বারাসত, 31 জানুয়ারি : ঠাকুরবাড়ি তথা মতুয়াদের উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন BJP সাংসদ শান্তনু ঠাকুর ৷ CAA ও NRC-র সমর্থনে মছলন্দপুরে অভিনন্দন যাত্রা করেন তিনি ৷ সেই মিছিল থেকেই BJP সাংসদ বলেন, "মুখ্যমন্ত্রী মূর্খের স্বর্গে বাস করেন ৷ মতুয়াদের নিয়ে মিথ্যাচার বন্ধ করুন৷"
গতকাল CAA ও NRC-র সমর্থনে উত্তর 24 পরগনার মছলন্দপুরে এক অভিনন্দন যাত্রায় যোগ দেন BJP সাংসদ তথা ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুর ৷ সেখান থেকে তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, "তৃণমূলের জন্ম হয়েছে 30 বছরের কম সময়ে ৷ তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে ঠাকুরবাড়ি তথা মতুয়া সম্প্রদায়ের উন্নয়ন 30 বছর ধরে করছেন?" ঠাকুরবাড়ির উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রী মিথ্যাচার করছেন বলেও অভিযোগ করেন শান্তনু ৷ তাঁর কথায়, "পুকুরের সিঁড়ি বাঁধিয়ে যদি মতুয়াদের উন্নয়ন করা হয়, তাহলে মুখ্যমন্ত্রী মূর্খের স্বর্গে বাস করছেন ৷ ওঁর নিজের বয়স মনে আছে তো ?" CAA ও NRC প্রসঙ্গে তিনি বলেন, "তৃণমূলের নেতা-মন্ত্রীরা যেভাবে পথে নেমে বিরোধিতা করছেন, তাতে তাঁরা সংবিধানকেই অমান্য করছেন ৷ কেন্দ্রীয় সরকার CAA পাশ করেছে ৷ সংবিধান অনুযায়ী সব রাজ্য তা মানতে বাধ্য ৷ কিন্তু তৃণমূল গায়ের জোর দেখাচ্ছে ৷''
সম্প্রতি, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অভিযোগ করেছিলেন, BJP সাংসদ শান্তনু ঠাকুর টাকার বিনিময়ে নাগরিকত্ব ফর্ম বিলি করছেন ৷ এই প্রসঙ্গে বলেন, "যা করেছি বেশ করেছি৷" আসন্ন পৌরসভা ভোট নিয়েও বেশ আত্মবিশ্বাসী ঠাকুরবাড়ির সংসদ সদস্য৷
রাজ্যপালের পুলিশ কমিশনারের কাছে ক্ষমা চাওয়া উচিত : জ্যোতিপ্রিয়