ETV Bharat / state

ডিটেনশন ক্যাম্পের জন্য জমি দিচ্ছে রাজ্য, দাবি বিমানের

বিমান বসু বলেন, "সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ আন্দোলন চলছে । কিন্তু যারা আন্দোলন করছে, তারাই আবার ডিটেনশন ক্যাম্পের জন্য জমি দিচ্ছে । আমাদের কাছে খবর আছে, বনগাঁ ও রাজারহাটে দু'টি ডিটেনশন ক্যাম্প তৈরি হবে । তার জন্য জমি দিচ্ছে রাজ্য সরকারই । যদিও বনগাঁয় এখনও জায়গা ঠিক হয়নি ।"

NRC
বিমান বসু
author img

By

Published : Dec 16, 2019, 9:53 PM IST

Updated : Dec 16, 2019, 10:49 PM IST

বনগাঁ, 16 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন, 2019-এর বিরুদ্ধে যারা আন্দোলন করছে, তারাই আবার ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য জমি দিচ্ছে । বনগাঁয় দলীয় কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আজ একথা বলেন রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । বনগাঁয় টাউনহলের মাঠে আজ NRC-র বিরুদ্ধে বামফ্রন্ট প্রতিবাদ সভার আয়োজন করে । সেই সভা শেষে এই মন্তব্য করেন CPI(M)-এর বর্ষীয়ান নেতা । নাগরিকত্ব সংশোধনী আইন, 2019-এর পাশাপাশি হায়দরাবাদে সম্প্রতি ধর্ষণে অভিযুক্তদের এনকাউন্টার নিয়েও সোচ্চার হন তিনি ।

ভিডিয়োয় দেখুন কী বলছেন বিমান বসু

CPI(M)-এর দাবি, বনগাঁয় তৈরি হচ্ছে ডিটেনশন ক্যাম্প । তারই প্রতিবাদে বনগাঁয় টাউনহলের মাঠে আজ সভা করে CPI(M) সহ বাম শরিক দলগুলি । সভায় প্রধান বক্তা ছিলেন বিমান বসু । সভা শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন, "সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ আন্দোলন চলছে । কিন্তু যারা আন্দোলন করছে, তারাই আবার ডিটেনশন ক্যাম্পের জন্য জমি দিচ্ছে । আমাদের কাছে খবর আছে, বনগাঁ ও রাজারহাটে দু'টি ডিটেনশন ক্যাম্প তৈরি হবে । তার জন্য জমি দিচ্ছে রাজ্য সরকারই । যদিও বনগাঁয় এখনও জায়গা ঠিক হয়নি ।" বনগাঁবাসীর কাছে এই ক্যাম্প ভেঙে দেওয়ার জন্যও আহ্বান জানান বিমান বাবু ।

নাগরিকত্ব সংশোধনী আইনকে ঘিরে প্রতিবাদ আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, "আন্দোলনকে কখনও বিপথগামী করা উচিত নয় । নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে মানুষের ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা উচিত । এই আইন সংবিধান মেনে তৈরি হয়নি ।" ভারতের সংবিধানে সর্বধর্ম সমন্বয়ের কথা বলা আছে । কিন্তু এই আইনে তার কোনও উল্লেখ নেই বলেও তিনি দাবি করেছেন ।

আরও পড়ুন : নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাষ্ট্রপতিকে রক্ত দিয়ে চিঠি লিখুন, বার্তা মুখ্যমন্ত্রীর

পাশাপাশি হায়দরাবাদ এনকাউন্টারের নেপথ্যে বর্ণবৈষম্য আছে বলে অভিযোগ করেন বামফ্রন্ট চেয়ারম্যান । তিনি বলেন, "হায়দরাবাদে এক ডাক্তার মহিলাকে ধর্ষণ করে খুন করা হল । তারপর হায়দরাবাদ পুলিশ এনকাউন্টারের নামে অভিযুক্তদের খুন করেছে । তারা নিম্নবর্ণের না হলে সম্ভব হত না ।" উন্নাও প্রসঙ্গ টেনে বিমানবাবু বলেন, "সেখানে যারা ধর্ষণ করেছে, তারা উচ্চবর্ণের । তাই ওদের ক্ষেত্রে এনকাউন্টার হবে না ।"

বিমানবাবু ছাড়াও আজকের সভায় ছিলেন উত্তর 24 পরগনা জেলা বামফ্রন্টের অন্যান্য নেতারা । বামফ্রন্টের পক্ষ থেকে বনগাঁ শহরে আজ একটি মিছিল করা হয় । মিছিল শেষে বনগাঁ মহকুমা শাসকের কাছে ডিটেনশন ক্যাম্পের বিষয়ে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয় বামফ্রন্টের তরফে ।

