কলকাতা, 30 সেপ্টেম্বর: অনলাইন ক্লাস করতে গিয়ে মাঝে মধ্যেই নেটওয়ার্কের সমস্যা হত ৷ আর সেই কারণেই শিক্ষিকার বকুনি ও সহপাঠীদের অনলাইন উপস্থিতিতে কটুকথা শুনে আত্মঘাতী হল ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী ৷ এই ছাত্রীর নাম সৃজা মুখোপাধ্যায় ৷ বাড়ি বেলঘড়িয়ায়, বয়স 11 বছর ৷ বেলঘড়িয়ার এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়া ছিল সে ৷
অনলাইন ক্লাসে গতকাল শিক্ষিকার হেনস্তার শিকার হয় সে ৷ বাড়িতে বাবা-মাকে ক্লাস শেষের পর নিজের অসহায়তার কথা জানায় সৃজা ৷ তারপর দুপুরবেলা বেলঘড়িয়ার ক্লাব টাউন গার্ডেনে নিজের আবাসনে মায়ের শাড়ি গলায় দিয়ে আত্মহত্যা করে সে ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাগর দত্ত হাসপাতালে পাঠিয়েছে বেলঘড়িয়া থানার পুলিশ ৷
আরও পড়ুন: নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্র স্নান, দিঘায় তলিয়ে গেলেন 2 যুবক
অনলাইনে ক্লাস চলাকালীন নেটওয়ার্কজনিত সমস্যায় বারবার লাইন কেটে যাচ্ছিল তার ৷ অনলাইনে ঠিকমতো পরীক্ষা দিতেও পারছিল না সৃজা ৷ এর ফলে শিক্ষিকা সৃজাকে ডিসকোয়ালিফাই করে দেয় ৷ এরপর মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ে ৷ নিজের ঘরেই আত্মঘাতী হয় সে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে বেলঘড়িয়ার এমএম রোডের আবাসনে শোকের ছায়া নেমে এসেছে ৷ করোনা প্যানডেমিক পরিস্থিতিতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অনলাইন সিস্টেমে পড়াশোনা ও পরীক্ষা দিচ্ছে ৷ এই ঘটনার পরে অনলাইন সিস্টেম প্রক্রিয়াকে সৃজার মৃত্যুর জন্য দায়ী করলেন সৃজার বাবা-সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা ৷