ETV Bharat / state

Gold Smuggling at Border: হাকিমপুরে বিএসএফ-এর হাতে 87 লক্ষ টাকার সোনার বিস্কুট-সহ ধৃত 1 - বিএসএফ

সোনা পাচারের ছক বানচাল করল বিএসএফ এর 112 নম্বর ব্যাটেলিয়ন ৷ আজ হাকিমপুরে ভারত-বাংলাদেশ সীমান্তে মলদ্বারে 1 কেজির উপর সোনার বিস্কুট লুকিয়ে পাচার করছিল পাচারকারী ৷

Gold Smuggling at Basirhat Border ETV BHARAT
Gold Smuggling at Basirhat Border
author img

By

Published : May 28, 2023, 10:46 PM IST

বসিরহাট, 28 মে: ভারত-বাংলাদেশ সীমান্তে ফের সোনা পাচারের ছক বানচাল করল বিএসএফ ৷ মলদ্বারে সোনার বিস্কুট লুকিয়ে রেখে অভিনব কায়দায় পাচারের চেষ্টা করছিলেন মইনুর খান নামে এক পাচারকারী ৷ রবিবার উত্তর 24 পরগনার স্বরূপনগর থানার হাকিমপুর চেকপোস্ট সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ ধৃতের কাছ থেকে মিলেছে 12টি সোনার বিস্কুট ৷ যেগুলির মোট ওজন 1 কেজি 397 গ্রাম ৷ যার আনুমানিক বাজারমূল্য 87 লক্ষ টাকা ৷ মইনুর খানের চলাফেরার ধরন দেখে সন্দেহ হয় বিএসএফ জওয়ানদের ৷ আটক করে জিজ্ঞাসাবাদ করতেই সোনা পাচারের পর্দা ফাঁস হয় ৷

ধৃত মইনুর খানকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ পুলিশ তাঁকে গ্রেফতার করেছে ৷ বাজেয়াপ্ত হওয়া 87 লক্ষ টাকার এই সোনার বিস্কুট তুলে দেওয়া হয়েছে তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে ৷ বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বছর 50-এর ধৃত মইনুর খানের বাড়ি স্বরূপনগরের সীমান্তবর্তী মাঝেরপাড়ায়। আগেও তাঁর নাম জড়িয়েছিল পাচারের ঘটনায় ৷ সেই কারণে এ দিন আরও সতর্ক ছিলেন সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা ৷ যার ফলে পাচার করতে গিয়ে বিএসএফ-এর হাতে ধরা পড়েন তিনি ৷

ভারত-বাংলাদেশ সীমান্তে পাচারের ঘটনা নতুন কিছু নয় ৷ তবে, গত কয়েক মাসে পাচারের ঘটনা তুলনামূলকভাবে বেড়েছে বলেই খবর বিএসএফ সূত্রে ৷ বিশেষ করে বসিরহাট এবং স্বরূপনগরের সীমান্ত দিয়ে চোরাপথে নানাভাবে সোনা পাচারের চেষ্টার ঘটনা সামনে এসেছে ৷

আরও পড়ুন: সোনা পাচারের ছক বানচাল সীমান্তরক্ষী বাহিনীর, ধৃত দশম শ্রেণির ছাত্রী

সোনার বিস্কুট কিংবা রুপোর গয়না পাচারের চেষ্টা যেমন রয়েছে ৷ তেমনই ফেনসিডিলের মতো মাদক পাচারের চেষ্টাও হয়েছে ৷ যদিও বেশিরভাগ ক্ষেত্রেই সেই সমস্ত পাচারের চেষ্টা ব্যর্থ হয়েছে বিএসএফের তৎপরতায় ৷ তাই পাচারে আনা হয়েছে অভিনবত্ব। ফলে, নিত্য নতুন পদ্ধতিতে চোরাচালানের ঘটনা বেড়ে চলায় উদ্বিগ্ন বিএসএফ কর্তারাও ৷ সেই কারণে যে কোনও পাচার রুখতে বাড়তি সর্তকতা নেওয়া হচ্ছে সীমান্তবর্তী এলাকায় ৷ তার সাফল্যও মিলছে হাতেনাতে ৷

আরও পড়ুন: জুতোর সোলে লুকিয়ে সোনা পাচারের ছক বানচাল, গ্রেফতার 3

সম্প্রতি স্বরূপনগরের এই হাকিমপুর চেকপোস্ট সীমান্ত দিয়ে সোনার বিস্কুট পাচার করতে গিয়ে বিএসএফের জালে ধরা পড়ে এক যুবক ৷ তখনও ওই পাচারকারীকে অভিনব পদ্ধতি অবলম্বন করতে দেখা গিয়েছিল ৷ শরীরের নিম্নাঙ্গে 10টি সোনার বিস্কুট দড়ি দিয়ে বেঁধে সাইকেলে করে পাচারের চেষ্টা করেছিলেন তিনি ৷ যদিও, সেই চেষ্টা সফল হয়নি ৷ এসবের মধ্যেই আবারও স্বরূপনগরের সীমান্তে চেকপোস্টের কাছে সোনার বিস্কুট পাচারের চেষ্টা ব্যর্থ করল বিএসএফের 112 নম্বর ব‍্যাটেলিয়ান ৷

