হাড়োয়া, 23 জুন : মায়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলেছিল কিশোরী। প্রতিবাদও করেছিল। পরিণামে মায়ের প্রেমিকের দ্বারা ধর্ষণের শিকার হতে হল কিশোরীকে। এমনই অভিযোগ উঠেছে উত্তর 24 পরগনার হাড়োয়া থানা এলাকায়। অভিযুক্ত যুবক ও মহিলাকে পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা কিশোরীর বাবা কর্মসূত্রে কলকাতায় থাকেন। সেই সুযোগে পাড়ার এক যুবকের সঙ্গে নির্যাতিতার মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্রে ওই বাড়িতে যুবকের যাতায়াত শুরু হয়।
ওই যুবকের সঙ্গে মায়ের সম্পর্কের কথা জেনে যায় কিশোরী। মায়ের সঙ্গে ওই যুবকের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি মোবাইল ফোনে তুলে রাখে। তারপর একদিন মা ও তাঁর প্রেমিককে ভর্ৎসনা করে। বাবাকেও মায়ের কুকীর্তির ভিডিয়ো দেখিয়ে দেয়। কিশোরীর বাবা ওই যুবককে তাঁদের বাড়িতে আসতে নিষেধ করে দেন। কিন্তু তিনি কলকাতায় কর্মস্থলে চলে যাওয়ায় আবার বাড়িতে আসা-যাওয়া শুরু হয় ওই যুবকের। কিশোরী তখনও প্রতিবাদ করে।
অভিযোগ, এরপর মহিলার সহযোগিতায় অভিযুক্ত যুবক ওই কিশোরীকে ধর্ষণ করে। এই ঘটনায় রবিবার বাবাকে নিয়ে ওই কিশোরী হাড়োয়া থানায় মায়ের প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে। পুলিশ কিশোরীর মা ও তার প্রেমিককে গ্রেপ্তার করেছে।