ETV Bharat / sports

ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর বাংলা ! গতির অস্ত্রে কর্ণাটক ‘বধ’ করতে চান অনুস্টুপরা - BENGAL CRICKET

বৃষ্টি-বিঘ্নিত হলেও গত তিন ম্যাচে বাংলার ব্যাটারদের পারফরম্যান্স আশাব্যঞ্জক । তবে শুধু ব্যাটার নয়, কর্ণাটক ম্যাচ জিততে বাংলার অস্ত্র ঈশান পোড়েল, সুরজ জয়সওয়ালদের গতি ৷

Bengal Cricket Team in Ranji Trophy 2024 25
ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর বাংলা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 6, 2024, 10:15 AM IST

কলকাতা, 6 নভেম্বর: বৃষ্টি বিঘ্নিত বিহার, কেরল ম্যাচ অতীত । নতুনভাবে রঞ্জি ট্রফি অভিযান শুরু করতে চাইছে বাংলা । বুধবার ‘অনুস্টুপ মজুমদার অ্যাণ্ড কোং’য়ের প্রতিপক্ষ কর্ণাটক । সাম্প্রতিক অতীতে যেসব দলের বিরুদ্ধে বাংলার দাপুটে পারফরম্যান্স রয়েছে সেই তালিকায় কর্ণাটক রয়েছে । 2020 সালে ইডেনে কর্ণাটককে হারিয়ে রঞ্জি ফাইনালে উঠেছিল বাংলা ।

কোচ লক্ষ্মীরতন শুক্লা অবশ্য পুরনো হিসেব-নিকেশে চোখ রাখার চেয়ে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে অঙ্ক কষতে চাইছেন । কাঁধের চোটের সমস্যায় এই ম্যাচে নেই মহম্মদ কাইফ । তার বদলে দলে আসছেন ঋষভ বিবেক । কর্ণাটকের বিরুদ্ধে পেস আক্রমণে ভর দিয়ে পয়েন্টের খোঁজে নামার কথা বলছেন হেডস্যর । পিচে ঘাস থাকায় ঈশান পোড়েল, সুরজ সিন্ধু জয়সওয়ালদের দিয়েই প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলতে চায় বাংলা ।

“আমরা দল হিসেবে কর্ণাটকের বিরুদ্ধে সেরাটা দিতে তৈরি । দলের ছেলেরা সকলেই আত্মবিশ্বাসী । ভালো ম্যাচ হবে ৷” বলছেন কোচ লক্ষ্মীরতন । চলতি মরশুমে গত দু’টো ম্যাচেই অভিমন্যু ঈশ্বরণ, মুকেশ কুমার, আকাশ দীপ এবং অভিষেক পোড়েলকে পায়নি বাংলা । তাঁদের অনুপস্থিতি নতুনদের মেলে ধরার সুযোগ হিসেবেই দেখছেন লক্ষ্মীরতন । গত তিন ম্যাচ থেকে পাঁচ পয়েন্ট পেয়েছে বাংলা । বৃষ্টি কাঁটা বাংলার নিশ্চিত বড় পয়েন্টের আশায় জল ঢেলেছে । তবে বৃষ্টি বিঘ্নিত হলেও গত তিন ম্যাচে বাংলার ব্যাটারদের পারফরম্যান্স আশাব্যঞ্জক ।

সুদীপ চট্টোপাধ্যায়, সুদীপ ঘরামিরা রানের মধ্যে রয়েছেন । অভিমন্যু ঈশ্বরণের জায়গায় সুযোগ পাওয়া শুভম দে কেরলের বিরুদ্ধে রান পেয়েছেন । ছন্দে ফেরার ইঙ্গিত অধিনায়ক অনুস্টুপ মজুমদারের ব্যাটে । সব মিলিয়ে সমস্যা, প্রতিকুলতা সরিয়ে বাংলা ঘুরে দাঁড়াতে কর্ণাটক ম্যাচকেই চাঁদমারি করছে ।

আরও পড়ুন:

কলকাতা, 6 নভেম্বর: বৃষ্টি বিঘ্নিত বিহার, কেরল ম্যাচ অতীত । নতুনভাবে রঞ্জি ট্রফি অভিযান শুরু করতে চাইছে বাংলা । বুধবার ‘অনুস্টুপ মজুমদার অ্যাণ্ড কোং’য়ের প্রতিপক্ষ কর্ণাটক । সাম্প্রতিক অতীতে যেসব দলের বিরুদ্ধে বাংলার দাপুটে পারফরম্যান্স রয়েছে সেই তালিকায় কর্ণাটক রয়েছে । 2020 সালে ইডেনে কর্ণাটককে হারিয়ে রঞ্জি ফাইনালে উঠেছিল বাংলা ।

কোচ লক্ষ্মীরতন শুক্লা অবশ্য পুরনো হিসেব-নিকেশে চোখ রাখার চেয়ে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে অঙ্ক কষতে চাইছেন । কাঁধের চোটের সমস্যায় এই ম্যাচে নেই মহম্মদ কাইফ । তার বদলে দলে আসছেন ঋষভ বিবেক । কর্ণাটকের বিরুদ্ধে পেস আক্রমণে ভর দিয়ে পয়েন্টের খোঁজে নামার কথা বলছেন হেডস্যর । পিচে ঘাস থাকায় ঈশান পোড়েল, সুরজ সিন্ধু জয়সওয়ালদের দিয়েই প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলতে চায় বাংলা ।

“আমরা দল হিসেবে কর্ণাটকের বিরুদ্ধে সেরাটা দিতে তৈরি । দলের ছেলেরা সকলেই আত্মবিশ্বাসী । ভালো ম্যাচ হবে ৷” বলছেন কোচ লক্ষ্মীরতন । চলতি মরশুমে গত দু’টো ম্যাচেই অভিমন্যু ঈশ্বরণ, মুকেশ কুমার, আকাশ দীপ এবং অভিষেক পোড়েলকে পায়নি বাংলা । তাঁদের অনুপস্থিতি নতুনদের মেলে ধরার সুযোগ হিসেবেই দেখছেন লক্ষ্মীরতন । গত তিন ম্যাচ থেকে পাঁচ পয়েন্ট পেয়েছে বাংলা । বৃষ্টি কাঁটা বাংলার নিশ্চিত বড় পয়েন্টের আশায় জল ঢেলেছে । তবে বৃষ্টি বিঘ্নিত হলেও গত তিন ম্যাচে বাংলার ব্যাটারদের পারফরম্যান্স আশাব্যঞ্জক ।

সুদীপ চট্টোপাধ্যায়, সুদীপ ঘরামিরা রানের মধ্যে রয়েছেন । অভিমন্যু ঈশ্বরণের জায়গায় সুযোগ পাওয়া শুভম দে কেরলের বিরুদ্ধে রান পেয়েছেন । ছন্দে ফেরার ইঙ্গিত অধিনায়ক অনুস্টুপ মজুমদারের ব্যাটে । সব মিলিয়ে সমস্যা, প্রতিকুলতা সরিয়ে বাংলা ঘুরে দাঁড়াতে কর্ণাটক ম্যাচকেই চাঁদমারি করছে ।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.