বসিরহাট, 28 মে: ভারত-বাংলাদেশ সীমান্তে ফের সোনা পাচারের ছক বানচাল করল বিএসএফ ৷ মলদ্বারে সোনার বিস্কুট লুকিয়ে রেখে অভিনব কায়দায় পাচারের চেষ্টা করছিলেন মইনুর খান নামে এক পাচারকারী ৷ রবিবার উত্তর 24 পরগনার স্বরূপনগর থানার হাকিমপুর চেকপোস্ট সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ ধৃতের কাছ থেকে মিলেছে 12টি সোনার বিস্কুট ৷ যেগুলির মোট ওজন 1 কেজি 397 গ্রাম ৷ যার আনুমানিক বাজারমূল্য 87 লক্ষ টাকা ৷ মইনুর খানের চলাফেরার ধরন দেখে সন্দেহ হয় বিএসএফ জওয়ানদের ৷ আটক করে জিজ্ঞাসাবাদ করতেই সোনা পাচারের পর্দা ফাঁস হয় ৷

ধৃত মইনুর খানকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ পুলিশ তাঁকে গ্রেফতার করেছে ৷ বাজেয়াপ্ত হওয়া 87 লক্ষ টাকার এই সোনার বিস্কুট তুলে দেওয়া হয়েছে তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে ৷ বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বছর 50-এর ধৃত মইনুর খানের বাড়ি স্বরূপনগরের সীমান্তবর্তী মাঝেরপাড়ায়। আগেও তাঁর নাম জড়িয়েছিল পাচারের ঘটনায় ৷ সেই কারণে এ দিন আরও সতর্ক ছিলেন সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা ৷ যার ফলে পাচার করতে গিয়ে বিএসএফ-এর হাতে ধরা পড়েন তিনি ৷

ভারত-বাংলাদেশ সীমান্তে পাচারের ঘটনা নতুন কিছু নয় ৷ তবে, গত কয়েক মাসে পাচারের ঘটনা তুলনামূলকভাবে বেড়েছে বলেই খবর বিএসএফ সূত্রে ৷ বিশেষ করে বসিরহাট এবং স্বরূপনগরের সীমান্ত দিয়ে চোরাপথে নানাভাবে সোনা পাচারের চেষ্টার ঘটনা সামনে এসেছে ৷

আরও পড়ুন: সোনা পাচারের ছক বানচাল সীমান্তরক্ষী বাহিনীর, ধৃত দশম শ্রেণির ছাত্রী

সোনার বিস্কুট কিংবা রুপোর গয়না পাচারের চেষ্টা যেমন রয়েছে ৷ তেমনই ফেনসিডিলের মতো মাদক পাচারের চেষ্টাও হয়েছে ৷ যদিও বেশিরভাগ ক্ষেত্রেই সেই সমস্ত পাচারের চেষ্টা ব্যর্থ হয়েছে বিএসএফের তৎপরতায় ৷ তাই পাচারে আনা হয়েছে অভিনবত্ব। ফলে, নিত্য নতুন পদ্ধতিতে চোরাচালানের ঘটনা বেড়ে চলায় উদ্বিগ্ন বিএসএফ কর্তারাও ৷ সেই কারণে যে কোনও পাচার রুখতে বাড়তি সর্তকতা নেওয়া হচ্ছে সীমান্তবর্তী এলাকায় ৷ তার সাফল্যও মিলছে হাতেনাতে ৷

আরও পড়ুন: জুতোর সোলে লুকিয়ে সোনা পাচারের ছক বানচাল, গ্রেফতার 3

সম্প্রতি স্বরূপনগরের এই হাকিমপুর চেকপোস্ট সীমান্ত দিয়ে সোনার বিস্কুট পাচার করতে গিয়ে বিএসএফের জালে ধরা পড়ে এক যুবক ৷ তখনও ওই পাচারকারীকে অভিনব পদ্ধতি অবলম্বন করতে দেখা গিয়েছিল ৷ শরীরের নিম্নাঙ্গে 10টি সোনার বিস্কুট দড়ি দিয়ে বেঁধে সাইকেলে করে পাচারের চেষ্টা করেছিলেন তিনি ৷ যদিও, সেই চেষ্টা সফল হয়নি ৷ এসবের মধ্যেই আবারও স্বরূপনগরের সীমান্তে চেকপোস্টের কাছে সোনার বিস্কুট পাচারের চেষ্টা ব্যর্থ করল বিএসএফের 112 নম্বর ব‍্যাটেলিয়ান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.