ETV Bharat / state

ভাটপাড়ায় চলল গুলি, অল্পের জন্য রক্ষা পেলেন BJP কর্মী

author img

By

Published : Jul 24, 2020, 4:42 PM IST

ফের উত্তপ্ত ভাটপাড়ায় ৷ এবার এক BJP কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ৷ অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে ৷

shootout
উত্তপ্ত ভাটপাড়া

ভাটপাড়া, 24 জুলাই : ফের উত্তেজনা ভাটপাড়ায় ৷ এবার ভাটপাড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের রামনগর কলোনি এলাকায় রাজ বিশ্বাস নামে এক BJP কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ৷ যদিও তাঁর শরীরে গুলি স্পর্শ করেনি ৷ গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। রাজ বিশ্বাস জানিয়েছেন, তিনি কোনওরকমে প্রাণে বেঁচেছেন ৷ ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷

এই বিষয়ে ভাটপাড়া শহর তৃণমূল সভাপতি দেবজ্যোতি ঘোষ বলেন, ''ভাটপাড়ায় প্রায়ই গুলি চলছে ও বোমাবাজি হচ্ছে ৷ কিন্তু, কেউ জখম হচ্ছে না । আসলে BJP-ই এই সব করে আতঙ্ক ছড়াতে চাইছে । গোলমাল হলে BJP-রই লাভ। তাই ওরা এসব করছে।"

উত্তপ্ত ভাটপাড়া

গত 15 জুলাই তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া ৷ তৃণমূল যুব নেতা ধর্মেন্দ্র সিং, ওরফে ধরুয়াকে গুলি করে কয়েকজন দুষ্কৃতী ৷ কিছুদিন আগে BJP ছেড়ে তৃণমূলে যোগ দেন ধর্মেন্দ্র সিং ৷ ওইদিন বাইকে করে এসে দুই দুষ্কৃতী এই তৃণমূল নেতার কাঁকিনাড়ার বাড়ির সামনে তাঁকে গুলি করে ৷ পরপর দুটি গুলি করা হয় ৷ একটি লক্ষ্যভ্রষ্ট হলেও, অন্যটি ধর্মেন্দ্র সিংয়ের গলায় লাগে ৷ তারও কিছুদিন আগে চিড়িয়ামোড়ে BJP সাংসদ অর্জুন সিংয়ের গাড়ি থামিয়ে পুলিশ তল্লাশি চালায় ৷ শুধু তাই নয়, অর্জুনের সঙ্গী ও BJP কর্মী বিট্টু জয়সওয়ালকে গ্রেপ্তার করা হয় ৷ গত 17 জুলাই ওয়ারেন্ট ছাড়া অর্জুন সিংয়ের বাড়ি শ্রমিক ভবনে তল্লাশি চালাতে আসার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে ৷ অর্জুনপুত্র তথা বিধায়ক পবন সিং পুলিশকে বাধা দিলে দু'পক্ষের বাদানুবাদ শুরু হয় ৷

এই ঘটনার রেশ কাটতে না কাটতে আবার এই গুলি চালানোর ঘটনা ভাটপাড়ায় ৷ স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, ভাটপাড়ায় গোলাগুলি চলা এখন রুটিনে পরিণত হয়েছে ৷ এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা ৷ অর্জুন সিংয়ের BJP-তে যোগদানের পর থেকে এসব শুরু হয়েছে ৷ পুলিশ এলাকায় শান্তি ফেরাতে ব্যর্থ ৷

ভাটপাড়া, 24 জুলাই : ফের উত্তেজনা ভাটপাড়ায় ৷ এবার ভাটপাড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের রামনগর কলোনি এলাকায় রাজ বিশ্বাস নামে এক BJP কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ৷ যদিও তাঁর শরীরে গুলি স্পর্শ করেনি ৷ গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। রাজ বিশ্বাস জানিয়েছেন, তিনি কোনওরকমে প্রাণে বেঁচেছেন ৷ ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷

এই বিষয়ে ভাটপাড়া শহর তৃণমূল সভাপতি দেবজ্যোতি ঘোষ বলেন, ''ভাটপাড়ায় প্রায়ই গুলি চলছে ও বোমাবাজি হচ্ছে ৷ কিন্তু, কেউ জখম হচ্ছে না । আসলে BJP-ই এই সব করে আতঙ্ক ছড়াতে চাইছে । গোলমাল হলে BJP-রই লাভ। তাই ওরা এসব করছে।"

উত্তপ্ত ভাটপাড়া

গত 15 জুলাই তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া ৷ তৃণমূল যুব নেতা ধর্মেন্দ্র সিং, ওরফে ধরুয়াকে গুলি করে কয়েকজন দুষ্কৃতী ৷ কিছুদিন আগে BJP ছেড়ে তৃণমূলে যোগ দেন ধর্মেন্দ্র সিং ৷ ওইদিন বাইকে করে এসে দুই দুষ্কৃতী এই তৃণমূল নেতার কাঁকিনাড়ার বাড়ির সামনে তাঁকে গুলি করে ৷ পরপর দুটি গুলি করা হয় ৷ একটি লক্ষ্যভ্রষ্ট হলেও, অন্যটি ধর্মেন্দ্র সিংয়ের গলায় লাগে ৷ তারও কিছুদিন আগে চিড়িয়ামোড়ে BJP সাংসদ অর্জুন সিংয়ের গাড়ি থামিয়ে পুলিশ তল্লাশি চালায় ৷ শুধু তাই নয়, অর্জুনের সঙ্গী ও BJP কর্মী বিট্টু জয়সওয়ালকে গ্রেপ্তার করা হয় ৷ গত 17 জুলাই ওয়ারেন্ট ছাড়া অর্জুন সিংয়ের বাড়ি শ্রমিক ভবনে তল্লাশি চালাতে আসার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে ৷ অর্জুনপুত্র তথা বিধায়ক পবন সিং পুলিশকে বাধা দিলে দু'পক্ষের বাদানুবাদ শুরু হয় ৷

এই ঘটনার রেশ কাটতে না কাটতে আবার এই গুলি চালানোর ঘটনা ভাটপাড়ায় ৷ স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, ভাটপাড়ায় গোলাগুলি চলা এখন রুটিনে পরিণত হয়েছে ৷ এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা ৷ অর্জুন সিংয়ের BJP-তে যোগদানের পর থেকে এসব শুরু হয়েছে ৷ পুলিশ এলাকায় শান্তি ফেরাতে ব্যর্থ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.