ETV Bharat / state

মুখ্যমন্ত্রী মূর্খের স্বর্গে বাস করছেন : শান্তনু - মছলন্দপুরে অভিনন্দন মিছিল

গতকাল CAA ও NRC-র সমর্থনে উত্তর 24 পরগনার মছলন্দপুরে এক অভিনন্দন যাত্রায় যোগ দেন BJP সাংসদ তথা ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুর ৷ সেখান থেকে তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে জানান, তৃণমূলের জন্ম হয়েছে 30 বছরের কম সময়ে৷ তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে ঠাকুরবাড়ি তথা মতুয়া সম্প্রদায়ের উন্নয়ন 30 বছর ধরে করছেন ?

Matua people's Abhinandan rally at Machlandapur
বিজেপির অভিনন্দন মিছিলে মতুয়ারা
author img

By

Published : Jan 31, 2020, 1:42 PM IST

Updated : Jan 31, 2020, 10:52 PM IST

বারাসত, 31 জানুয়ারি : ঠাকুরবাড়ি তথা মতুয়াদের উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন BJP সাংসদ শান্তনু ঠাকুর ৷ CAA ও NRC-র সমর্থনে মছলন্দপুরে অভিনন্দন যাত্রা করেন তিনি ৷ সেই মিছিল থেকেই BJP সাংসদ বলেন, "মুখ্যমন্ত্রী মূর্খের স্বর্গে বাস করেন ৷ মতুয়াদের নিয়ে মিথ্যাচার বন্ধ করুন৷"


গতকাল CAA ও NRC-র সমর্থনে উত্তর 24 পরগনার মছলন্দপুরে এক অভিনন্দন যাত্রায় যোগ দেন BJP সাংসদ তথা ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুর ৷ সেখান থেকে তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, "তৃণমূলের জন্ম হয়েছে 30 বছরের কম সময়ে ৷ তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে ঠাকুরবাড়ি তথা মতুয়া সম্প্রদায়ের উন্নয়ন 30 বছর ধরে করছেন?" ঠাকুরবাড়ির উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রী মিথ্যাচার করছেন বলেও অভিযোগ করেন শান্তনু ৷ তাঁর কথায়, "পুকুরের সিঁড়ি বাঁধিয়ে যদি মতুয়াদের উন্নয়ন করা হয়, তাহলে মুখ্যমন্ত্রী মূর্খের স্বর্গে বাস করছেন ৷ ওঁর নিজের বয়স মনে আছে তো ?" CAA ও NRC প্রসঙ্গে তিনি বলেন, "তৃণমূলের নেতা-মন্ত্রীরা যেভাবে পথে নেমে বিরোধিতা করছেন, তাতে তাঁরা সংবিধানকেই অমান্য করছেন ৷ কেন্দ্রীয় সরকার CAA পাশ করেছে ৷ সংবিধান অনুযায়ী সব রাজ্য তা মানতে বাধ্য ৷ কিন্তু তৃণমূল গায়ের জোর দেখাচ্ছে ৷''


সম্প্রতি, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অভিযোগ করেছিলেন, BJP সাংসদ শান্তনু ঠাকুর টাকার বিনিময়ে নাগরিকত্ব ফর্ম বিলি করছেন ৷ এই প্রসঙ্গে বলেন, "যা করেছি বেশ করেছি৷" আসন্ন পৌরসভা ভোট নিয়েও বেশ আত্মবিশ্বাসী ঠাকুরবাড়ির সংসদ সদস্য৷

রাজ্যপালের পুলিশ কমিশনারের কাছে ক্ষমা চাওয়া উচিত : জ্যোতিপ্রিয়

বারাসত, 31 জানুয়ারি : ঠাকুরবাড়ি তথা মতুয়াদের উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন BJP সাংসদ শান্তনু ঠাকুর ৷ CAA ও NRC-র সমর্থনে মছলন্দপুরে অভিনন্দন যাত্রা করেন তিনি ৷ সেই মিছিল থেকেই BJP সাংসদ বলেন, "মুখ্যমন্ত্রী মূর্খের স্বর্গে বাস করেন ৷ মতুয়াদের নিয়ে মিথ্যাচার বন্ধ করুন৷"