বনগাঁ, 16 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন, 2019-এর বিরুদ্ধে যারা আন্দোলন করছে, তারাই আবার ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য জমি দিচ্ছে । বনগাঁয় দলীয় কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আজ একথা বলেন রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । বনগাঁয় টাউনহলের মাঠে আজ NRC-র বিরুদ্ধে বামফ্রন্ট প্রতিবাদ সভার আয়োজন করে । সেই সভা শেষে এই মন্তব্য করেন CPI(M)-এর বর্ষীয়ান নেতা । নাগরিকত্ব সংশোধনী আইন, 2019-এর পাশাপাশি হায়দরাবাদে সম্প্রতি ধর্ষণে অভিযুক্তদের এনকাউন্টার নিয়েও সোচ্চার হন তিনি ।

ভিডিয়োয় দেখুন কী বলছেন বিমান বসু

CPI(M)-এর দাবি, বনগাঁয় তৈরি হচ্ছে ডিটেনশন ক্যাম্প । তারই প্রতিবাদে বনগাঁয় টাউনহলের মাঠে আজ সভা করে CPI(M) সহ বাম শরিক দলগুলি । সভায় প্রধান বক্তা ছিলেন বিমান বসু । সভা শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন, "সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ আন্দোলন চলছে । কিন্তু যারা আন্দোলন করছে, তারাই আবার ডিটেনশন ক্যাম্পের জন্য জমি দিচ্ছে । আমাদের কাছে খবর আছে, বনগাঁ ও রাজারহাটে দু'টি ডিটেনশন ক্যাম্প তৈরি হবে । তার জন্য জমি দিচ্ছে রাজ্য সরকারই । যদিও বনগাঁয় এখনও জায়গা ঠিক হয়নি ।" বনগাঁবাসীর কাছে এই ক্যাম্প ভেঙে দেওয়ার জন্যও আহ্বান জানান বিমান বাবু ।

নাগরিকত্ব সংশোধনী আইনকে ঘিরে প্রতিবাদ আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, "আন্দোলনকে কখনও বিপথগামী করা উচিত নয় । নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে মানুষের ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা উচিত । এই আইন সংবিধান মেনে তৈরি হয়নি ।" ভারতের সংবিধানে সর্বধর্ম সমন্বয়ের কথা বলা আছে । কিন্তু এই আইনে তার কোনও উল্লেখ নেই বলেও তিনি দাবি করেছেন ।

আরও পড়ুন : নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাষ্ট্রপতিকে রক্ত দিয়ে চিঠি লিখুন, বার্তা মুখ্যমন্ত্রীর

পাশাপাশি হায়দরাবাদ এনকাউন্টারের নেপথ্যে বর্ণবৈষম্য আছে বলে অভিযোগ করেন বামফ্রন্ট চেয়ারম্যান । তিনি বলেন, "হায়দরাবাদে এক ডাক্তার মহিলাকে ধর্ষণ করে খুন করা হল । তারপর হায়দরাবাদ পুলিশ এনকাউন্টারের নামে অভিযুক্তদের খুন করেছে । তারা নিম্নবর্ণের না হলে সম্ভব হত না ।" উন্নাও প্রসঙ্গ টেনে বিমানবাবু বলেন, "সেখানে যারা ধর্ষণ করেছে, তারা উচ্চবর্ণের । তাই ওদের ক্ষেত্রে এনকাউন্টার হবে না ।"

বিমানবাবু ছাড়াও আজকের সভায় ছিলেন উত্তর 24 পরগনা জেলা বামফ্রন্টের অন্যান্য নেতারা । বামফ্রন্টের পক্ষ থেকে বনগাঁ শহরে আজ একটি মিছিল করা হয় । মিছিল শেষে বনগাঁ মহকুমা শাসকের কাছে ডিটেনশন ক্যাম্পের বিষয়ে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয় বামফ্রন্টের তরফে ।

Intro:এনআরসির বিরুদ্ধে যারা আন্দোলন করছে, তারাই ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য জমি দিচ্ছে। রাজ্য সরকারকে কটাক্ষ বিমান বসুর


বনগাঁঃ নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে যারা আন্দোলন করছে, তারাই আবার ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য জমি দিচ্ছে। সোমবার বনগাঁয় দলীয় কর্মসূচির সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এদিন বনগাঁ টাউনহল মাঠে এনআরসির বিরুদ্ধে বামফ্রন্ট একটি প্রতিবাদ সভা করে। সেই সভায় যোগ দেন সিপিএমের বর্ষীয়ান নেতা। নাগরিকত্ব সংশোধনী আইনের পাশাপাশি হায়দরাবাদ এনকাউন্টার নিয়েও তিনি সোচ্চার হন।


