ETV Bharat / state

Child Molestation in Baranagar : খোদ পুলিশ আবাসনে নাবালিকাকে যৌন নিগ্রহ রাজমিস্ত্রির !

বৃহস্পতিবার বিকেলে আবাসনের অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলতে বেরিয়েছিল মেয়ে ৷ তখনই আবাসনে কর্মরত এক রাজমিস্ত্রি তাদের মেয়েকে যৌন নিগ্রহ করে (ten years girl get molest by a mason in Baranagar police quarters) ৷ এমনটাই অভিযোগ পরিবারের ৷

Child Molestation in Baranagar
খোদ পুলিশ আবাসনেই যৌন নিগ্রহের শিকার নাবালিকা
author img

By

Published : Dec 24, 2021, 9:13 AM IST

বরানগর, 24 ডিসেম্বর : পুলিশ আবাসনে যৌন নিগ্রহের শিকার নাবালিকা ৷ বরানগর নোয়াপাড়া পুলিশ স্টেশনে 10 বছরের এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল সেখানে কর্মরত এক রাজমিস্ত্রির বিরুদ্ধে ৷ পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে আবাসনের অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলতে বেরিয়েছিল মেয়েটি ৷ তখনই আবাসনে কর্মরত এক রাজমিস্ত্রি তাঁদের মেয়েকে যৌন নিগ্রহ করে (ten years girl get molest by a mason in Baranagar police quarters) ৷

ওই নাবালিকার মা জানান, বিকেলে পুলিশ কোয়ার্টারে অন্যান্য বাচ্চার সঙ্গে খেলতে বেরিয়েছিল মেয়ে ৷ সন্ধে হয়ে গেলেও ঘরে না ফেরায় উদ্বেগ বাড়ে দিদার ৷ সেইসময় বাড়িতে ছিলেন না নাবালিকার মা ৷ ফোনে তিনি বিষয়টি জানেন ৷ বেশ কিছুক্ষণ অপেক্ষার পর কাঁদতে-কাঁদতে এসে দিদাকে রাজমিস্ত্রির কুকীর্তির কথা জানায় ওই নাবালিকা ৷ এরপরই আবাসনের অন্যান্য় বাসিন্দা ও নাবালিকার মা-বাবা অভিযোগ দায়ের করেন বরানগর থানায়।

আরও পড়ুন : Sexual Harassment: বাংলা থেকে মুম্বইয়ে মডেলিং করতে গিয়ে লালসার শিকার কিশোরী !

অভিযুক্ত রাজমিস্ত্রির নাম সন্তু মল্লিক ৷ অভিযোগ, পুলিশ আবাসনে নতুন বিল্ডিং তৈরির কাজে নিযুক্ত সন্তু মল্লিক ওই নাবালিকাকে নির্মীয়মান বিল্ডিংয়ের ছাদে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করে । খোদ পুলিশ কোয়ার্টারে এমন অসামাজিক ঘটনায় হতবাক আবাসনের বাসিন্দারা ৷

বরানগর, 24 ডিসেম্বর : পুলিশ আবাসনে যৌন নিগ্রহের শিকার নাবালিকা ৷ বরানগর নোয়াপাড়া পুলিশ স্টেশনে 10 বছরের এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল সেখানে কর্মরত এক রাজমিস্ত্রির বিরুদ্ধে ৷ পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে আবাসনের অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলতে বেরিয়েছিল মেয়েটি ৷ তখনই আবাসনে কর্মরত এক রাজমিস্ত্রি তাঁদের মেয়েকে যৌন নিগ্রহ করে (ten years girl get molest by a mason in Baranagar police quarters) ৷

ওই নাবালিকার মা জানান, বিকেলে পুলিশ কোয়ার্টারে অন্যান্য বাচ্চার সঙ্গে খেলতে বেরিয়েছিল মেয়ে ৷ সন্ধে হয়ে গেলেও ঘরে না ফেরায় উদ্বেগ বাড়ে দিদার ৷ সেইসময় বাড়িতে ছিলেন না নাবালিকার মা ৷ ফোনে তিনি বিষয়টি জানেন ৷ বেশ কিছুক্ষণ অপেক্ষার পর কাঁদতে-কাঁদতে এসে দিদাকে রাজমিস্ত্রির কুকীর্তির কথা জানায় ওই নাবালিকা ৷ এরপরই আবাসনের অন্যান্য় বাসিন্দা ও নাবালিকার মা-বাবা অভিযোগ দায়ের করেন বরানগর থানায়।

আরও পড়ুন : Sexual Harassment: বাংলা থেকে মুম্বইয়ে মডেলিং করতে গিয়ে লালসার শিকার কিশোরী !

অভিযুক্ত রাজমিস্ত্রির নাম সন্তু মল্লিক ৷ অভিযোগ, পুলিশ আবাসনে নতুন বিল্ডিং তৈরির কাজে নিযুক্ত সন্তু মল্লিক ওই নাবালিকাকে নির্মীয়মান বিল্ডিংয়ের ছাদে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করে । খোদ পুলিশ কোয়ার্টারে এমন অসামাজিক ঘটনায় হতবাক আবাসনের বাসিন্দারা ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.