ETV Bharat / state

Sujan slams Mamata: গুন্ডারাই মমতাকে কন্ট্রোল করছে, রাজ্যের আইন-শৃঙ্খলা প্রসঙ্গে কটাক্ষ সুজনের

author img

By

Published : May 26, 2023, 11:01 PM IST

ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের কথা টেনে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী ৷ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেছেন ৷

ETV Bharat
সুজন চক্রবর্তী

বারাসত, 26 মে: "মুখ্যমন্ত্রীর বদলে এখন গুন্ডারাই উলটে মমতাকে কন্ট্রোল করছে । সরকারের প্রশ্রয়ে গুন্ডারা দাপিয়ে বেড়াচ্ছে এরাজ্যে ।" ব্যারাকপুরে এক সোনার দোকানে সম্প্রতি দুষ্কৃতী তাণ্ডব ও তার জেরে একজনের মৃত্যু প্রসঙ্গে শুক্রবার এমনই মন্তব্য করলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ।

এদিন বারাসতে সিপিএমের জেলা পার্টি অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "দুষ্কৃতী দৌরাত্ম্য নিয়ে তৃণমূল নেতা অর্জুন সিং যে অভিযোগ করেছেন তা মারাত্মক । ওনার উচিত সেই অভিযোগ সঠিক জায়গায় পৌঁছে দেওয়া । নিশ্চই উনি ওনার অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছেন ৷" প্রসঙ্গত, ব্যারাকপুরের ঘটনার পরই পুলিশকে নিশানা করে চাঞ্চল‍্যকর অভিযোগ করেছেন স্থানীয় সাংসদ তথা তৃণমূল নেতা অর্জুন সিং । তাঁর দাবি, জেল থেকে বসে দুষ্কৃতীরা ব্যবসায়ীদের হুমকি দিচ্ছে ৷ স্করপিও গাড়ি চাওয়া হচ্ছে জেলে বসেই । সেখান থেকে মোটা টাকার তোলাও চাওয়া হচ্ছে । কখনও বাইরের জেল থেকে আবার কখনও সেন্ট্রাল জেলে থেকে বসে এই কাজ করা হচ্ছে ।"

অর্জুন সিং আরও অভিযোগ করেছেন, তিনি পুলিশকে তিন মাস আগে এই বিষয়ে সতর্ক করলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি ৷ ব্যরাকপুরবাসীর নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ৷ তাঁর কথায়,"সাধারণ মানুষের নিরাপত্তা নেই । অথচ অপরাধীরা নিরাপত্তা পাচ্ছে । ভিভিআইপি নিরাপত্তা নিতে লজ্জা হয় ৷" অর্জুনের এই মন্তব্য প্রসঙ্গে এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়েছেন সুজন চক্রবর্তী ৷ তাঁর কথায়, জেলে বসে যদি কোনও অপরাধ সংগঠিত হয়ে থাকে, তার দায়িত্ব তো সরকারের ! কারণ, রাজ‍্য সরকারের তত্ত্বাবধানেই জেলের যাবতীয় দায়িত্ব । সেখানে জেলে বসে কীভাবে ফোনালাপ হয়? সরকারের প্রশ্রয় ছাড়া এটা সম্ভব? আবার পুলিশ সবকিছু জেনেও তা ধামাচাপা দিচ্ছে ! পুলিশমন্ত্রীর প্রশ্রয় ছাড়া এটা সম্ভব না ৷

আরও পড়ুন: মদন-বাণ সামলানোর পরই অর্জুনের নিশানায় পুলিশ, অস্বস্তি তৃণমূলে

অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে সুজন চক্রবর্তী বলেন, "সিবিআই জিজ্ঞাসাবাদে সুপ্রিম কোর্টে অভিষেকের স্থগিতাদেশ না মেলাটাই স্বাভাবিক এবং সঙ্গত । কেউ লাটসাহেব হয়ে যায়নি । অপরাধের সঙ্গে যুক্ত থাকব, আবার রেহাই-ও চাইব দুটো একসঙ্গে হতে পারে নাকি! অপরাধী জানে সে অপরাধ করেছে । তাই ভয় পাচ্ছে । পশ্চিমবঙ্গকে কোনও পাচারকারীর হাতে ছেড়ে দেওয়া যায় না ৷"

