ETV Bharat / state

বিভিন্ন দাবিতে ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটি-র সামনে বিক্ষোভ SFI-এর

লকডাউনে বন্ধ রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় । এই অবস্থায় বিপাকে পড়েছেন পড়ুয়ারা । তাই একাধিক দাবিতে বিক্ষোভ দেখাল SFI ।

west bengal state university
ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি
author img

By

Published : May 7, 2020, 10:49 PM IST

বারাসত, 7 মে : লকডাউনের মাঝেই একাধিক দাবিতে ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটির গেটের সামনে বিক্ষোভ দেখাল SFI । আজ বারাসতে ইউনিভার্সিটির ক্যাম্পাসের গেটের সামনে বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায় তারা । সামাজিক দূরত্ব বজায় রাখতে নেওয়া হয় অভিনব পন্থাও। আন্দোলনকারীরা প্রত্যেকেই ছাতা ব্যবহার করে । বেশ কিছুক্ষণ ধরে চলে এই বিক্ষোভ।একইভাবে বারাসতের দুটি কলেজের সামনেও বিক্ষোভ দেখায় তারা ।

লকডাউনে বন্ধ রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় । এই অবস্থায় বিপাকে পড়েছেন পড়ুয়ারা। সঠিক সময়ে পাঠক্রম শেষ করা যাবে কি না তা নিয়ে চিন্তায় পড়েছে কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ-ও। এই পরিস্থিতিতে অনেক কলেজ ও বিশ্ববিদ্যালয় অনলাইনে পড়াশোনার উ0পর জোর দিয়েছে। আবার অনেক দুস্থ পড়ুয়া কলেজের সেশন ও বিশ্ববিদ্যালয়ের হস্টেল ফি কীভাবে মেটাবেন, তা নিয়েও সংশয়ে রয়েছেন। তাই SFI চাইছে,সেই সমস্ত দুস্থ পড়ুয়াদের কলেজের সেশন ও বিশ্ববিদ্যালয়ের হস্টেল ফি মকুব করা হোক।সেই সঙ্গে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সমস্ত পড়ুয়ার অনলাইনে পঠনপাঠনও সুনিশ্চিত করতে চাইছে তারা ।

এবিষয়ে SFI-র জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সমীর ধর বলেন,"75 শতাংশ ক্লাসরুম ও 25 শতাংশ অনলাইন শিক্ষার যে প্রস্তাব দেওয়া হয়েছে তা বাতিল করতে হবে। তার পরিবর্তে প্রত্যেক পড়ুয়ার জন্য অনলাইন শিক্ষার ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। এছাড়া কলেজের সেশন ও বিশ্ববিদ্যালয়ের হস্টেল ফি মকুব, লকডাউনের পর অতিরিক্ত ক্লাসের মাধ্যমে পাঠক্রম শেষ করা, পরীক্ষা ও মূল্যায়ন অনলাইনে বাতিল করা সহ একাধিক দাবি রয়েছে আমাদের । সেই সব দাবি নিয়েই বিশ্ববিদ্যালয়ের গেটে বিক্ষোভ দেখানো হয় । আমরা আশা করব, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়াদের স্বার্থে সেই দাবি মেনে নেবে। "


SFI-এর আন্দোলনকে কটাক্ষ করেছে TMCP। তাদের বক্তব্য, "এই আন্দোলন একেবারে লোক দেখানো। রাস্তায় না নেমে ওদের নেতারা বরং পড়ুয়াদের পাশে গিয়ে দাঁড়াক। তাতে তারা লাভবান হবে"।

বারাসত, 7 মে : লকডাউনের মাঝেই একাধিক দাবিতে ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটির গেটের সামনে বিক্ষোভ দেখাল SFI । আজ বারাসতে ইউনিভার্সিটির ক্যাম্পাসের গেটের সামনে বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায় তারা । সামাজিক দূরত্ব বজায় রাখতে নেওয়া হয় অভিনব পন্থাও। আন্দোলনকারীরা প্রত্যেকেই ছাতা ব্যবহার করে । বেশ কিছুক্ষণ ধরে চলে এই বিক্ষোভ।একইভাবে বারাসতের দুটি কলেজের সামনেও বিক্ষোভ দেখায় তারা ।

লকডাউনে বন্ধ রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় । এই অবস্থায় বিপাকে পড়েছেন পড়ুয়ারা। সঠিক সময়ে পাঠক্রম শেষ করা যাবে কি না তা নিয়ে চিন্তায় পড়েছে কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ-ও। এই পরিস্থিতিতে অনেক কলেজ ও বিশ্ববিদ্যালয় অনলাইনে পড়াশোনার উ0পর জোর দিয়েছে। আবার অনেক দুস্থ পড়ুয়া কলেজের সেশন ও বিশ্ববিদ্যালয়ের হস্টেল ফি কীভাবে মেটাবেন, তা নিয়েও সংশয়ে রয়েছেন। তাই SFI চাইছে,সেই সমস্ত দুস্থ পড়ুয়াদের কলেজের সেশন ও বিশ্ববিদ্যালয়ের হস্টেল ফি মকুব করা হোক।সেই সঙ্গে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সমস্ত পড়ুয়ার অনলাইনে পঠনপাঠনও সুনিশ্চিত করতে চাইছে তারা ।

এবিষয়ে SFI-র জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সমীর ধর বলেন,"75 শতাংশ ক্লাসরুম ও 25 শতাংশ অনলাইন শিক্ষার যে প্রস্তাব দেওয়া হয়েছে তা বাতিল করতে হবে। তার পরিবর্তে প্রত্যেক পড়ুয়ার জন্য অনলাইন শিক্ষার ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। এছাড়া কলেজের সেশন ও বিশ্ববিদ্যালয়ের হস্টেল ফি মকুব, লকডাউনের পর অতিরিক্ত ক্লাসের মাধ্যমে পাঠক্রম শেষ করা, পরীক্ষা ও মূল্যায়ন অনলাইনে বাতিল করা সহ একাধিক দাবি রয়েছে আমাদের । সেই সব দাবি নিয়েই বিশ্ববিদ্যালয়ের গেটে বিক্ষোভ দেখানো হয় । আমরা আশা করব, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়াদের স্বার্থে সেই দাবি মেনে নেবে। "


SFI-এর আন্দোলনকে কটাক্ষ করেছে TMCP। তাদের বক্তব্য, "এই আন্দোলন একেবারে লোক দেখানো। রাস্তায় না নেমে ওদের নেতারা বরং পড়ুয়াদের পাশে গিয়ে দাঁড়াক। তাতে তারা লাভবান হবে"।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.