ETV Bharat / state

Shantanu Thakur at Bagdah : নদিয়ার হাঁসখালির দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে মন্ত্রী শান্তনু - নদিয়া দুর্ঘটনা

নদিয়ার হাঁসখালিতে পথ দুর্ঘটনায় (Nadia Accident) মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur at Bagdah) ৷ শুক্রবার উত্তর 24 পরগনার বাগদায় মৃতদের বাড়ি বাড়ি ঘোরেন তিনি ৷ দেন স্বজনহারাদের পাশে থাকার আশ্বাস ৷

shantanu thakur meets family members of nadia accident victims at bagdah
Shantanu Thakur at Bagdah : নদিয়ার হাঁসখালির দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে মন্ত্রী শান্তনু
author img

By

Published : Dec 3, 2021, 9:52 PM IST

বাগদা, 3 ডিসেম্বর : নদিয়ার হাঁসখালিতে পথ দুর্ঘটনায় (Nadia Accident) মৃত্যু হয়েছে বেশিরভাগ পরিবারের উপার্জনকারীর ৷ তাই স্বজন হারিয়েও শোক করার ফুরসত নেই উত্তর 24 পরগনার বাগদার মুহুরী পরিবারের সদস্য ও তাঁদের আত্মীয়দের ৷ কীভাবে চলবে সংসার ? এই একটা প্রশ্নেই ঘুম ছুটেছে পরিবারের বাকিদের ৷ শুক্রবার তাঁদের সঙ্গে দেখা করতে আসেন বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur at Bagdah) ৷ তাঁকে কাছে পেয়ে অন্ন সংস্থানের জন্য শুধুমাত্র একটা কাজের দাবি জানান, দুর্ঘটনায় মৃতদের পরিজনেরা ৷ পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রীও ৷

আরও পড়ুন : Nadia Road Accident : নদিয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, বাগদায় স্বজনহারাদের পাশে থাকার আশ্বাস নেতা, বিধায়কদের

গত শনিবার বিকেলে মৃত্যু হয় এই এলাকারই বাসিন্দা শিবাণী মুহুরীর ৷ তাঁর শেষকৃত্য সারতেই নবদ্বীপের শ্মশানে যাচ্ছিলেন পরিবারের সদস্য ও আত্মীয়রা ৷ কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই রবিবার ভোররাতে নদিয়ার হাঁসখালিতে দুর্ঘটনার কবলে পড়ে শবযাত্রীদের গাড়িটি ৷ তাতে প্রাণ যায় 18 জনের ৷ এঁদের মধ্যে 11 জনই মুহুরী পরিবারের সদস্য এবং তাঁদের আত্মীয় ৷

স্বজনহারাদের পাশে থাকার আশ্বাস কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ৷

ইতিমধ্যেই রাজ্য সরকার ও কেন্দ্রের তরফে দুর্ঘটনায় মৃতদের পরিবার ও আহতদের জন্য আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে ৷ রাজ্যের তরফে ক্ষতিপূরণের চেক স্বজনহারাদের হাতে তুলেও দেওয়া হয়েছে ৷ তবে এই ক্ষতিপূরণ যে যথেষ্ট নয়, তা বলার অপেক্ষা রাখে না ৷ কারণ, দুর্ঘটনায় মৃতদের অনেকেই পরিবারের প্রধান উপার্জনকারী ছিলেন ৷ ফলে তাঁদের অবর্তমানে সংসার কীভাবে চলবে, জানা নেই বাকি সদস্যদের ৷

আরও পড়ুন : Compensation for Nadia Accident Victims : নদিয়ার দুর্ঘটনায় মৃতদের পরিবারকে 2 লক্ষ করে ক্ষতিপূরণ রাজ্য ও কেন্দ্রের

এই অবস্থায় শুক্রবার বাগদার এই পারমাদন গ্রামে আসেন শান্তনু ৷ সঙ্গে ছিলেন বিজেপির চার বিধায়ক ৷ এদিন প্রথমেই ঝুমা গ্রামের বাসিন্দা প্রয়াত শ্যামল বিশ্বাসের বাড়ি যান তাঁরা ৷ মন্ত্রীকে কাছে পেয়ে একটা চাকরির দাবি জানান শ্যামলের স্ত্রী তাপসী ৷ এরপর দুর্ঘটনায় মৃত ও আহত অন্য বাসিন্দাদের বাড়িতেও যান শান্তনু ৷ সকলেই কাজের দাবিতে মন্ত্রীর কাছে সহযোগিতার আর্জি জানান ৷ শান্তনু তাঁদের সকলেরই পাশে থাকার আশ্বাস দিয়েছেন ৷

