ETV Bharat / state

Shantanu Thakur: আঙুল উঁচিয়ে পুলিশকে দেখে নেওয়ার হুমকি কেন্দ্রীয় মন্ত্রীর - আপনি আমায় হুমকি দিচ্ছেন। যা খুশি তাই করুন।

ধর্মীয় সভায় যোগ দিতে গিয়ে পুলিশি বাঁধার মুখে পড়ে মেজাজ হারালেন শান্তনু ঠাকুর। বাদুড়িয়ার এসডিপিওকে দেখে নেওয়ার হুমকি দিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ৷ পালটা মন্ত্রীর চোখে চোখ রেখে কর্তব্যপালনে অবিচল থাকলেন পুলিশ কর্তা ৷ যা ঘিরেই এখন চর্চা চলছে রাজনীতির অন্দরে।

Etv Bharat
মেজাজ হারালেন শান্তনু
author img

By

Published : Apr 13, 2023, 8:57 PM IST

মেজাজ হারালেন শান্তনু

স্বরূপনগর (উত্তর 24 পরগণা), 13 এপ্রিল: চড়ক পুজো উপলক্ষ্যে ধর্মীয় সভায় যোগ দিতে এসে পুলিশি বাঁধার মুখে পড়ে মেজাজ হারালেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। রীতিমতো আঙুল উঁচিয়ে বাদুড়িয়ার এসডিপিও অভিজিৎ সিনহা মহাপাত্রকে দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে। পালটা এসডিপিও-র বিরুদ্ধে তাঁকে অপদস্থ এবং তাঁর সঙ্গে দুর্ব‍্যবহারের অভিযোগ করেছেন বনগাঁর বিজেপি সাংসদ। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী এবং স্থানীয় প্রশাসনের আধিকারিকের তড়জায় উত্তপ্ত হয়ে উঠল স্বরূপনগর এলাকা ৷

বুধবার স্বরূপনগরের চারঘাট এলাকায় একটি ধর্মীয় কর্মসূচির আয়োজন করেছিল স্থানীয় একটি ক্লাব সংগঠন। আমন্ত্রণ পেয়ে সেখানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। ধর্মীয় কর্মসূচির মঞ্চ থেকে বক্তব্য রাখছিলেন তিনি। অভিযোগ, হঠাৎই সেখানে স্বরূপনগর থানার পুলিশ এসে মাইক বন্ধ করে দেয়। গোটা ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে উত্তর 24 পরগণার স্বরূপনগরের চারঘাট এলাকায়।

স্বভাবতই বিষয়টি ভালোভাবে নেননি কেন্দ্রীয় মন্ত্রী। বক্তব্য রাখতে না-পেরে কার্যত মঞ্চ থেকে নেমে বিষয়টির প্রতিবাদ করতে থাকেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। দু-এক কথায় সেখানে স্থানীয় পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদেও জড়িয়ে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী। স্থানীয় থানার সঙ্গে মন্ত্রীর তর্কাতর্কি চলাকালীনই সেখানে আসেন বাদুড়িয়ার এসডিপিও অভিজিৎ সিনহা মহাপাত্র। এরপর তাঁর কাছ থেকেই মাইক বন্ধ হওয়ার কারণ জানতে চান শান্তনু। যার উত্তরে মন্ত্রীর উদ্দেশে এসডিপিও বলেন, "প্রশাসনের অনুমতি না নিয়েই বিতর্কিত জমিতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে বিশৃঙ্খলা তৈরি হতে পারে এলাকায়। তাই,পরবর্তী কর্মসূচির বন্দোবস্ত অন‍্য কোথাও করতে হবে।" নির্দিষ্ট সময়ের একঘন্টা পর ফের অন্য কোথাও কর্মসূচি করতে হবে শুনে ওই পুলিশ কর্তার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী।

