চাঁদপাড়া, 29 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন 2019 - এর প্রতিবাদে বিক্ষোভের নামে তাণ্ডব চললেও রাজ্য পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি । কিন্তু উত্তরপ্রদেশ সরকার বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়েছে । এখন সেখানে লাশ গোনা চলছে । আজ এক সভায় একথা বলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।
আজ উত্তর ২৪ পরগনার চাঁদপাড়ায় BJP-র 'অভিনন্দন যাত্রা'-য় নেতৃত্ব দেন দিলীপ ঘোষ । সেখানে বক্তব্য রাখতে গিয়ে শুরুতেই মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, "এই যে অনুপ্রবেশকারীদের মধ্যে 50 লাখ ভোট দিদির দিকে গেছে, কোনওভাবে যদি এদের নাম ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে এই 50 লাখ ভোট তো দিদির খাতা থেকে বেরিয়ে আমাদের দিকে চলে আসবে । তাহলে আমাদের পাল্লা ভারী হয়ে যাবে । 2021-এর নির্বাচনে BJP 260 আর দিদি 50 টা আসনও পাবে না । দিদির সব আসন টলমল করছে । ভাইয়ের কী হবে, ভাইপোর কী হবে ? পাড়া-প্রতিবেশীর কী হবে ? এই নিয়ে দিদি এখন চিন্তায় রয়েছেন । আর দিদি যে এই অনুপ্রবেশকারীদের জন্য এত মিছিলে হাঁটলেন, এটা কার জন্য? আমার বা আপনার জন্য তো নয় । এটা করলেন উনি অনুপ্রবেশকারীদের জন্য । তো তাদের জন্যই যদি ওনার এত চিন্তা তাহলে এখানে কী করছেন । ওপারে গিয়ে চিন্তা করুন । এপারে কেন আসলেন?"
নাগরিকত্ব (সংশোধনী) আইনের প্রতিবাদে বিক্ষোভ চলছে দেশের প্রায় সব রাজ্যেই । বিক্ষোভের জেরে গুলিতে মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশ ও কর্নাটকে । এজন্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছে পুলিশ । ওই রাজ্যগুলির BJP নেতৃত্বাধীন প্রশাসনের পুলিশ এমন দাবি করলেও পশ্চিমবঙ্গে উলটো সুর গাইছেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । আজ দিলীপবাবু বলেন, "মিরাটে বিক্ষোভকারীদের গুলি করে মেরেছে পুলিশ । এই যে রাজ্যে 600 কোটির টাকা সম্পত্তি নষ্ট হয়েছে, যারা নষ্ট করেছে তাদের বিরুদ্ধে দিদি কিছুই করেনি । বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টাই হয়নি । কোথাও গুলি চালায়নি পুলিশ, লাঠিচার্জও করেনি । মিরাটে যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে, পুলিশ তাদের গুলি করে মেরেছে । ওখানে এখন লাশ গোণা হচ্ছে । আর এখানে ? তাহলে বোঝাই যাচ্ছে উনি কার সঙ্গে আছেন । তার মানে ওনার কথা হল তুমি যা ইচ্ছে কর । শুধু ভোটটা আমায় দাও ।"