ETV Bharat / state

Suvendu Adhikari: 'মদ আর লটারি বিক্রি ছাড়া গতি নেই সরকারের', কটাক্ষ শুভেন্দুর - CM Mamata Banerjee

এবার মন্দির নির্মাণ নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ সাধলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ আর তা করতে গিয়ে বিরোধী দলনেতা উত্তরপ্রদেশের সঙ্গে তুলনা করলেন বাংলার ৷ ঋণ চাওয়ার ব্যাপারেও সরকারকে একহাত নেন তিনি ৷

Suvendu Adhikari slams TMC govt from Chhath Puja Programme
Suvendu Adhikari slams TMC govt from Chhath Puja Programme
author img

By

Published : Oct 30, 2022, 10:55 AM IST

সোদপুর, 30 অক্টোবর: শনিবার সোদপুরে ছট পুজোর উপহার বিতরণী অনুষ্ঠানে (Chhath Puja Programme) যোগ দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Opposition Leader Suvendu Adhikari) । এ দিন এখান থেকেই রাজ্য সরকারকে একহাত নিলেন তিনি ৷ মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় শুভেন্দু বলেন, "সনাতনী হিন্দুদের শেষ আশ্রয় ভারতবর্ষের ভূমি । তাকে রক্ষা করার জন্যই প্রধানমন্ত্রী সরকারি অর্থ ছাড়াই রাম মন্দির স্থাপন করছেন ৷ এই টাকা সারা পৃথিবীর সনাতনী হিন্দুরা দিচ্ছেন । আর এ রাজ্যে কিছু ভেজাল হিন্দু রয়েছে ৷ সরকারি টাকায় মন্দির নির্মাণ করছেন দিঘায় ।"

রিজার্ভ ব্যাংকের কাছে রাজ্য সরকার 10 হাজার কোটি টাকা ঋণের আবেদন করেছে, সেবিষয়ে এদিন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তরফে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি স্বভাবতই মমতা সরকারকে বিঁধতে ছাড়েন না ৷ শুভেন্দু বলেন, "এটা ভিখারি সরকার ৷ মুখ্যসচিব ভিডিয়ো কনফারেন্স করে মিথ্যা কথা বলেছেন ৷ এই সরকার সস্পূর্ণ দেউলিয়া হয়ে গিয়েছে ৷ সরকারের মদ আর লটারি বেচা ছাড়া গতি নেই ৷ পাশের রাজ্যগুলি যেমন ওড়িশাকে দেখে এদের কিছু শেখা উচিত ৷"

সোদপুরে ছট পুজোর উপহার বিতরণী অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী

আরও পড়ুন: ঋণের বোঝায় বিধ্বস্ত বাংলা, হিসেব কষে বোঝালেন শুভেন্দু

তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (CM Mamata Banerjee) আক্রমণ করেন এদিন ৷ বিরোধী দলনেতা বলেন, "আজকে পশ্চিমবাংলায় যা অবস্থা তাতে এখান থেকে বেরিয়ে আসতে আমার বক্তৃতা শুনলে হবে না । আমার মতো সাহস নিয়ে বেরিয়ে আসতে হবে । আমি চোরেদের মন্ত্রিসভা ত্যাগ করে যদি চোরেদের রানীকে ভোটে হারাতে পারি তাহলে এই তোষণ ও তুষ্টিকরণের বিরুদ্ধে আপনাদেরও এগিয়ে আসতে হবে ।"

সোদপুর, 30 অক্টোবর: শনিবার সোদপুরে ছট পুজোর উপহার বিতরণী অনুষ্ঠানে (Chhath Puja Programme) যোগ দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Opposition Leader Suvendu Adhikari) । এ দিন এখান থেকেই রাজ্য সরকারকে একহাত নিলেন তিনি ৷ মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় শুভেন্দু বলেন, "সনাতনী হিন্দুদের শেষ আশ্রয় ভারতবর্ষের ভূমি । তাকে রক্ষা করার জন্যই প্রধানমন্ত্রী সরকারি অর্থ ছাড়াই রাম মন্দির স্থাপন করছেন ৷ এই টাকা সারা পৃথিবীর সনাতনী হিন্দুরা দিচ্ছেন । আর এ রাজ্যে কিছু ভেজাল হিন্দু রয়েছে ৷ সরকারি টাকায় মন্দির নির্মাণ করছেন দিঘায় ।"

রিজার্ভ ব্যাংকের কাছে রাজ্য সরকার 10 হাজার কোটি টাকা ঋণের আবেদন করেছে, সেবিষয়ে এদিন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তরফে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি স্বভাবতই মমতা সরকারকে বিঁধতে ছাড়েন না ৷ শুভেন্দু বলেন, "এটা ভিখারি সরকার ৷ মুখ্যসচিব ভিডিয়ো কনফারেন্স করে মিথ্যা কথা বলেছেন ৷ এই সরকার সস্পূর্ণ দেউলিয়া হয়ে গিয়েছে ৷ সরকারের মদ আর লটারি বেচা ছাড়া গতি নেই ৷ পাশের রাজ্যগুলি যেমন ওড়িশাকে দেখে এদের কিছু শেখা উচিত ৷"

সোদপুরে ছট পুজোর উপহার বিতরণী অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী

আরও পড়ুন: ঋণের বোঝায় বিধ্বস্ত বাংলা, হিসেব কষে বোঝালেন শুভেন্দু

তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (CM Mamata Banerjee) আক্রমণ করেন এদিন ৷ বিরোধী দলনেতা বলেন, "আজকে পশ্চিমবাংলায় যা অবস্থা তাতে এখান থেকে বেরিয়ে আসতে আমার বক্তৃতা শুনলে হবে না । আমার মতো সাহস নিয়ে বেরিয়ে আসতে হবে । আমি চোরেদের মন্ত্রিসভা ত্যাগ করে যদি চোরেদের রানীকে ভোটে হারাতে পারি তাহলে এই তোষণ ও তুষ্টিকরণের বিরুদ্ধে আপনাদেরও এগিয়ে আসতে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.