ETV Bharat / state

হুঁশিয়ারি দিয়ে বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন সুনীল সিং - mamata

কোর কমিটির বৈঠক ছাড়লেন নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং । সূত্রে খবর, বৈঠকে তিনি দলের নেতাদের সামনে কড়া ভাষায় নিজের বক্তব্য পেশ করেন । সঙ্গে নোয়াপাড়ার সাংগঠনিক দায়িত্ব না দিলে দল ছাড়ারও হুঁশিয়ারি দেন ।

সুনীল সিং
author img

By

Published : May 28, 2019, 6:43 PM IST

Updated : May 28, 2019, 9:35 PM IST

মধ্যমগ্রাম, 28 মে : কোর কমিটির বৈঠক শেষ হওয়ার আগেই সেখান থেকে বেরিয়ে গেলেন নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং । স্বীকার করলেন, "হারের পিছনে ত্রুটি তো রয়েছেই, সঙ্গে মানুষের ইচ্ছেও রয়েছে ।" যদিও দলীয় সূত্রে খবর, বৈঠকে তিনি দলের নেতাদের সামনে কড়া ভাষায় নিজের বক্তব্য পেশ করেছেন । সঙ্গে হুঁশিয়ারিও দিয়েছেন, দল তাঁকে নোয়াপাড়ার সাংগঠনিক দায়িত্ব না দিলে তিনি দল ছাড়বেন । কারণ, নোয়াপাড়ার সাংগঠনিক রাশ আপাতত পার্থ ভৌমিকের কবজায় ।

তবে, তাঁকে এবিষয়ে প্রশ্ন করা হলে সুকৌশলে পুরো বিষয়টি এড়িয়ে যান সুনীল সিং । বলেন, "রাজনীতিতে হার-জিত আছেই । আমরাও হেরেছি । মানুষ যাকে ভোট দিয়েছে সে জিতেছে । এটাকে বলে ভোটিং পাওয়ার । আমরা নিচুতলায় বসে দলকে আবার ওই জায়গায় আনব । আমরা যদি ঠিকভাবে নিজেদের হারের মূল্যায়ন করতে পারি তাহলে আবার 2021-এ জিতব ।" আপনাকে নিয়ে জল্পনা চলছে । কথা শেষ করতে না দিয়েই তিনি বলেন, "আমার উপর দলের আস্থা রয়েছে, আমারও দলের উপর আস্থা রয়েছে । বিশেষ করে দলনেত্রীর উপর । তবে, মানুষ যা ঠিক করবে তাই হবে । আমি দল ছেড়ে যাচ্ছি না ।"

সুনীলকে সাংবাদিকরা প্রশ্ন করেন, মিটিং শেষ হওয়ার আগেই চলে যাচ্ছেন ? এই প্রশ্ন সামনে আসতেই খানিকটা ইতস্তত করে সুনীলবাবু বললেন, "এই মিটিংটা চলবে । কিন্তু আমার তো পৌরসভার বোর্ডমিটিং আছে । প্রতি মাসেই থাকে । সেই মিটিংয়ে কাউন্সিলররা আসেন । অপেক্ষা করেন । তাই ওখানে যাওয়াও জরুরি । আর এখানকার মিটিংয়ে আমি প্রথমেই যা বলার, তা বলে দিয়েছি ।"

দেখুন কী বললেন সুনীল

লোকসভা ভোটে ব্যারাকপুরে কেন এমন ফল হল তৃণমূলের ? সুনীল বলেন, "আমাদের ভুল ত্রুটি ছিল । দল দেখছে সেটা । আশা করি পুনরুদ্ধার করতে পারব । BJP-তে কারা যোগ দিল সেবিষয়ে আমি জানি না ।"

মধ্যমগ্রাম, 28 মে : কোর কমিটির বৈঠক শেষ হওয়ার আগেই সেখান থেকে বেরিয়ে গেলেন নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং । স্বীকার করলেন, "হারের পিছনে ত্রুটি তো রয়েছেই, সঙ্গে মানুষের ইচ্ছেও রয়েছে ।" যদিও দলীয় সূত্রে খবর, বৈঠকে তিনি দলের নেতাদের সামনে কড়া ভাষায় নিজের বক্তব্য পেশ করেছেন । সঙ্গে হুঁশিয়ারিও দিয়েছেন, দল তাঁকে নোয়াপাড়ার সাংগঠনিক দায়িত্ব না দিলে তিনি দল ছাড়বেন । কারণ, নোয়াপাড়ার সাংগঠনিক রাশ আপাতত পার্থ ভৌমিকের কবজায় ।

তবে, তাঁকে এবিষয়ে প্রশ্ন করা হলে সুকৌশলে পুরো বিষয়টি এড়িয়ে যান সুনীল সিং । বলেন, "রাজনীতিতে হার-জিত আছেই । আমরাও হেরেছি । মানুষ যাকে ভোট দিয়েছে সে জিতেছে । এটাকে বলে ভোটিং পাওয়ার । আমরা নিচুতলায় বসে দলকে আবার ওই জায়গায় আনব । আমরা যদি ঠিকভাবে নিজেদের হারের মূল্যায়ন করতে পারি তাহলে আবার 2021-এ জিতব ।" আপনাকে নিয়ে জল্পনা চলছে । কথা শেষ করতে না দিয়েই তিনি বলেন, "আমার উপর দলের আস্থা রয়েছে, আমারও দলের উপর আস্থা রয়েছে । বিশেষ করে দলনেত্রীর উপর । তবে, মানুষ যা ঠিক করবে তাই হবে । আমি দল ছেড়ে যাচ্ছি না ।"

সুনীলকে সাংবাদিকরা প্রশ্ন করেন, মিটিং শেষ হওয়ার আগেই চলে যাচ্ছেন ? এই প্রশ্ন সামনে আসতেই খানিকটা ইতস্তত করে সুনীলবাবু বললেন, "এই মিটিংটা চলবে । কিন্তু আমার তো পৌরসভার বোর্ডমিটিং আছে । প্রতি মাসেই থাকে । সেই মিটিংয়ে কাউন্সিলররা আসেন । অপেক্ষা করেন । তাই ওখানে যাওয়াও জরুরি । আর এখানকার মিটিংয়ে আমি প্রথমেই যা বলার, তা বলে দিয়েছি ।"

দেখুন কী বললেন সুনীল

লোকসভা ভোটে ব্যারাকপুরে কেন এমন ফল হল তৃণমূলের ? সুনীল বলেন, "আমাদের ভুল ত্রুটি ছিল । দল দেখছে সেটা । আশা করি পুনরুদ্ধার করতে পারব । BJP-তে কারা যোগ দিল সেবিষয়ে আমি জানি না ।"

sample description
Last Updated : May 28, 2019, 9:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.