দু'জনেই উত্তপ্ত বাক‍্য বিনিময় করতে থাকেন। অভিযোগ, কর্মসূচি চালাতে কার্যত নাছোড়বান্দা মনোভাব নিয়ে মেজাজ হারিয়ে শেষ পর্যন্ত পুলিশ কর্তাকে হুমকি দিয়ে বসেন মন্ত্রী। আঙুল উঁচিয়ে তাঁকে বলতে শোনা যায়,"বিষয়টি মনে থেকল আমার। দেখে নেব আপনাকে।" যদিও দমে না গিয়ে পালটা কেন্দ্রীয় মন্ত্রীর চোখে চোখ রেখে জবাব দেন এসডিপিও। কেন্দ্রীয় মন্ত্রীর হুঁশিয়ারির কাছে মাথানত না করে উলটে তার জবাবও দিয়েছেন ওই পুলিশ অফিসার। তিনি বলেন, "আপনি আমায় হুমকি দিচ্ছেন। যা খুশি তাই করুন। আমি আমার কর্তব্যে অবিচল থাকব।"

আরও পড়ুন: সাগরদিঘিতে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া বন্ধের অভিযোগে আন্দোলনে অধীর

অনেকেই এই ঘটনায় 2021-এর বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী এবং আইপিএস অফিসার নগেন্দ্র ত্রিপাঠীর উত্তপ্ত বাক‍্য বিনিময়ের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন। যেখানে মুখ্যমন্ত্রীর চোখে চোখ রেখে এই আইপিএস অফিসারকে বলতে শোনা গিয়েছিল, "যতক্ষণ খাকি উর্দি গায়ে রয়েছে, ততক্ষণ উর্দিতে কোনও দাগ লাগতে দেব না ম‍্যাডাম।"

এদিকে, হুমকির অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি বলেন,"কোনও কারণ ছাড়াই ওই ধর্মীয় সভা বানচাল করার চেষ্টা করছিল পুলিশ। তারই প্রতিবাদ করেছি শুধুমাত্র। কিন্তু, কেন্দ্রীয় মন্ত্রী হওয়া সত্বেও পুলিশ আমাকে কোনও নিরাপত্তা দেয়নি। উলটে এসডিপিও আমার সঙ্গে খারাপ ব‍্যবহার করেছেন। অপদস্থ করা হয়েছে আমাকে। বিষয়টি আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি। সংসদের প্রিভিলেজ কমিটিতেও বিষয়টি তুলে ধরব। যাতে এর একটা বিহিত হয়। পুলিশের দায়িত্বই হল সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়া। অথচ, যে ঔদ্ধত্য পুলিশের দেখলাম তা কখনই কাম‍্য নয়।" পাশাপাশি,পুলিশের অভিযোগ খন্ডন করে কর্মসূচির জন্য আগাম অনুমতি নেওয়া হয়েছে বলেও দাবি করেছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী।

মেজাজ হারালেন শান্তনু

স্বরূপনগর (উত্তর 24 পরগণা), 13 এপ্রিল: চড়ক পুজো উপলক্ষ্যে ধর্মীয় সভায় যোগ দিতে এসে পুলিশি বাঁধার মুখে পড়ে মেজাজ হারালেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। রীতিমতো আঙুল উঁচিয়ে বাদুড়িয়ার এসডিপিও অভিজিৎ সিনহা মহাপাত্রকে দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে। পালটা এসডিপিও-র বিরুদ্ধে তাঁকে অপদস্থ এবং তাঁর সঙ্গে দুর্ব‍্যবহারের অভিযোগ করেছেন বনগাঁর বিজেপি সাংসদ। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী এবং স্থানীয় প্রশাসনের আধিকারিকের তড়জায় উত্তপ্ত হয়ে উঠল স্বরূপনগর এলাকা ৷

বুধবার স্বরূপনগরের চারঘাট এলাকায় একটি ধর্মীয় কর্মসূচির আয়োজন করেছিল স্থানীয় একটি ক্লাব সংগঠন। আমন্ত্রণ পেয়ে সেখানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। ধর্মীয় কর্মসূচির মঞ্চ থেকে বক্তব্য রাখছিলেন তিনি। অভিযোগ, হঠাৎই সেখানে স্বরূপনগর থানার পুলিশ এসে মাইক বন্ধ করে দেয়। গোটা ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে উত্তর 24 পরগণার স্বরূপনগরের চারঘাট এলাকায়।

