ব্যারাকপুর, 21 মে : এমনিতেই তাঁর তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে রাজ্য-রাজনীতিতে চলছে ব্যাপক গুঞ্জন ৷ এরইমধ্যে কাঁকিনাড়া অঞ্চলের তৃণমূল নেতা মুন্না সাউয়ের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট আরও তীব্র করল অর্জুন সিং'য়ের দলবদলের জল্পনা ৷ তৃণমূল নেতৃত্বের সঙ্গে অর্জুন সিং'য়ের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুন্না সাউ ৷ আর তা নিয়েই ব্যারাকপুর শিল্পাঞ্চলে শোরগোল (Speculation rises on Arjun Singh around controversial social media post) ৷ সবমিলিয়ে পুত্র পবন সিংকে নিয়ে ব্যারাকপুরের সাংসদের বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন স্রেফ সময়ের অপেক্ষা, মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷
যদিও সোশ্যাল মিডিয়া পোস্টের খবর কানে পৌঁছনো মাত্রই সেই জল্পনা যদিও উড়িয়ে দিয়েছেন অর্জুন ৷ পালটা এক পোস্টে ব্যারাকপুরের সাংসদ লেখেন, "আমি জানতে পেরেছি, তৃণমূলের কিছু নেতা-কর্মী সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে পোস্টার ও ছবি বানিয়ে তৃণমূলে যোগদানের কথা প্রচার করে বেড়াচ্ছেন। এটা একেবারেই সত্যি নয়। আমি তৃণমূলে যোগ দিচ্ছি না।" এই পোস্টের আগে অর্জুনের টুইটার ঘিরে এদিন তাঁর 'ঘর ওয়াপসি'-র জল্পনা জোরাল হয় ৷ তিনি লেখেন, "শুনছি আজ সাগর নিজেকে নিয়ে গর্বিত। যেখানে ঝড় এসেছে সেখানে নৌকা নিয়ে যাওয়া হোক।"
-
सुना है आज समंदर को खुद पे गुमान आया है,
— Arjun Singh (@ArjunsinghWB) May 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
उधर ही ले चलो कश्ती जहाँ तूफान आया है।
">सुना है आज समंदर को खुद पे गुमान आया है,
— Arjun Singh (@ArjunsinghWB) May 21, 2022
उधर ही ले चलो कश्ती जहाँ तूफान आया है।सुना है आज समंदर को खुद पे गुमान आया है,
— Arjun Singh (@ArjunsinghWB) May 21, 2022
उधर ही ले चलो कश्ती जहाँ तूफान आया है।
বাংলার পাটশিল্প এবং পাটচাষিদের হাল ফেরাতে সম্প্রতি উদ্যোগী হয়েছেন অর্জুন সিং ৷ রাজ্যের পাটশিল্প ইস্যুতে মুখ্যমন্ত্রীকে পাশে চেয়ে দলের মধ্যে থেকেই 'বেসুরো' অর্জুন নয়াদিল্লিতে পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলের দরবারেও ৷ ফলও মিলেছে হাতেনাতে ৷ অর্জুনের সঙ্গে আলোচনার পর সম্প্রতি পাটের সর্বাধিক মূল্য প্রত্যাহার করেছে কেন্দ্র ৷
আরও পড়ুন : পাট-রাজনীতির হাত ধরে কি এবার ঘরে ফেরা নিশ্চিত করতে চান অর্জুন ?
দিনকয়েক আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করে অর্জুন সিং জানিয়েছিলেন, 15-16 দিনের মধ্যেই জেনে যাবেন বিজেপিতে আছি কি না ৷