স্বরূপনগর, 30 মে : মদ খাইয়ে বেঁহুশ করে কিশোরীকে ধর্ষণ । অভিযোগ পিসেমশাইয়ের বিরুদ্ধে । অভিযুক্তের নাম কালিদাস মণ্ডল (30)। বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার আমুদিয়া সীমান্তের ঘটনা । ঘটনার বিষয়ে স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, 16 মে পাশের গ্রামে কালীপুজো উপলক্ষ্যে পিসির বাড়ি গিয়েছিল কিশোরী । সে ক্লাস সেভেনের ছাত্রী । ওই দিনই ভোররাতে কিশোরীকে তার পিসেমশাই ছাদের উপরে নিয়ে যায় । সেইসময় তাকে ঠান্ডা পানীয়ের সাথে মদ মিশিয়ে খাওয়ানো হয় বলে অভিযোগ । ভয়ে কিশোরী প্রথমে কাউকে কিছু না বললেও, রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় বাড়িতে ঘটনার কথা জানিয়ে দেয় । এরপরই গতরাতে কিশোরীর বাবা স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করে । আর তারপর থেকেই অভিযুক্ত পলাতক ।
পুলিশ সূত্রে জানা গেছে, বসিরহাট মহকুমা আদালতের ম্যাজিস্ট্রেট কিশোরীর কাছ থেকে গোপন জবানবন্দী নেয় ।