ETV Bharat / state

বাবা ফোন করে অশান্তিতে জড়াতে মানা করেন : শুভ্রাংশু - barrackpore

গতকাল ছেলে শুভ্রাংশু রায়কে ফোন করেছিলেন BJP নেতা মুকুল রায় । এমনই জানালেন বীজপুরের তৃণমূল নেতা শুভ্রাংশু ।

শুভ্রাংশু
author img

By

Published : May 6, 2019, 8:39 PM IST

Updated : May 6, 2019, 10:53 PM IST

বীজপুর, 6 মে : পঞ্চমদফার নির্বাচনে আজ সকাল থেকে অশান্তির খবর এসেছে ব্যারাকপুর কেন্দ্রের বিভিন্ন জায়গা থেকে । দুষ্কৃতীদের মারে ঠোঁট ফেটেছে BJP প্রার্থী অর্জুন সিংয়ের । আর এই ঝামেলার আশঙ্কা থেকে গতকাল ছেলে শুভ্রাংশু রায়কে ফোন করেছিলেন BJP নেতা মুকুল রায় । এমনই জানালেন বীজপুরের তৃণমূল নেতা শুভ্রাংশু । তিনি বলেন, "বাবা ফোন করে কোনও ঝামেলাতে জড়াতে মানা করেন ।" শুভ্রাংশু আরও বলেন, "বাবা ছেলের কোনও লড়াই নেই । বাবা কখনও বীজপুরে রাজনীতি করেননি । বাবা নিজের জায়গায় রাজনীতি করেন। আর আমি এখানে ।"

বাবা মুকুল রায় BJP-তে যোগ দেওয়ার পর থেকেই শুভ্রাংশুর দল বদল নিয়ে জল্পনা শুরু হয়েছে । তবে জল্পনা সত্ত্বেও তৃণমূলেই রয়েছেন শুভ্রাংশু । আজ তিনি সাংবাদিকদের বলেন, "প্রতিটি ব্যক্তি কারোর না কারোর সন্তান হয় । আমি এখানে জন্মেছি, বড় হয়েছি, পড়াশোনা করেছি । অবশ্য রাজনীতি করার জন্য আমার বাবা 1992 সাল থেকে এখানে থাকতেন না । কলকাতায় থাকতেন । এখানকার মানুষ আমাকে ব্যক্তিগত ভাবে চেনে ও বোঝে ।"

এদিকে BJP ইতিমধ্যে ব্যারাকপুর কেন্দ্রে সন্ত্রাসের অভিযোগ এনে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে । সেই প্রসঙ্গে শুভ্রাংশু রায় বলেন, "আমি এখনও সেরম কিছু দেখিনি । দেখার আগে আমি কোনও মন্তব্য করব না । মানুষ উৎসবের মেজাজে ভোট দিচ্ছে । 23 তারিখ রেজ়াল্ট বেরোলে সবাই জানতে পারবে । বীজপুরে কোনও অশান্তির খবর আমার জানা নেই ।" পাশাপাশি BJP প্রার্থী অর্জুন সিংয়ের প্রসঙ্গ উঠলে তিনি হেসে বলেন, "প্রতিটি প্রার্থীই শক্তিশালী । সে প্রার্থী হয়েছে মানেই তো সে শক্তিশালী ।"

বীজপুর, 6 মে : পঞ্চমদফার নির্বাচনে আজ সকাল থেকে অশান্তির খবর এসেছে ব্যারাকপুর কেন্দ্রের বিভিন্ন জায়গা থেকে । দুষ্কৃতীদের মারে ঠোঁট ফেটেছে BJP প্রার্থী অর্জুন সিংয়ের । আর এই ঝামেলার আশঙ্কা থেকে গতকাল ছেলে শুভ্রাংশু রায়কে ফোন করেছিলেন BJP নেতা মুকুল রায় । এমনই জানালেন বীজপুরের তৃণমূল নেতা শুভ্রাংশু । তিনি বলেন, "বাবা ফোন করে কোনও ঝামেলাতে জড়াতে মানা করেন ।" শুভ্রাংশু আরও বলেন, "বাবা ছেলের কোনও লড়াই নেই । বাবা কখনও বীজপুরে রাজনীতি করেননি । বাবা নিজের জায়গায় রাজনীতি করেন। আর আমি এখানে ।"

বাবা মুকুল রায় BJP-তে যোগ দেওয়ার পর থেকেই শুভ্রাংশুর দল বদল নিয়ে জল্পনা শুরু হয়েছে । তবে জল্পনা সত্ত্বেও তৃণমূলেই রয়েছেন শুভ্রাংশু । আজ তিনি সাংবাদিকদের বলেন, "প্রতিটি ব্যক্তি কারোর না কারোর সন্তান হয় । আমি এখানে জন্মেছি, বড় হয়েছি, পড়াশোনা করেছি । অবশ্য রাজনীতি করার জন্য আমার বাবা 1992 সাল থেকে এখানে থাকতেন না । কলকাতায় থাকতেন । এখানকার মানুষ আমাকে ব্যক্তিগত ভাবে চেনে ও বোঝে ।"

এদিকে BJP ইতিমধ্যে ব্যারাকপুর কেন্দ্রে সন্ত্রাসের অভিযোগ এনে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে । সেই প্রসঙ্গে শুভ্রাংশু রায় বলেন, "আমি এখনও সেরম কিছু দেখিনি । দেখার আগে আমি কোনও মন্তব্য করব না । মানুষ উৎসবের মেজাজে ভোট দিচ্ছে । 23 তারিখ রেজ়াল্ট বেরোলে সবাই জানতে পারবে । বীজপুরে কোনও অশান্তির খবর আমার জানা নেই ।" পাশাপাশি BJP প্রার্থী অর্জুন সিংয়ের প্রসঙ্গ উঠলে তিনি হেসে বলেন, "প্রতিটি প্রার্থীই শক্তিশালী । সে প্রার্থী হয়েছে মানেই তো সে শক্তিশালী ।"

sample description
Last Updated : May 6, 2019, 10:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.