ETV Bharat / state

"খুনিদের সঙ্গে হাত মেলাচ্ছে সরকার, বিচার পাব না", ক্ষুব্ধ অমিতাভর পরিবার - অমিতাভ মালিকের বিচার

"মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বলেছিলেন, আমার ছেলের খুনিদের শাস্তি হবে । আজ দেখছি, আমার ছেলের খুনিদের সঙ্গে সরকার হাত মেলাচ্ছে ।" ক্ষোভ উগরে দিলেন অমিতাভের বাবা ।

অমিতাভ মালিকের ছবি
অমিতাভ মালিকের ছবি
author img

By

Published : Oct 22, 2020, 10:34 PM IST

Updated : Oct 22, 2020, 10:47 PM IST

মধ্যমগ্রাম, 22 অক্টোবর : "রাজ্য সরকার খুনিদের সঙ্গে হাত মেলাল । সরকার ও শাসকদল আমাদের সঙ্গে প্রতারণা করল । আমরা আর বিচার পাব না ।" মোর্চা-তৃণমূল জোট প্রস্তাব শোনার পর হতাশ গলায় কথাগুলো বললেন নিহত পুলিশ অফিসার অমিতাভ মালিকের বাবা সৌমেন মালিক ।

2017 সালের 13 অক্টোবর দার্জিলিঙের পাতলেবাসে মোর্চার ডেরায় অভিযান চালাতে গিয়ে গুলিতে মৃত্যু হয় রাজ্য পুলিশের সাব ইনস্পেক্টর অমিতাভ মালিকের । সেই ঘটনায় FIR-এ নাম রয়েছে মোর্চা নেতা বিমল গুরুং ও রোশন গিরি-সহ অন্যদের । গতকাল কলকাতায় এসে বিমল গুরুং সাংবাদিক বৈঠক করে বলেন, NDA-জোট ছেড়ে তৃণমূলের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চান । তৃণমূলের পক্ষ থেকে তাতে সম্মতিও জানানো হয়েছে ।

কী বলছেন অমিতাভের বাবা

শাসকদলের এই মনোভাবে হতবাক অমিতাভ মালিকের পরিবার ৷ মধ্যমগ্রামের 7 নম্বর ওয়ার্ডের শরৎকানন এলাকায় থাকেন অমিতাভর বাবা সৌমেন মালিক, মা গীতা মালিক ও ভাই অরুণাভ মালিক । মোর্চা-তৃণমূল গাঁটছড়া বাঁধার কথা শুনে অমিতাভর মা গঙ্গা মালিক অসুস্থ হয়ে পড়েছেন । তিনি কথা বলতে পারছেন না । কেবল চোখের জল ফেলছেন । ETV ভারতের প্রতিনিধির কাছে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অমিতাভর বাবা ।

ETV ভারত - আপনারা কি অমিতাভ মালিকের খুনে আর বিচার পাবেন ?

সৌমেন মালিক - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বলেছিলেন, আমার ছেলের খুনিদের শাস্তি হবে । আজ দেখছি, আমার ছেলের খুনিদের সঙ্গে সরকার হাত মেলাচ্ছে । আমরা এই সরকারের কাছে বিচার পাব না ।

আরও পড়ুন : গুরুঙের ভোলবদল কি রাজনৈতিক চাল, নাকি...

ETV ভারত - আপনারা কি মনে করেন, রাজ্য সরকার আপনাদের সঙ্গে প্রতারণা করল?

সৌমেন মালিক - অবশ্যই তা মনে করি । আমার ছেলেকে মোর্চার লোকেরা খুন করেছে । FIR-এ বিমল গুরুং, রোশন গিরিদের নাম রয়েছে । সরকার যে খুনিদের শাস্তি দেবে বলেছিল, সেই খুনিদের সঙ্গে জোট হচ্ছে । এটা প্রতারণা ছাড়া আর কী ?

