ETV Bharat / state

Suvendu Adhikari: 'বাংলার পরিত্রাণ দরকার, নো ভোট টু মমতা'; কৌস্তভকে পাশে নিয়ে বললেন শুভেন্দু

সোমবার বিজেপি নেতা সন্ময় বন্দোপাধ্যায়ের বাড়ির পুজোতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী ৷ সেখানে তাঁরা তৃণমূলের বিরুদ্ধে সরব হন ৷

ETV Bharat
শুভেন্দু অধিকারী ও কৌস্তভ বাগচী
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 23, 2023, 11:06 PM IST

শুভেন্দু অধিকারী ও কৌস্তভ বাগচীর বক্তব্য

ব‍্যারাকপুর, 23 অক্টোবর: "বাংলার পরিত্রাণ দরকার । নো-ভোট টু মমতা । এইক্ষেত্রে আমরা সকলেই এক ৷" কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর হাতে হাত রেখে এভাবেই রাজ্যের তৃণমূল সরকার পরিবর্তনের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পরিবর্তন করতে সোমবার সমস্ত বিরোধী শক্তিকে ঝাঁপিয়ে পড়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

নবমীর বিকেলে উত্তর 24 পরগনার পানিহাটিতে বিজেপি নেতা সন্ময় বন্দোপাধ্যায়ের বাড়ির পুজোতে সামিল হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আশ্চর্যজনকভাবে ঠিক একই সময়ে সন্ময়ের বাড়িতে হাজির হন কংগ্রেসে নেতা কৌস্তভ বাগচীও । দুই নেতার মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয় সেখানে । ফলে জল্পনা বেড়েছে কৌস্তভের বিজেপিতে যাওয়া নিয়ে । যদিও এনিয়ে সংবাদমাধ্যমে বিরোধী দলনেতা খোলসা করে কিছু না বললেও কৌস্তভ বাগচীর প্রশংসা করেছেন শুভেন্দু । তিনি বলেন,"ও (কৌস্তভ)-র যথেষ্ট বুদ্ধি রয়েছে । ও নিজের সিদ্ধান্ত নিজেই নেওয়ার ক্ষমতা রাখে । তাই এই নিয়ে ওকে কিছু বোঝানোর দরকার নেই । তবে, একটা লক্ষ্য থাকে তো সকলের ! তার জন্য সঠিক প্ল্যাটফর্মের প্রয়োজন হয় । পিসি-ভাইপোকে সরাতেই হবে । এনিয়ে কারোও কোনও দ্বিমত নেই । যেখানেই যে প্ল্যাটফর্মে থাকুক, সেখানে সেই প্ল্যাটফর্মে থেকে সে যেন লড়াই করে। নো-ভোট টু মমতা । এটা সকলেই চাই । এছাড়া আর কোনও বিকল্প নেই ৷

এই বিষয়ে বলতে গিয়ে এদিন সিপিএম এবং কংগ্রেসের প্রসঙ্গও টেনে এনেছেন রাজ‍্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তাঁর কথায়,"সিপিএম যখন সরকারে ছিল তখন দিল্লির কংগ্রেস নেতারা না চাইলেও বাংলার নেতারা কিন্তু চেয়েছিলেন রাজ‍্য সরকারের ক্ষমতা থেকে হটুক সিপিএম । গনিখান চৌধুরীও তাই চেয়েছিলেন । দিল্লির কংগ্রেস নেতারা সিপিএমকে সরাতে যখন কোনও কিছু করল না তখন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দল গঠন করে সিপিএমের বিরুদ্ধে লড়াই শুরু করলেন সরকার পরিবর্তন করতে । আমরাও সামিল হলাম তাতে । তখন আমাদেরও মনে হয়েছে এটাই সরকার পরিবর্তন করার সঠিক প্ল্যাটফর্ম । এখন যা অবস্থা তাতে পিসি-ভাইপোকে সরাতেই হবে । তাই সঠিক প্ল্যাটফর্মের সংজ্ঞা কী, তা সঠিক সময়েই উপলব্ধি করা যাবে ।"

আরও পডুন: মণ্ডপে বেআইনি বিদ্যুৎ সংযোগ! কয়েক লক্ষ টাকার জরিমানা বিদ্যুৎ পর্ষদের

এদিকে, বিজেপি নেতা সজল দে-র সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর ভিড় নিয়ন্ত্রিত করার যে তৎপরতা চোখে পড়েছে পুলিশের মধ্যে তাতে কোনও অন‍্যায় দেখছেন না শুভেন্দু অধিকারী । বরং পুলিশের এই তৎপরতার প্রশংসা করেছেন বিরোধী দলনেতা । তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে কটাক্ষ করে শুভেন্দু বলেন,"মা কালীকে অপমান করলে কী হয়, তা এক বছরের মধ্যেই টের পাচ্ছেন উনি (মহুয়া) । অপমান করল কি হয় তা দেখতেই পারছেন । এই ভূমি স্বামী বিবেকানন্দ, মা দুর্গা এবং মা কালীর। সেখানে মানুষের আবেগ তো থাকবেই ৷ "

