ETV Bharat / state

Habra theft : হাবরায় দুষ্কৃতীকে বাধা দিতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে জখম মহিলা - হাবরা

পরিবারের কেউ খাওয়া সেরে শুয়ে পড়েছিলেন ৷ কেউ কেউ নিজেদের মধ্যে গল্পে মশগুল ছিলেন ৷ এরই মধ্যে আচমকা কালো পোশাক, মুখোশ পরা দুষ্কৃতী বাড়িতে হামলা চালিয়ে বলে "চোপ রাহো" ৷ তাকে বাধা দিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন পরিবারের এক মহিলা ৷

পুলিশ পৌঁছেছে ঘটনাস্থলে
পুলিশ পৌঁছেছে ঘটনাস্থলে
author img

By

Published : Oct 3, 2021, 1:47 PM IST

হাবরা, 3 অক্টোবর : রাতে হঠাৎ কালো পোশাক পরা এক দুষ্কৃতী হামলা চালালো গৃহস্থের বাড়িতে ৷ সবাই মিলে খাওয়া সেরে গল্প করছিলেন, সেই সময় আচমকা তলোয়ার উঁচিয়ে চড়াও হয় ওই দুষ্কৃতী ৷ শনিবার রাত সাড়ে 10টা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হাবরার রাওতারা বিশ্বাস পাড়া এলাকায় । দুষ্কৃতীকে বাধা দিতে গিয়ে জখম হয়েছেন নাজমুন নাহার ৷ তাঁর বয়স 42 বছর ৷

আহত মহিলার দাদা আসরাফুল আলম জানালেন, খাওয়ার পর তিনি শুয়ে পড়েছিলেন ৷ বাকি সদস্যরা গল্প করছিলেন অন্য ঘরে ৷ তিনি পরে উঠে দেখেন তাঁর বোন নাজমুন নাহারের সামনে একজন কালো পোশাক পরা, কালো মুখোশে মুখ ঢাকা ব্যক্তি দাঁড়িয়ে ৷ তার হাতে কালো রঙের দীর্ঘ তলোয়ার ৷ তিনি প্রথমে এটা মা-ছেলের মধ্য়ে মজা ভাবলেও পরে বুঝতে পারেন যে কোনও দুষ্কৃতী হামলা চালাতে বাড়ি ঢুকেছে ৷ বাইরে বেরিয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন ৷ ততক্ষণে চম্পট দিয়েছে দুষ্কৃতী ৷ কিন্তু গুরুতর জখম হয়েছেন নাজমুন নাহার ৷

আরও পড়ুন : Liluah Murder : বাবা-মা এবং মেয়ের মৃতদেহ উদ্ধার, তীব্র চাঞ্চল্য লিলুয়ার বেলগাছিয়ায়

পরিবারের আরেক সদস্য সাইফুল রহমান জানান, মুখোশ পরে স্পাইডারম্যানের পোশাক পরে একজন ছুরি হাতে বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের হিন্দিতে বলে "চুপ রহো" ৷ তাঁর দিদি নাজমুন নাহার দুষ্কৃতীকে বাধা দিতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে তাঁর দুটো হাতে 4টি আঙুল গুরুতর জখম হয়েছে ৷ তাঁকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে ৷ আগে কখনও এমন ঘটনা ঘটেনি বলে জানানলেন সাইফুল ৷ এমনকি সাইকেল বা অন্য জিনিস বাড়ির বাইরে পড়ে থাকলেও কেউ কখনও নিয়ে যায়নি ৷

হাবরায় রাতে হঠাৎ বাড়িতে হামলা, জখম মহিলা

এমন ঘটনায় স্বভাবতই আতঙ্কিত পুরো পরিবার ৷ তাদের অনুমান, ছিনতাইয়ের উদ্দেশ্যে এসেছিল ওই দুষ্কৃতী । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাবরা থানার পুলিশ । তদন্ত শুরু করেছে পুলিশ ।

হাবরা, 3 অক্টোবর : রাতে হঠাৎ কালো পোশাক পরা এক দুষ্কৃতী হামলা চালালো গৃহস্থের বাড়িতে ৷ সবাই মিলে খাওয়া সেরে গল্প করছিলেন, সেই সময় আচমকা তলোয়ার উঁচিয়ে চড়াও হয় ওই দুষ্কৃতী ৷ শনিবার রাত সাড়ে 10টা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হাবরার রাওতারা বিশ্বাস পাড়া এলাকায় । দুষ্কৃতীকে বাধা দিতে গিয়ে জখম হয়েছেন নাজমুন নাহার ৷ তাঁর বয়স 42 বছর ৷

আহত মহিলার দাদা আসরাফুল আলম জানালেন, খাওয়ার পর তিনি শুয়ে পড়েছিলেন ৷ বাকি সদস্যরা গল্প করছিলেন অন্য ঘরে ৷ তিনি পরে উঠে দেখেন তাঁর বোন নাজমুন নাহারের সামনে একজন কালো পোশাক পরা, কালো মুখোশে মুখ ঢাকা ব্যক্তি দাঁড়িয়ে ৷ তার হাতে কালো রঙের দীর্ঘ তলোয়ার ৷ তিনি প্রথমে এটা মা-ছেলের মধ্য়ে মজা ভাবলেও পরে বুঝতে পারেন যে কোনও দুষ্কৃতী হামলা চালাতে বাড়ি ঢুকেছে ৷ বাইরে বেরিয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন ৷ ততক্ষণে চম্পট দিয়েছে দুষ্কৃতী ৷ কিন্তু গুরুতর জখম হয়েছেন নাজমুন নাহার ৷

আরও পড়ুন : Liluah Murder : বাবা-মা এবং মেয়ের মৃতদেহ উদ্ধার, তীব্র চাঞ্চল্য লিলুয়ার বেলগাছিয়ায়

পরিবারের আরেক সদস্য সাইফুল রহমান জানান, মুখোশ পরে স্পাইডারম্যানের পোশাক পরে একজন ছুরি হাতে বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের হিন্দিতে বলে "চুপ রহো" ৷ তাঁর দিদি নাজমুন নাহার দুষ্কৃতীকে বাধা দিতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে তাঁর দুটো হাতে 4টি আঙুল গুরুতর জখম হয়েছে ৷ তাঁকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে ৷ আগে কখনও এমন ঘটনা ঘটেনি বলে জানানলেন সাইফুল ৷ এমনকি সাইকেল বা অন্য জিনিস বাড়ির বাইরে পড়ে থাকলেও কেউ কখনও নিয়ে যায়নি ৷

হাবরায় রাতে হঠাৎ বাড়িতে হামলা, জখম মহিলা

এমন ঘটনায় স্বভাবতই আতঙ্কিত পুরো পরিবার ৷ তাদের অনুমান, ছিনতাইয়ের উদ্দেশ্যে এসেছিল ওই দুষ্কৃতী । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাবরা থানার পুলিশ । তদন্ত শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.