বারাসত, 7 জুলাই : BJP-র আয়োজিত রক্তদান শিবির । মঞ্চের অতিথি আসনে দত্তপুকুরের IC মানস সরকার । সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল । মানসবাবুকে সাসপেন্ড করা হয়েছে । রাজনৈতিক মহলের একাংশের ধারণা BJP-র রক্তদান শিবিরে যোগ দেওয়ার জন্যই তাঁকে সাসপেন্ড করা হয়েছে ।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে দত্তপুকুর স্টেশনে রক্তদান শিবিরের আয়োজন করেছিল স্থানীয় BJP নেতৃত্ব । সেই রক্তদান শিবিরে আমন্ত্রণ জানান হয়েছিল দত্তপুকুর থানার IC মানস সরকারকে । শিবিরে হাজির হন মানসবাবু । প্রথমে মঞ্চে উঠতে তিনি রাজি না হলেও পরে আয়োজকদের কথায় মঞ্চে উঠতে বাধ্য হন ।
বারাসত পুলিশ সুপার সি সুধাকর এ বিষয়ে বলেন,"নবান্ন থেকে সাসপেন্ড করা হয়েছে দত্তপুকুর থানার IC মানস সরকারকে ।" তবে কী কারণে বা কতদিনের জন্য তাঁকে সাসপেন্ড করা হয়েছে, সে বিষয়ে অবশ্য মুখ খুলতে চাননি তিনি ।
ইতিমধ্যেই বিষয়টি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা । স্থানীয় BJP নেতা হেমন্ত সামন্তের অভিযোগ, "BJP-র রক্তদান শিবিরে আসার কারণেই সাসপেন্ড করা হয়েছে IC কে । উনি যদি শাসকদলের কোনও অনুষ্ঠানে যেতেন, তাহলে হয়তো এভাবে সাসপেন্ড করা হত না ।" এ নিয়ে অবশ্য শাসকদলের কোনও প্রতিক্রিয়া মেলেনি ।