অন‍্যদিকে, গেরুয়া শিবিরে যোগ দেওয়ার বিষয়টি এদিন প্রত্যাখ্যান করলেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করতে দেখা দিয়েছে কংগ্রেসের আইনজীবী নেতা কৌস্তভ বাগচিকে । পশ্চিমবঙ্গে বিকল্প রাজনীতির প্রয়োজন রয়েছে বলেও মনে করেন তিনি ।

শুভেন্দু অধিকারী ও কৌস্তভ বাগচীর বক্তব্য

ব‍্যারাকপুর, 23 অক্টোবর: "বাংলার পরিত্রাণ দরকার । নো-ভোট টু মমতা । এইক্ষেত্রে আমরা সকলেই এক ৷" কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর হাতে হাত রেখে এভাবেই রাজ্যের তৃণমূল সরকার পরিবর্তনের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পরিবর্তন করতে সোমবার সমস্ত বিরোধী শক্তিকে ঝাঁপিয়ে পড়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

নবমীর বিকেলে উত্তর 24 পরগনার পানিহাটিতে বিজেপি নেতা সন্ময় বন্দোপাধ্যায়ের বাড়ির পুজোতে সামিল হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আশ্চর্যজনকভাবে ঠিক একই সময়ে সন্ময়ের বাড়িতে হাজির হন কংগ্রেসে নেতা কৌস্তভ বাগচীও । দুই নেতার মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয় সেখানে । ফলে জল্পনা বেড়েছে কৌস্তভের বিজেপিতে যাওয়া নিয়ে । যদিও এনিয়ে সংবাদমাধ্যমে বিরোধী দলনেতা খোলসা করে কিছু না বললেও কৌস্তভ বাগচীর প্রশংসা করেছেন শুভেন্দু । তিনি বলেন,"ও (কৌস্তভ)-র যথেষ্ট বুদ্ধি রয়েছে । ও নিজের সিদ্ধান্ত নিজেই নেওয়ার ক্ষমতা রাখে । তাই এই নিয়ে ওকে কিছু বোঝানোর দরকার নেই । তবে, একটা লক্ষ্য থাকে তো সকলের ! তার জন্য সঠিক প্ল্যাটফর্মের প্রয়োজন হয় । পিসি-ভাইপোকে সরাতেই হবে । এনিয়ে কারোও কোনও দ্বিমত নেই । যেখানেই যে প্ল্যাটফর্মে থাকুক, সেখানে সেই প্ল্যাটফর্মে থেকে সে যেন লড়াই করে। নো-ভোট টু মমতা । এটা সকলেই চাই । এছাড়া আর কোনও বিকল্প নেই ৷

এই বিষয়ে বলতে গিয়ে এদিন সিপিএম এবং কংগ্রেসের প্রসঙ্গও টেনে এনেছেন রাজ‍্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তাঁর কথায়,"সিপিএম যখন সরকারে ছিল তখন দিল্লির কংগ্রেস নেতারা না চাইলেও বাংলার নেতারা কিন্তু চেয়েছিলেন রাজ‍্য সরকারের ক্ষমতা থেকে হটুক সিপিএম । গনিখান চৌধুরীও তাই চেয়েছিলেন । দিল্লির কংগ্রেস নেতারা সিপিএমকে সরাতে যখন কোনও কিছু করল না তখন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দল গঠন করে সিপিএমের বিরুদ্ধে লড়াই শুরু করলেন সরকার পরিবর্তন করতে । আমরাও সামিল হলাম তাতে । তখন আমাদেরও মনে হয়েছে এটাই সরকার পরিবর্তন করার সঠিক প্ল্যাটফর্ম । এখন যা অবস্থা তাতে পিসি-ভাইপোকে সরাতেই হবে । তাই সঠিক প্ল্যাটফর্মের সংজ্ঞা কী, তা সঠিক সময়েই উপলব্ধি করা যাবে ।"

আরও পডুন: মণ্ডপে বেআইনি বিদ্যুৎ সংযোগ! কয়েক লক্ষ টাকার জরিমানা বিদ্যুৎ পর্ষদের

এদিকে, বিজেপি নেতা সজল দে-র সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর ভিড় নিয়ন্ত্রিত করার যে তৎপরতা চোখে পড়েছে পুলিশের মধ্যে তাতে কোনও অন‍্যায় দেখছেন না শুভেন্দু অধিকারী । বরং পুলিশের এই তৎপরতার প্রশংসা করেছেন বিরোধী দলনেতা । তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে কটাক্ষ করে শুভেন্দু বলেন,"মা কালীকে অপমান করলে কী হয়, তা এক বছরের মধ্যেই টের পাচ্ছেন উনি (মহুয়া) । অপমান করল কি হয় তা দেখতেই পারছেন । এই ভূমি স্বামী বিবেকানন্দ, মা দুর্গা এবং মা কালীর। সেখানে মানুষের আবেগ তো থাকবেই ৷ "

অন‍্যদিকে, গেরুয়া শিবিরে যোগ দেওয়ার বিষয়টি এদিন প্রত্যাখ্যান করলেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করতে দেখা দিয়েছে কংগ্রেসের আইনজীবী নেতা কৌস্তভ বাগচিকে । পশ্চিমবঙ্গে বিকল্প রাজনীতির প্রয়োজন রয়েছে বলেও মনে করেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.