সিপিএমের দাবি, বনগাঁয় তৈরি হচ্ছে ডিটেনশন ক্যাম্প। তারই প্রতিবাদে বনগাঁ খেলাঘর মাঠে এদিন সভা করে সিপিএম-সহ বাম শরিকরা। প্রধন বক্তা ছিলেন বিমান বসু। সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ আন্দোলন চলছে। কিন্তু যারা আন্দোলন করছে, তারাই আবার ডিটেনশন ক্যাম্পের জন্য জমি দিচ্ছে। আমাদের কাছে খবর আছে, বনগাঁ ও রাজারহাটে দু'টি ডিটেনশন ক্যাম্প তৈরি হবে। তার জন্য জমি দিচ্ছে রাজ্য সরকারই। যদিও বনগাঁয় এখনও জায়গা ঠিক হয়নি।' তিনি বনগাঁবাসীর কাছে এই ক্যাম্প ভেঙে গুড়িয়ে দেওয়ার আহব্বান জানান।'

নাগরিকত্ব আইন ঘিরে বিক্ষোভ আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, 'আন্দোলন কখনও বিপথগামী করা উচিত নয়। সংশোধনী আইনের বিরুদ্ধে মানুষের ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা উচিত। এই আইন সংবিধান মেনে তৈরি হয়নি।' ভারতের সংবিধানে সর্বধর্ম সমন্বয়ের কথা বলা আছে। কিন্তু এই আইনে তার কোনও উল্লেখ নেই বলে তিনি জানিয়েছেন।

পাশাপাশি হায়দরাবাদ এনকাউন্টারের নেপথ্যে তিনি বর্ণবৈষম্য আছে বলে মতপ্রকাশ করেছেন। তিনি বলেন, 'হায়দরাবাদে ডাক্তার মহিলাকে ধর্ষণ করে খুন করা হল। তারপর হায়দরাবাদ পুলিশ এনকাউন্টারের নামে খুন করেছে। তারা নিম্নবর্ণের না হলে সম্ভব হত না।' উন্নাও প্রসঙ্গ টেনেও বলেন, সেখানে যারা ধর্ষণ করেছে, তারা উচ্চবর্ণের। ওদের ক্ষেত্রে এনকাউন্টার হবে না।'

বিমান ছাড়া এদিনের সভায় ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা বামফ্রন্টের অন্য নেতারা। ফ্রন্টের পক্ষ থেকে বনগাঁ শহরে একটি মিছিলও করা হয়। মিছিল শেষে বনগাঁ মহকুমা শাসকের কাছে ডিটেনশন ক্যাম্পের একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে। Body:এনআরসির বিরুদ্ধে যারা আন্দোলন করছে, তারাই ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য জমি দিচ্ছে। রাজ্য সরকারকে কটাক্ষ বিমান বসুর


বনগাঁঃ নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে যারা আন্দোলন করছে, তারাই আবার ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য জমি দিচ্ছে। সোমবার বনগাঁয় দলীয় কর্মসূচির সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এদিন বনগাঁ টাউনহল মাঠে এনআরসির বিরুদ্ধে বামফ্রন্ট একটি প্রতিবাদ সভা করে। সেই সভায় যোগ দেন সিপিএমের বর্ষীয়ান নেতা। নাগরিকত্ব সংশোধনী আইনের পাশাপাশি হায়দরাবাদ এনকাউন্টার নিয়েও তিনি সোচ্চার হন।


সিপিএমের দাবি, বনগাঁয় তৈরি হচ্ছে ডিটেনশন ক্যাম্প। তারই প্রতিবাদে বনগাঁ খেলাঘর মাঠে এদিন সভা করে সিপিএম-সহ বাম শরিকরা। প্রধন বক্তা ছিলেন বিমান বসু। সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ আন্দোলন চলছে। কিন্তু যারা আন্দোলন করছে, তারাই আবার ডিটেনশন ক্যাম্পের জন্য জমি দিচ্ছে। আমাদের কাছে খবর আছে, বনগাঁ ও রাজারহাটে দু'টি ডিটেনশন ক্যাম্প তৈরি হবে। তার জন্য জমি দিচ্ছে রাজ্য সরকারই। যদিও বনগাঁয় এখনও জায়গা ঠিক হয়নি।' তিনি বনগাঁবাসীর কাছে এই ক্যাম্প ভেঙে গুড়িয়ে দেওয়ার আহব্বান জানান।'

নাগরিকত্ব আইন ঘিরে বিক্ষোভ আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, 'আন্দোলন কখনও বিপথগামী করা উচিত নয়। সংশোধনী আইনের বিরুদ্ধে মানুষের ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা উচিত। এই আইন সংবিধান মেনে তৈরি হয়নি।' ভারতের সংবিধানে সর্বধর্ম সমন্বয়ের কথা বলা আছে। কিন্তু এই আইনে তার কোনও উল্লেখ নেই বলে তিনি জানিয়েছেন।