ETV ভারত - অমিতাভ মালিকের ঘটনার পর যা হল তাতে তরুণ প্রজন্মের যাঁরা বড় পুলিশ অফিসার হতে চান, তাঁদের মনোবল কি ভেঙে যাবে না ?

সৌমেন মালিক - অবশ্যই মনোবল ভেঙে যাবে । আমি মনে করি আমার ছেলে সত্যিকারের পুলিশ অফিসার ছিল । অমিতাভর শিরদাঁড়া শক্ত ছিল । কিন্তু ওর পরিণতি যা হল, তাতে তরুণ পুলিশ অফিসারদের মনোবল ভেঙে যাবে । ভালো ছেলেরা আর পুলিশে যাবে না ।

ETV ভারত - রাজ্য সরকার মুখ ঘুরিয়ে নিল । ছেলের মৃত্যুর বিচার চাইতে এবার কোথায় যাবেন?

সৌমেন মালিক - আমরা রাজ্যপালের কাছে যাব । প্রয়োজনে আমরা কেন্দ্রের কাছে যাব ।

আরও পড়ুন : গুরুংয়ের NDA-র প্রতি সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত, টুইট তৃণমূলের

ETV ভারত - অমিতাভর স্ত্রী বিউটি কি আপনাদের সঙ্গে যোগাযোগ রাখেন?

সৌমেন মালিক - না । আমার বউমা আমাদের সঙ্গে কোনওরকম যোগাযোগ রাখে না । বিউটি যেন অমিতাভর সব স্মৃতি সব মুছে ফেলতে চায় ।

অমিতাভর ভাই অরুণাভকে অস্থায়ী একটা কাজ দিয়েছে রাজ্য সরকার । অমিতাভর পরিবার বলছে, চাইলে সে কাজ ওরা ফিরিয়ে নিতে পারে । অরুণাভ বলেন, "আমার দাদা অমিতাভ মালিক । আমি আমার দাদার জন্য গর্ব করি । আমার দাদা শুধু আমার একার দাদা নয় । আমার বয়সি সব ছেলেমেয়েদের দাদা । আমার দাদা আইকন । কিন্তু আমার দাদার সঙ্গে যা হল, তাতে আরও কোনও ছেলেকে আমি পুলিশ হতে বলব না ।"

মধ্যমগ্রাম, 22 অক্টোবর : "রাজ্য সরকার খুনিদের সঙ্গে হাত মেলাল । সরকার ও শাসকদল আমাদের সঙ্গে প্রতারণা করল । আমরা আর বিচার পাব না ।" মোর্চা-তৃণমূল জোট প্রস্তাব শোনার পর হতাশ গলায় কথাগুলো বললেন নিহত পুলিশ অফিসার অমিতাভ মালিকের বাবা সৌমেন মালিক ।

2017 সালের 13 অক্টোবর দার্জিলিঙের পাতলেবাসে মোর্চার ডেরায় অভিযান চালাতে গিয়ে গুলিতে মৃত্যু হয় রাজ্য পুলিশের সাব ইনস্পেক্টর অমিতাভ মালিকের । সেই ঘটনায় FIR-এ নাম রয়েছে মোর্চা নেতা বিমল গুরুং ও রোশন গিরি-সহ অন্যদের । গতকাল কলকাতায় এসে বিমল গুরুং সাংবাদিক বৈঠক করে বলেন, NDA-জোট ছেড়ে তৃণমূলের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চান । তৃণমূলের পক্ষ থেকে তাতে সম্মতিও জানানো হয়েছে ।

কী বলছেন অমিতাভের বাবা

শাসকদলের এই মনোভাবে হতবাক অমিতাভ মালিকের পরিবার ৷ মধ্যমগ্রামের 7 নম্বর ওয়ার্ডের শরৎকানন এলাকায় থাকেন অমিতাভর বাবা সৌমেন মালিক, মা গীতা মালিক ও ভাই অরুণাভ মালিক । মোর্চা-তৃণমূল গাঁটছড়া বাঁধার কথা শুনে অমিতাভর মা গঙ্গা মালিক অসুস্থ হয়ে পড়েছেন । তিনি কথা বলতে পারছেন না । কেবল চোখের জল ফেলছেন । ETV ভারতের প্রতিনিধির কাছে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অমিতাভর বাবা ।

ETV ভারত - আপনারা কি অমিতাভ মালিকের খুনে আর বিচার পাবেন ?