স্বভাবতই বিষয়টি ভালোভাবে নেননি কেন্দ্রীয় মন্ত্রী। বক্তব্য রাখতে না-পেরে কার্যত মঞ্চ থেকে নেমে বিষয়টির প্রতিবাদ করতে থাকেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। দু-এক কথায় সেখানে স্থানীয় পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদেও জড়িয়ে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী। স্থানীয় থানার সঙ্গে মন্ত্রীর তর্কাতর্কি চলাকালীনই সেখানে আসেন বাদুড়িয়ার এসডিপিও অভিজিৎ সিনহা মহাপাত্র। এরপর তাঁর কাছ থেকেই মাইক বন্ধ হওয়ার কারণ জানতে চান শান্তনু। যার উত্তরে মন্ত্রীর উদ্দেশে এসডিপিও বলেন, "প্রশাসনের অনুমতি না নিয়েই বিতর্কিত জমিতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে বিশৃঙ্খলা তৈরি হতে পারে এলাকায়। তাই,পরবর্তী কর্মসূচির বন্দোবস্ত অন‍্য কোথাও করতে হবে।" নির্দিষ্ট সময়ের একঘন্টা পর ফের অন্য কোথাও কর্মসূচি করতে হবে শুনে ওই পুলিশ কর্তার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী।

দু'জনেই উত্তপ্ত বাক‍্য বিনিময় করতে থাকেন। অভিযোগ, কর্মসূচি চালাতে কার্যত নাছোড়বান্দা মনোভাব নিয়ে মেজাজ হারিয়ে শেষ পর্যন্ত পুলিশ কর্তাকে হুমকি দিয়ে বসেন মন্ত্রী। আঙুল উঁচিয়ে তাঁকে বলতে শোনা যায়,"বিষয়টি মনে থেকল আমার। দেখে নেব আপনাকে।" যদিও দমে না গিয়ে পালটা কেন্দ্রীয় মন্ত্রীর চোখে চোখ রেখে জবাব দেন এসডিপিও। কেন্দ্রীয় মন্ত্রীর হুঁশিয়ারির কাছে মাথানত না করে উলটে তার জবাবও দিয়েছেন ওই পুলিশ অফিসার। তিনি বলেন, "আপনি আমায় হুমকি দিচ্ছেন। যা খুশি তাই করুন। আমি আমার কর্তব্যে অবিচল থাকব।"

আরও পড়ুন: সাগরদিঘিতে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া বন্ধের অভিযোগে আন্দোলনে অধীর

অনেকেই এই ঘটনায় 2021-এর বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী এবং আইপিএস অফিসার নগেন্দ্র ত্রিপাঠীর উত্তপ্ত বাক‍্য বিনিময়ের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন। যেখানে মুখ্যমন্ত্রীর চোখে চোখ রেখে এই আইপিএস অফিসারকে বলতে শোনা গিয়েছিল, "যতক্ষণ খাকি উর্দি গায়ে রয়েছে, ততক্ষণ উর্দিতে কোনও দাগ লাগতে দেব না ম‍্যাডাম।"

এদিকে, হুমকির অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি বলেন,"কোনও কারণ ছাড়াই ওই ধর্মীয় সভা বানচাল করার চেষ্টা করছিল পুলিশ। তারই প্রতিবাদ করেছি শুধুমাত্র। কিন্তু, কেন্দ্রীয় মন্ত্রী হওয়া সত্বেও পুলিশ আমাকে কোনও নিরাপত্তা দেয়নি। উলটে এসডিপিও আমার সঙ্গে খারাপ ব‍্যবহার করেছেন। অপদস্থ করা হয়েছে আমাকে। বিষয়টি আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি। সংসদের প্রিভিলেজ কমিটিতেও বিষয়টি তুলে ধরব। যাতে এর একটা বিহিত হয়। পুলিশের দায়িত্বই হল সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়া। অথচ, যে ঔদ্ধত্য পুলিশের দেখলাম তা কখনই কাম‍্য নয়।" পাশাপাশি,পুলিশের অভিযোগ খন্ডন করে কর্মসূচির জন্য আগাম অনুমতি নেওয়া হয়েছে বলেও দাবি করেছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.