পাশাপাশি হায়দরাবাদ এনকাউন্টারের নেপথ্যে তিনি বর্ণবৈষম্য আছে বলে মতপ্রকাশ করেছেন। তিনি বলেন, 'হায়দরাবাদে ডাক্তার মহিলাকে ধর্ষণ করে খুন করা হল। তারপর হায়দরাবাদ পুলিশ এনকাউন্টারের নামে খুন করেছে। তারা নিম্নবর্ণের না হলে সম্ভব হত না।' উন্নাও প্রসঙ্গ টেনেও বলেন, সেখানে যারা ধর্ষণ করেছে, তারা উচ্চবর্ণের। ওদের ক্ষেত্রে এনকাউন্টার হবে না।'

বিমান ছাড়া এদিনের সভায় ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা বামফ্রন্টের অন্য নেতারা। ফ্রন্টের পক্ষ থেকে বনগাঁ শহরে একটি মিছিলও করা হয়। মিছিল শেষে বনগাঁ মহকুমা শাসকের কাছে ডিটেনশন ক্যাম্পের একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে। Conclusion:এনআরসির বিরুদ্ধে যারা আন্দোলন করছে, তারাই ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য জমি দিচ্ছে। রাজ্য সরকারকে কটাক্ষ বিমান বসুর


বনগাঁঃ নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে যারা আন্দোলন করছে, তারাই আবার ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য জমি দিচ্ছে। সোমবার বনগাঁয় দলীয় কর্মসূচির সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এদিন বনগাঁ টাউনহল মাঠে এনআরসির বিরুদ্ধে বামফ্রন্ট একটি প্রতিবাদ সভা করে। সেই সভায় যোগ দেন সিপিএমের বর্ষীয়ান নেতা। নাগরিকত্ব সংশোধনী আইনের পাশাপাশি হায়দরাবাদ এনকাউন্টার নিয়েও তিনি সোচ্চার হন।


সিপিএমের দাবি, বনগাঁয় তৈরি হচ্ছে ডিটেনশন ক্যাম্প। তারই প্রতিবাদে বনগাঁ খেলাঘর মাঠে এদিন সভা করে সিপিএম-সহ বাম শরিকরা। প্রধন বক্তা ছিলেন বিমান বসু। সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ আন্দোলন চলছে। কিন্তু যারা আন্দোলন করছে, তারাই আবার ডিটেনশন ক্যাম্পের জন্য জমি দিচ্ছে। আমাদের কাছে খবর আছে, বনগাঁ ও রাজারহাটে দু'টি ডিটেনশন ক্যাম্প তৈরি হবে। তার জন্য জমি দিচ্ছে রাজ্য সরকারই। যদিও বনগাঁয় এখনও জায়গা ঠিক হয়নি।' তিনি বনগাঁবাসীর কাছে এই ক্যাম্প ভেঙে গুড়িয়ে দেওয়ার আহব্বান জানান।'

নাগরিকত্ব আইন ঘিরে বিক্ষোভ আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, 'আন্দোলন কখনও বিপথগামী করা উচিত নয়। সংশোধনী আইনের বিরুদ্ধে মানুষের ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা উচিত। এই আইন সংবিধান মেনে তৈরি হয়নি।' ভারতের সংবিধানে সর্বধর্ম সমন্বয়ের কথা বলা আছে। কিন্তু এই আইনে তার কোনও উল্লেখ নেই বলে তিনি জানিয়েছেন।

পাশাপাশি হায়দরাবাদ এনকাউন্টারের নেপথ্যে তিনি বর্ণবৈষম্য আছে বলে মতপ্রকাশ করেছেন। তিনি বলেন, 'হায়দরাবাদে ডাক্তার মহিলাকে ধর্ষণ করে খুন করা হল। তারপর হায়দরাবাদ পুলিশ এনকাউন্টারের নামে খুন করেছে। তারা নিম্নবর্ণের না হলে সম্ভব হত না।' উন্নাও প্রসঙ্গ টেনেও বলেন, সেখানে যারা ধর্ষণ করেছে, তারা উচ্চবর্ণের। ওদের ক্ষেত্রে এনকাউন্টার হবে না।'

বিমান ছাড়া এদিনের সভায় ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা বামফ্রন্টের অন্য নেতারা। ফ্রন্টের পক্ষ থেকে বনগাঁ শহরে একটি মিছিলও করা হয়। মিছিল শেষে বনগাঁ মহকুমা শাসকের কাছে ডিটেনশন ক্যাম্পের একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে।
Last Updated : Dec 16, 2019, 10:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.