোগ তৃণমূলের। তৃণমূলের আরও অভিযোগ নৈহাটি পৌরসভার আস্থা ভোটের আগে বিজেপি পরিকল্পিতভাবে নৈহাটি এলাকায় সন্ত্রাস সৃষ্টি করে আতঙ্কের পরিবেশ তৈরি করছে। তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর এর খবর পেয়ে নৈহাটি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে ধরে ফেলে। তাকে ধরে থানায় নিয়ে যাওয়া হলে সেখানে বিজেপি কর্মীরা উপস্থিত হয়।এদিকে দলীয় পার্টি অফিস ভাঙচুর এর অভিযোগ জানাতে তৃণমূল কর্মীরা থানায় গেলে সেখানেই সৌমেন সরকার নামে এক বিজেপি কর্মীকে পুলিশের সামনেই তৃণমূল কর্মীরা মারধর করে বলে অভিযোগ। সৌমেন এই মূহুর্তে গুরুতর জখম অবস্থায় নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তৃণমূল ও বিজেপি দু'পক্ষই নৈহাটি থানায় অভিযোগ দায়ের করেছে। সব মিলিয়ে নৈহাটি পৌরসভার আস্থা ভোটের আগে যথেষ্টই উত্তপ্ত হয়ে উঠল গোটা এলাকা এলাকা।Conclusion:
Last Updated : Oct 1, 2019, 6:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.