ETV Bharat / state

Suvendu Slams Alo Rani : আলোরানি সরকার বিধায়ক হয়ে গেলে খালেদা জিয়ার হয়ে প্রচার করতেন, মন্তব্য় শুভেন্দুর - Suvendu comments on Alo Rani Sarkar

আলোরানি সরকার বিধানসভা ভোটে জিতে গেলে এখানে একবার মমতা বন্দ্য়ােপাধ্যায়কে সমর্থন করতেন । বাংলাদেশে গিয়ে আবার খালেদা জিয়ার হয়ে প্রচার করতেন । এমনটাই মন্তব্য় করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu comments on Alo Rani Sarkar)।

Suvendu Adhikari news
আলোরানি সরকার প্রসঙ্গে বারাসতে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু
author img

By

Published : May 22, 2022, 8:57 AM IST

বারাসত, 22 মে : "আলোরানি সরকার একজন বাংলাদেশি ভোটার । তা সত্ত্বেও তাঁকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস । তৃণমূলের টিকিটে প্রার্থী হয়ে বিধানসভা ভোটে যদি উনি কোনওভাবে জিতে যেতেন তাহলে কী অবস্থা হত একবার ভাবুন । বিধায়ক হয়ে এখানে একবার মমতা বন্দ্য়ােপাধ্যায়কে সমর্থন করতেন । বাংলাদেশে গিয়ে আবার খালেদা জিয়ার হয়ে প্রচার করতেন ।" তৃণমূল নেত্রী আলো রানি সরকারের বাংলাদেশের নাগরিক হওয়া হাইকোর্টের নির্দেশ প্রসঙ্গে এমনই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu comments on Alo Rani Sarkar)।

শনিবার রাতে বারাসতে জেলা বিজেপির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, "আসলে মমতা বন্দ্য়ােপাধ্যায় ও তাঁর সহযোগীরা পশ্চিমবঙ্গকে বাংলাদেশ-2 বানাতে চাইছে । যে কারণে বঙ্গবন্ধু মুজিবর রহমান হত্যায় ফাঁসির সাজাপ্রাপ্ত আসামিদের কেউ কোয়াক ডাক্তার সেজে গোবরডাঙায় লুকিয়ে থাকে । আবার তাদের একজন মাজেদ মাস্টার পার্কসার্কাসে লুকিয়ে থাকে । পরে এনআইএ তাকে ধরে বাংলাদেশে ফাঁসিতে ঝোলায় । এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা । ফলে বাংলার ডেমোগ্রাফি পরিবর্তন হচ্ছে । অনুপ্রবেশের জেরে বাংলার আর্থ-সামাজিক কাঠামো নষ্ট হচ্ছে । এই বিপুল সংখ্যক অনুপ্রবেশকারীদের বাংলায় একসময় সিপিএম লালন পালন করেছে । এখন তৃণমূল কংগ্রেস তার পরিপূর্ণতা দিয়েছে ৷"

আলোরানি সরকার প্রসঙ্গে বারাসতে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু

আরও পড়ুন : দুর্নীতির মূলে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, রাজভবনে বিস্ফােরক শুভেন্দু অধিকারী

এই প্রসঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইন চালু করার দাবি জানান শুভেন্দু অধিকারী । তিনি বলেন, "সিএ ও এনআরসি নিয়ে মমতার সরকার তাদের অবস্থান স্পষ্ট করুক ৷" 2016 সালে আলো রানি সরকার বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে শুভেন্দু বলেন, "উনি যখন বিজেপির হয়ে নির্বাচনে লড়েছিলেন, তখন বাংলাদেশের ভোটার হননি । তারপর হয়েছেন ৷" খড়দার উপনির্বাচনে বাংলাদেশি ভোটাররা ভোট দিয়েছে বলেও অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা ।

এদিকে আলোরানি সরকারের বাংলাদেশের ভোটার হওয়া নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার । তাঁর কথায়, "জামাতে ইসলামি সংগঠনের সঙ্গে যোগ রয়েছে তৃণমূল নেত্রী আলোরানি সরকারের । বিএনপির এক প্রভাবশালী নেতার হয়ে কাজ করতেন তিনি । আমাদের আশঙ্কা উনি ভারতের গোপন তথ্য বাংলাদেশের জঙ্গি সংগঠনের কাছে ফাঁস করে থাকতে পারতেন । ওঁর বিরুদ্ধে আইনি লড়াই জারি থাকবে আমার ৷"