গতকাল CAA ও NRC-র সমর্থনে উত্তর 24 পরগনার মছলন্দপুরে এক অভিনন্দন যাত্রায় যোগ দেন BJP সাংসদ তথা ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুর ৷ সেখান থেকে তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, "তৃণমূলের জন্ম হয়েছে 30 বছরের কম সময়ে ৷ তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে ঠাকুরবাড়ি তথা মতুয়া সম্প্রদায়ের উন্নয়ন 30 বছর ধরে করছেন?" ঠাকুরবাড়ির উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রী মিথ্যাচার করছেন বলেও অভিযোগ করেন শান্তনু ৷ তাঁর কথায়, "পুকুরের সিঁড়ি বাঁধিয়ে যদি মতুয়াদের উন্নয়ন করা হয়, তাহলে মুখ্যমন্ত্রী মূর্খের স্বর্গে বাস করছেন ৷ ওঁর নিজের বয়স মনে আছে তো ?" CAA ও NRC প্রসঙ্গে তিনি বলেন, "তৃণমূলের নেতা-মন্ত্রীরা যেভাবে পথে নেমে বিরোধিতা করছেন, তাতে তাঁরা সংবিধানকেই অমান্য করছেন ৷ কেন্দ্রীয় সরকার CAA পাশ করেছে ৷ সংবিধান অনুযায়ী সব রাজ্য তা মানতে বাধ্য ৷ কিন্তু তৃণমূল গায়ের জোর দেখাচ্ছে ৷''


সম্প্রতি, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অভিযোগ করেছিলেন, BJP সাংসদ শান্তনু ঠাকুর টাকার বিনিময়ে নাগরিকত্ব ফর্ম বিলি করছেন ৷ এই প্রসঙ্গে বলেন, "যা করেছি বেশ করেছি৷" আসন্ন পৌরসভা ভোট নিয়েও বেশ আত্মবিশ্বাসী ঠাকুরবাড়ির সংসদ সদস্য৷