বাগদা, 3 ডিসেম্বর : নদিয়ার হাঁসখালিতে পথ দুর্ঘটনায় (Nadia Accident) মৃত্যু হয়েছে বেশিরভাগ পরিবারের উপার্জনকারীর ৷ তাই স্বজন হারিয়েও শোক করার ফুরসত নেই উত্তর 24 পরগনার বাগদার মুহুরী পরিবারের সদস্য ও তাঁদের আত্মীয়দের ৷ কীভাবে চলবে সংসার ? এই একটা প্রশ্নেই ঘুম ছুটেছে পরিবারের বাকিদের ৷ শুক্রবার তাঁদের সঙ্গে দেখা করতে আসেন বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur at Bagdah) ৷ তাঁকে কাছে পেয়ে অন্ন সংস্থানের জন্য শুধুমাত্র একটা কাজের দাবি জানান, দুর্ঘটনায় মৃতদের পরিজনেরা ৷ পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রীও ৷

আরও পড়ুন : Nadia Road Accident : নদিয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, বাগদায় স্বজনহারাদের পাশে থাকার আশ্বাস নেতা, বিধায়কদের

গত শনিবার বিকেলে মৃত্যু হয় এই এলাকারই বাসিন্দা শিবাণী মুহুরীর ৷ তাঁর শেষকৃত্য সারতেই নবদ্বীপের শ্মশানে যাচ্ছিলেন পরিবারের সদস্য ও আত্মীয়রা ৷ কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই রবিবার ভোররাতে নদিয়ার হাঁসখালিতে দুর্ঘটনার কবলে পড়ে শবযাত্রীদের গাড়িটি ৷ তাতে প্রাণ যায় 18 জনের ৷ এঁদের মধ্যে 11 জনই মুহুরী পরিবারের সদস্য এবং তাঁদের আত্মীয় ৷

স্বজনহারাদের পাশে থাকার আশ্বাস কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ৷

ইতিমধ্যেই রাজ্য সরকার ও কেন্দ্রের তরফে দুর্ঘটনায় মৃতদের পরিবার ও আহতদের জন্য আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে ৷ রাজ্যের তরফে ক্ষতিপূরণের চেক স্বজনহারাদের হাতে তুলেও দেওয়া হয়েছে ৷ তবে এই ক্ষতিপূরণ যে যথেষ্ট নয়, তা বলার অপেক্ষা রাখে না ৷ কারণ, দুর্ঘটনায় মৃতদের অনেকেই পরিবারের প্রধান উপার্জনকারী ছিলেন ৷ ফলে তাঁদের অবর্তমানে সংসার কীভাবে চলবে, জানা নেই বাকি সদস্যদের ৷

আরও পড়ুন : Compensation for Nadia Accident Victims : নদিয়ার দুর্ঘটনায় মৃতদের পরিবারকে 2 লক্ষ করে ক্ষতিপূরণ রাজ্য ও কেন্দ্রের

এই অবস্থায় শুক্রবার বাগদার এই পারমাদন গ্রামে আসেন শান্তনু ৷ সঙ্গে ছিলেন বিজেপির চার বিধায়ক ৷ এদিন প্রথমেই ঝুমা গ্রামের বাসিন্দা প্রয়াত শ্যামল বিশ্বাসের বাড়ি যান তাঁরা ৷ মন্ত্রীকে কাছে পেয়ে একটা চাকরির দাবি জানান শ্যামলের স্ত্রী তাপসী ৷ এরপর দুর্ঘটনায় মৃত ও আহত অন্য বাসিন্দাদের বাড়িতেও যান শান্তনু ৷ সকলেই কাজের দাবিতে মন্ত্রীর কাছে সহযোগিতার আর্জি জানান ৷ শান্তনু তাঁদের সকলেরই পাশে থাকার আশ্বাস দিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.