আলোরানি সরকার এবং তাঁর পরিবারের সকলে যে বাংলাদেশের নাগরিক, তার স্বপক্ষে এদিন তথ্য প্রমানও তুলে ধরেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ।

বারাসত, 22 মে : "আলোরানি সরকার একজন বাংলাদেশি ভোটার । তা সত্ত্বেও তাঁকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস । তৃণমূলের টিকিটে প্রার্থী হয়ে বিধানসভা ভোটে যদি উনি কোনওভাবে জিতে যেতেন তাহলে কী অবস্থা হত একবার ভাবুন । বিধায়ক হয়ে এখানে একবার মমতা বন্দ্য়ােপাধ্যায়কে সমর্থন করতেন । বাংলাদেশে গিয়ে আবার খালেদা জিয়ার হয়ে প্রচার করতেন ।" তৃণমূল নেত্রী আলো রানি সরকারের বাংলাদেশের নাগরিক হওয়া হাইকোর্টের নির্দেশ প্রসঙ্গে এমনই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu comments on Alo Rani Sarkar)।

শনিবার রাতে বারাসতে জেলা বিজেপির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, "আসলে মমতা বন্দ্য়ােপাধ্যায় ও তাঁর সহযোগীরা পশ্চিমবঙ্গকে বাংলাদেশ-2 বানাতে চাইছে । যে কারণে বঙ্গবন্ধু মুজিবর রহমান হত্যায় ফাঁসির সাজাপ্রাপ্ত আসামিদের কেউ কোয়াক ডাক্তার সেজে গোবরডাঙায় লুকিয়ে থাকে । আবার তাদের একজন মাজেদ মাস্টার পার্কসার্কাসে লুকিয়ে থাকে । পরে এনআইএ তাকে ধরে বাংলাদেশে ফাঁসিতে ঝোলায় । এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা । ফলে বাংলার ডেমোগ্রাফি পরিবর্তন হচ্ছে । অনুপ্রবেশের জেরে বাংলার আর্থ-সামাজিক কাঠামো নষ্ট হচ্ছে । এই বিপুল সংখ্যক অনুপ্রবেশকারীদের বাংলায় একসময় সিপিএম লালন পালন করেছে । এখন তৃণমূল কংগ্রেস তার পরিপূর্ণতা দিয়েছে ৷"

আলোরানি সরকার প্রসঙ্গে বারাসতে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু

আরও পড়ুন : দুর্নীতির মূলে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, রাজভবনে বিস্ফােরক শুভেন্দু অধিকারী

এই প্রসঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইন চালু করার দাবি জানান শুভেন্দু অধিকারী । তিনি বলেন, "সিএ ও এনআরসি নিয়ে মমতার সরকার তাদের অবস্থান স্পষ্ট করুক ৷" 2016 সালে আলো রানি সরকার বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে শুভেন্দু বলেন, "উনি যখন বিজেপির হয়ে নির্বাচনে লড়েছিলেন, তখন বাংলাদেশের ভোটার হননি । তারপর হয়েছেন ৷" খড়দার উপনির্বাচনে বাংলাদেশি ভোটাররা ভোট দিয়েছে বলেও অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা ।

এদিকে আলোরানি সরকারের বাংলাদেশের ভোটার হওয়া নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার । তাঁর কথায়, "জামাতে ইসলামি সংগঠনের সঙ্গে যোগ রয়েছে তৃণমূল নেত্রী আলোরানি সরকারের । বিএনপির এক প্রভাবশালী নেতার হয়ে কাজ করতেন তিনি । আমাদের আশঙ্কা উনি ভারতের গোপন তথ্য বাংলাদেশের জঙ্গি সংগঠনের কাছে ফাঁস করে থাকতে পারতেন । ওঁর বিরুদ্ধে আইনি লড়াই জারি থাকবে আমার ৷"

আলোরানি সরকার এবং তাঁর পরিবারের সকলে যে বাংলাদেশের নাগরিক, তার স্বপক্ষে এদিন তথ্য প্রমানও তুলে ধরেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.