ETV Bharat / state

ভোট-পরবর্তী অশান্তিতে ভাঙে পানিহাটির শ্যামাপ্রসাদের মূর্তি, পুনঃস্থাপন শুভেন্দুর - শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি পুনঃস্থাপনের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা শীলভদ্র দত্ত, কলকাতা উত্তর শহরতলি জেলা সভাপতি কিশোর কর সহ অন্য বিজেপি নেতারা ।

s
s
author img

By

Published : Jul 7, 2021, 12:31 PM IST

পানিহাটি, 7 জুলাই : ভোট-পরবর্তী হিংসায় পানিহাটির বেঙ্গল কেমিকেল মোড়ের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (Shyama Prasad Mukherjee) স্মৃতিভবন কার্যালয়ের শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙে ৷ এদিন সেই আবক্ষ মূর্তিটিকে পুনঃস্থাপিত করলেন শুভেন্দু অধিকারী (suvendu adhikari) ।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি পুনঃস্থাপনের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা শীলভদ্র দত্ত, কলকাতা উত্তর শহরতলি জেলা সভাপতি কিশোর কর সহ অন্য বিজেপি নেতারা ।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি পুনঃস্থাপন করলেন শুভেন্দু অধিকারী

আরও পডুন: Dilip-Suvendu assembly meeting : বিধায়কদের ধরে রাখতেই কি রুদ্ধদ্বার বৈঠক দিলীপ-শুভেন্দুর ?

শুভেন্দু অধিকারী বলেন, "সারা রাজ্যে বিজেপি কর্মীদের উপর আক্রমণ চালাচ্ছে শাসকদল ৷ এমনকি বাদ যায়নি শ্যামাপ্রসাদের মূর্তিও ৷ সেই মূর্তি আজ পুনরায় স্থাপিত করা হল ৷" ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে শুভেন্দুর মন্তব্য, "দেবাঞ্জন দেব কাণ্ডে সিবিআই, ইডির মতো বড় তদন্তকারী সংস্থার মাধ্যমে তদন্ত করা উচিত ৷ না হলে সঠিক তদন্ত হবে না ।"

পানিহাটি, 7 জুলাই : ভোট-পরবর্তী হিংসায় পানিহাটির বেঙ্গল কেমিকেল মোড়ের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (Shyama Prasad Mukherjee) স্মৃতিভবন কার্যালয়ের শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙে ৷ এদিন সেই আবক্ষ মূর্তিটিকে পুনঃস্থাপিত করলেন শুভেন্দু অধিকারী (suvendu adhikari) ।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি পুনঃস্থাপনের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা শীলভদ্র দত্ত, কলকাতা উত্তর শহরতলি জেলা সভাপতি কিশোর কর সহ অন্য বিজেপি নেতারা ।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি পুনঃস্থাপন করলেন শুভেন্দু অধিকারী

আরও পডুন: Dilip-Suvendu assembly meeting : বিধায়কদের ধরে রাখতেই কি রুদ্ধদ্বার বৈঠক দিলীপ-শুভেন্দুর ?

শুভেন্দু অধিকারী বলেন, "সারা রাজ্যে বিজেপি কর্মীদের উপর আক্রমণ চালাচ্ছে শাসকদল ৷ এমনকি বাদ যায়নি শ্যামাপ্রসাদের মূর্তিও ৷ সেই মূর্তি আজ পুনরায় স্থাপিত করা হল ৷" ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে শুভেন্দুর মন্তব্য, "দেবাঞ্জন দেব কাণ্ডে সিবিআই, ইডির মতো বড় তদন্তকারী সংস্থার মাধ্যমে তদন্ত করা উচিত ৷ না হলে সঠিক তদন্ত হবে না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.