রাজ্যপালের পুলিশ কমিশনারের কাছে ক্ষমা চাওয়া উচিত : জ্যোতিপ্রিয়

Intro:মুখ্যমন্ত্রীর দলের জন্মই হয়নি 30 বছর হয়েছে।তাহলে উনি কিভাবে 30 বছর ধরে ঠাকুরবাড়িতে আসছেন।মতুয়াদের উন্নয়ন করলেন!এসব গল্প কাকে দিচ্ছেন উনি!ঠাকুর বাড়িতে পুকুর ঘাটের সিঁড়ি করা ছাড়া উনি আর কিছুই করেননি।মতুয়াদের নিয়ে মিথ্যাচারের জবাব মুখ্যমন্ত্রী আগামী দিনেও পাবেন।ঠাকুর বাড়ির সাহায্য করা নিয়ে মুখ্যমন্ত্রীকে এভাবেই পাল্টা জবাব দিলেন ঠাকুর বাড়িরই সদস্য ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। Body:মছলন্দপুরঃ- মুখ্যমন্ত্রীর দলের জন্ময় হয়নি ৩০ বছর হয়েছে!তাহলে উনি কিভাবে ৩০ বছর ধরে ঠাকুর বাড়িতে আসছেন!মতুয়াদের উন্নয়ন করছেন!এসব গল্প কাকে দিচ্ছেন!মতুয়াদের নিয়ে মিথ্যাচারের জবাব আগামীদিনেও মুখ্যমন্ত্রী পাবেন।ঠাকুর বাড়িতে সাহায্য করা নিয়ে মুখ্যমন্ত্রীর দাবির প্রসঙ্গে এভাবেই পাল্টা জবাব দিলেন ঠাকুরবাড়ির সদস্য ও বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।আজ বিকালে CAA ও NRC-এর সমর্থনে মছলন্দপুরে দলের অভিনন্দন যাত্রায় যোগ দিতে আসেন তিনি।সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে শান্তনু ঠাকুর বলেন,"আমি এটাই বলব তৃণমূল কংগ্রেসের জন্ম কত বছর হয়েছে"! মুখ্যমন্ত্রীর নিজের বয়স মনে আছে তো!এরপরই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন,"উনি বলছেন ঠাকুর বাড়িতে ৩০ বছর ধরে সাহায্য করছেন।ঠাকুর বাড়িতে পুকুর ঘাটের সিঁড়ি ছাড়া আর কিছুই করেননি মমতা বন্দ্যোপাধ্যায়।সিঁড়ি তৈরি করে উনি যদি ভাবেন,গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে মতুয়াদের উন্নয়ন করে ফেলেছেন,তাহলে আমি বলব,মুখ্যমন্ত্রী মূর্খের স্বর্গে বাস করছেন।মতুয়াদের নিয়ে মিথ্যাচারের জবাব উনি লোকসভার সেমিফাইনালে পেয়ে গিয়েছেন।এবার সামনের ফাইনালেও জবাব পাবেন মুখ্যমন্ত্রী"।সম্প্রতি,খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন,টাকার বিনিময়ে নাগরিকত্ব ফর্ম বিলি করা হচ্ছে।এনিয়ে প্রশ্ন করা হলে শান্তনু মেজাজ হারিয়ে জ্যোতিপ্রিয়কে তুই,তোকারি বলতে শুরু করেন।বলেন,"যা করেছি বেশ করেছি।ভালো করেছি।জ্যোতিপ্রিয়র মত লোককে সন্মান দিয়ে বলতে হবে নাকি।তোর যা করার করে নে! জ্যোতিপ্রিয় মল্লিক তুমি যা করার করে নাও"!পৌরসভা নির্বাচনে দলের ফলাফল নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,"আমার লোকসভা কেন্দ্রে ৪ টি পৌরসভা রয়েছে।৪ টি পৌরসভার ১টিতে-ও তৃনমূল জিতবে না।ধুলিস্যাৎ হয়ে যাবে।মুছে যাবে ওরা।তার অপেক্ষায় থাকুন।ভোট হোক রেজাল্ট বেরলে দেখতেই পাবেন"।CAA ও NRC নিয়ে মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের নেতা ও মন্ত্রীরা যেভাবে পথে নেমে তার বিরোধিতা করছেন,তারও সমালোচনা করেন শান্তনু ঠাকুর।এপ্রসঙ্গে তিনি বলেন,গনতন্ত্রের থেকে বড় কেউ নন।সে যে দলই হোক না কেন!কেন্দ্রীয় সরকার CAA পাস করেছে।সংবিধান অনুযায়ী সেই আইন রাজ্য সরকার কিংবা মুখ্যমন্ত্রী মানতে বাধ্য।কিন্তু ওরা যেটা করছে,সেটা গায়ের জোরে"।Conclusion:মছলন্দপুরের রাজবল্লভপুর হাইস্কুল থেকে অভিনন্দন যাত্রা শুরু হয়ে শেষ হয় গোবরডাঙায় গিয়ে।প্রায় ৪ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সময় লাগে ২ ঘন্টা।এই পদযাত্রায় বিজেপি নেতা ও কর্মীদের পাশাপাশি তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।পদযাত্রায় ছিল সুবিশাল জাতীয় পতাকাও।মতুয়ারা তাদের চিরাচরিত বাদ্যযন্ত্র নিয়ে অংশগ্রহন করেছিলেন তাতে।
Last Updated : Jan 31, 2020, 10:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.