সৌমেন মালিক - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বলেছিলেন, আমার ছেলের খুনিদের শাস্তি হবে । আজ দেখছি, আমার ছেলের খুনিদের সঙ্গে সরকার হাত মেলাচ্ছে । আমরা এই সরকারের কাছে বিচার পাব না ।

আরও পড়ুন : গুরুঙের ভোলবদল কি রাজনৈতিক চাল, নাকি...

ETV ভারত - আপনারা কি মনে করেন, রাজ্য সরকার আপনাদের সঙ্গে প্রতারণা করল?

সৌমেন মালিক - অবশ্যই তা মনে করি । আমার ছেলেকে মোর্চার লোকেরা খুন করেছে । FIR-এ বিমল গুরুং, রোশন গিরিদের নাম রয়েছে । সরকার যে খুনিদের শাস্তি দেবে বলেছিল, সেই খুনিদের সঙ্গে জোট হচ্ছে । এটা প্রতারণা ছাড়া আর কী ?

ETV ভারত - অমিতাভ মালিকের ঘটনার পর যা হল তাতে তরুণ প্রজন্মের যাঁরা বড় পুলিশ অফিসার হতে চান, তাঁদের মনোবল কি ভেঙে যাবে না ?

সৌমেন মালিক - অবশ্যই মনোবল ভেঙে যাবে । আমি মনে করি আমার ছেলে সত্যিকারের পুলিশ অফিসার ছিল । অমিতাভর শিরদাঁড়া শক্ত ছিল । কিন্তু ওর পরিণতি যা হল, তাতে তরুণ পুলিশ অফিসারদের মনোবল ভেঙে যাবে । ভালো ছেলেরা আর পুলিশে যাবে না ।

ETV ভারত - রাজ্য সরকার মুখ ঘুরিয়ে নিল । ছেলের মৃত্যুর বিচার চাইতে এবার কোথায় যাবেন?

সৌমেন মালিক - আমরা রাজ্যপালের কাছে যাব । প্রয়োজনে আমরা কেন্দ্রের কাছে যাব ।

আরও পড়ুন : গুরুংয়ের NDA-র প্রতি সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত, টুইট তৃণমূলের

ETV ভারত - অমিতাভর স্ত্রী বিউটি কি আপনাদের সঙ্গে যোগাযোগ রাখেন?

সৌমেন মালিক - না । আমার বউমা আমাদের সঙ্গে কোনওরকম যোগাযোগ রাখে না । বিউটি যেন অমিতাভর সব স্মৃতি সব মুছে ফেলতে চায় ।

অমিতাভর ভাই অরুণাভকে অস্থায়ী একটা কাজ দিয়েছে রাজ্য সরকার । অমিতাভর পরিবার বলছে, চাইলে সে কাজ ওরা ফিরিয়ে নিতে পারে । অরুণাভ বলেন, "আমার দাদা অমিতাভ মালিক । আমি আমার দাদার জন্য গর্ব করি । আমার দাদা শুধু আমার একার দাদা নয় । আমার বয়সি সব ছেলেমেয়েদের দাদা । আমার দাদা আইকন । কিন্তু আমার দাদার সঙ্গে যা হল, তাতে আরও কোনও ছেলেকে আমি পুলিশ হতে বলব না ।"

Last Updated : Oct 22, 2020, 10:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.