বারাসত, 26 মে: "মুখ্যমন্ত্রীর বদলে এখন গুন্ডারাই উলটে মমতাকে কন্ট্রোল করছে । সরকারের প্রশ্রয়ে গুন্ডারা দাপিয়ে বেড়াচ্ছে এরাজ্যে ।" ব্যারাকপুরে এক সোনার দোকানে সম্প্রতি দুষ্কৃতী তাণ্ডব ও তার জেরে একজনের মৃত্যু প্রসঙ্গে শুক্রবার এমনই মন্তব্য করলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ।

এদিন বারাসতে সিপিএমের জেলা পার্টি অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "দুষ্কৃতী দৌরাত্ম্য নিয়ে তৃণমূল নেতা অর্জুন সিং যে অভিযোগ করেছেন তা মারাত্মক । ওনার উচিত সেই অভিযোগ সঠিক জায়গায় পৌঁছে দেওয়া । নিশ্চই উনি ওনার অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছেন ৷" প্রসঙ্গত, ব্যারাকপুরের ঘটনার পরই পুলিশকে নিশানা করে চাঞ্চল‍্যকর অভিযোগ করেছেন স্থানীয় সাংসদ তথা তৃণমূল নেতা অর্জুন সিং । তাঁর দাবি, জেল থেকে বসে দুষ্কৃতীরা ব্যবসায়ীদের হুমকি দিচ্ছে ৷ স্করপিও গাড়ি চাওয়া হচ্ছে জেলে বসেই । সেখান থেকে মোটা টাকার তোলাও চাওয়া হচ্ছে । কখনও বাইরের জেল থেকে আবার কখনও সেন্ট্রাল জেলে থেকে বসে এই কাজ করা হচ্ছে ।"

অর্জুন সিং আরও অভিযোগ করেছেন, তিনি পুলিশকে তিন মাস আগে এই বিষয়ে সতর্ক করলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি ৷ ব্যরাকপুরবাসীর নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ৷ তাঁর কথায়,"সাধারণ মানুষের নিরাপত্তা নেই । অথচ অপরাধীরা নিরাপত্তা পাচ্ছে । ভিভিআইপি নিরাপত্তা নিতে লজ্জা হয় ৷" অর্জুনের এই মন্তব্য প্রসঙ্গে এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়েছেন সুজন চক্রবর্তী ৷ তাঁর কথায়, জেলে বসে যদি কোনও অপরাধ সংগঠিত হয়ে থাকে, তার দায়িত্ব তো সরকারের ! কারণ, রাজ‍্য সরকারের তত্ত্বাবধানেই জেলের যাবতীয় দায়িত্ব । সেখানে জেলে বসে কীভাবে ফোনালাপ হয়? সরকারের প্রশ্রয় ছাড়া এটা সম্ভব? আবার পুলিশ সবকিছু জেনেও তা ধামাচাপা দিচ্ছে ! পুলিশমন্ত্রীর প্রশ্রয় ছাড়া এটা সম্ভব না ৷

আরও পড়ুন: মদন-বাণ সামলানোর পরই অর্জুনের নিশানায় পুলিশ, অস্বস্তি তৃণমূলে

অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে সুজন চক্রবর্তী বলেন, "সিবিআই জিজ্ঞাসাবাদে সুপ্রিম কোর্টে অভিষেকের স্থগিতাদেশ না মেলাটাই স্বাভাবিক এবং সঙ্গত । কেউ লাটসাহেব হয়ে যায়নি । অপরাধের সঙ্গে যুক্ত থাকব, আবার রেহাই-ও চাইব দুটো একসঙ্গে হতে পারে নাকি! অপরাধী জানে সে অপরাধ করেছে । তাই ভয় পাচ্ছে । পশ্চিমবঙ্গকে কোনও পাচারকারীর হাতে ছেড়ে দেওয়া যায় না ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.